পৃথিবীনিবাসীগণের পাপের পাত্র পূর্ণ হইতে আর কিছু সময় বাকি আছে, অতঃপর, যাহা এত কাল পর্যন্ত ঘুমন্ত ছিল, জাগ্রত হইবে এবং এই আলোকের দেশ তাঁহার অমিশ্রিত রোষ মদিরা পান করিবে। - 1T 363 (1863). LDEBeng 31.2
পাপের পাত্র প্রায় পূর্ণ হইয়াছে; এবং দোষীগণের উপর ঈশ্বরের শাস্তিস্বরূপ বিচার প্রায় নামিয়া আসিতেছে। -4T 489 (1880) LDEBeng 31.3
পৃথিবী নিবাসীগণের দুষ্টতা তাহাদের অপরাধের পাত্র প্রায় পূর্ণ করিয়াছে। এই পৃথিবী এমন একটি স্থানে পৌছিয়াছে যে স্থানে ঈশ্বর ধ্বংসকারীকে তাহার ইচ্ছা ইহার উপরে কার্য্যকরী করিতে অনুমতি প্রদান করিবেন। -7T 141 (1902). LDEBeng 31.4
পাপ প্রায় ইহার সীমা স্পর্শ করিয়াছে। বিশৃঙ্খলতা দ্বারা পৃথিবী পূর্ণ হইয়াছে, এবং মনুষ্যদের উপরে শীঘ্রই মহা আতঙ্ক আসিয়া পড়িবে। শেষ খুবই সন্নিকট। আমরা যাহারা সত্য জানি, আমাদের উচি যাহা পৃথিবীর উপর মহা আশ্চর্য্যরূপে আসিয়া পড়িবে তাহার নিমিত্ত প্রস্তুত থাকা। -8T 28 (1904). LDEBeng 31.5