মহা সংঘর্ষ সমাপ্ত হইয়াছে। পাপ ও পাপীরা আর নাই। সমগ্র বিশ্ববিশুদ্ধ। বিশাল সৃষ্টি ব্যাপী ঐক্যতান ও আনন্দের একই রকম স্পন্দন। যিনি সকলই সৃষ্টি করিয়াছেন তাঁহার নিকট হইতে জীবন্ত আলো এবং আনন্দ অসীম মহাশূন্যের সর্বত্র প্রবাহিত হয় । ক্ষুদ্রতম পরমাণু হইতে আরম্ভ করিয়া বিশাল পৃথিবী চেতন অচেতন সকল বস্তু তাহাদের অনাচ্ছাদিত সৌন্দর্য্যে এবং পূর্ণ আনন্দে ঘোষণা করে ঈশ্বর প্রেম ।- GC 678 (1911). LDEBeng 216.1