১৮৪৪ খ্রীষ্টাব্দের সময়টি ঘটনাবহুল ছিল। আমাদের অবাক চক্ষের সম্মুখে স্বর্গের ধর্ম্মধাম পরিষ্কারকরণ ঘটনা সংঘটিত হইতেছিল। তাহা পৃথিবী ঈশ্বরের সন্তানগণের সহিত স্থির সম্পর্কীত ছিল এবং প্রথম, দ্বিতীয় দূতের বার্তা এবং তৃতীয় দূতের ঈশ্বরের আজ্ঞা ও যীশুর বিশ্বাস “লিখিত পতাকা বিসারিত করা। এই বার্তায় আর একটি উল্লেখযোগ্য বিষয় হইল ঈশ্বরের মন্দির, যাহা তাঁহার সত্যপ্রিয় লোকেরা স্বর্গ এবং ঈশ্বরের আজ্ঞা বিশিষ্ট নিয়ম সিন্দুক দেখিয়াছে। চতুর্থ আজ্ঞার শাববাথ হইতে আলোর তীব্র-চ্ছেটা ঈশ্বরের আজ্ঞা মান্যকারীদের পথের উপর পড়িতেছে। দুষ্টদের অবিনশ্বরতা একটি উল্লেখযোগ্য মতবাদ এই মতবাদের মধ্যে আমি আর কোন কিছু স্মরন করিতে পারিতেছিনা । LDEBeng 34.2