বিষণ্নতার ও দুঃখপূর্ণ রাত্রি দীর্ঘ, কিন্তু প্রাতঃকাল অনুগ্রহে বিলম্বিত, কারণ প্রভু যদি আসিতেন তবে অনেককে অপ্রস্তুত অবস্থায় পাইতেন। - 2 T 194 (1868). LDEBeng 28.8
১৮৪৪ খ্রীষ্টাব্দের মহা নিরুসাহের পরে অ্যাডডেন্টিষ্টগণ যদি তাহাদের বিশ্বাস ধরিয়া রাখিত এবং ঐক্যবদ্ধভাবে ঈশ্বরের খুলিয়া দেওয়া উপায় অনুসরণ করিত, তৃতীয় দূতের বার্তা গ্রহণ করিয়া তাহা পবিত্র আত্মার শক্তিতে সমগ্র পৃথিবীতে প্রচার করিত, তাহারা ঈশ্বরের পরিত্রাণ দেখিতে পাইত, তাহাদের পরিশ্রমের দ্বারা ঈশ্বর মহ কিছু সাধন করিতেন এবং কার্য সমাপ্ত হইত; এবং খ্রীষ্ট ইহার পূর্বে তাহার লোকদিগকে তাহাদের পুরস্কারে গ্রহণ করিতে আগমন করিতেন ।..... .এইরূপে খ্রীষ্টের আগমনে বিলম্ব ঈশ্বরের অভিপ্রেত নহে ।.... LDEBeng 28.9
চল্লিশ বসরের অবিশ্বাস, রচনা এবং বিদ্রোহ প্রাচীন ইস্রায়েল জাতিকে কনান দেশে প্রবেশ করিতে দেয় নাই। সেই একই প্রকারের পাপ সকল আধুনিক ইস্রায়েলকে স্বর্গীয় কনানে প্রবেশে বিলম্বিত করিতেছে । ইহাদের কোনটিই ঈশ্বরের প্রতিজ্ঞা সমূহের ভুল নহে। অবিশ্বাস, জাগতিকতা, অপবিত্রতা এবং ঈশ্বরের লোকদের মধ্যে বিবাদ (শ্রেষ্ঠতার জন্য কলহ) আমাদিগকে এই দুঃখ ও পাপপূর্ণ পৃথিবীতে ঐ বসর ধরিয়া রখিয়াছে । -EV 695, 696 (1883) LDEBeng 29.1
খ্রীষ্টের মন্ডলী যদি প্রভুর অভিষিক্ত নির্দিষ্ট কার্য্য করিত ইতিপূর্বে সমগ্র জনগণকে সতর্ক করা হইত, প্রভু যীশু পরাক্রম ও মহাপ্রতাপে এই পৃথিবীতে আসিতেন। -DA633,634(1898) LDEBeng 29.2