কাৰ্য্যে কৃতকাৰ্য্যতা আসিবেনা এরূপ ভয় বা সন্দেহের কোন প্রয়োজন নাই। ঈশ্বর সমস্ত কার্য্যের অগ্রে (মস্তকে) রহিয়াছেন এবং তিনি সকলই সুবিন্যস্ত করিবেন । কার্য্যের মস্তকে কোন বিষয়ে হেরফের করিতে হইলে ঈশ্বর তাহা দেখিবেন এবং সমস্ত ভুল ঠিক করিয়া দিবেন। আমরা বিশ্বাস রাখি যে ঈশ্বর লোকবাহী জাহাজটি নিরাপদে বন্দরে ভিড়াইবেন । 25 SM 390 (1992). LDEBeng 39.3
ঈশ্বরের কি কোন জীবন্ত মন্ডলী নাই? তাঁহার একটি মন্ডলী আছে, ইহা রণোম্মুখো, বিজয়োম্মত্ত নহে । আমরা খুবই দুঃখিত যে বহু অপরিপক্ক সদস্য রহিয়াছে, ধানের মধ্যে ঝরা রহিয়াছে। (গোমের মধ্যে শ্যামাঘাস রহিয়াছে).....যদিও মন্ডলীতে মন্দতা রহিয়াছে; এবং ইহা পৃথিবীর শেষ পর্যন্ত থাকিবে, মন্ডলী এই শেষ কালে পাপে কলুষিত ও মনোবলহীন পৃথিবীর নিমিত্ত আলো স্বরূপ হইবে। দুর্বল ত্রুটিপূর্ণ অনুযোগের সতর্কীকরনের ও উপদেশদানের উপযুক্ত এই মন্ডলীই পৃথিবীতে একমাত্র বস্তু যাহার উপরে খ্রীষ্ট তাঁহার পরম সম্মান প্রদান করেন। - TM 45, 49 (1893), LDEBeng 39.4
শয়তানের রক্ষা প্রাচীর বিজয় লাভ করিবে না। তৃতীয় দূতের বার্তার সহিত বিজয় জড়িত হইবে। প্রভুর বাহিনীর সেনাপতি যেরূপ যিরিহোর প্রাচীর হিড়িয়া নামাইয়াছিল তদ্রুপ প্রভুর আজ্ঞা পালনকারী লোকেরা বিরোধী শক্তিসমূহকে পরাজিত করিয়া বিজয়ী হইবে। - TM 410 (1898). LDEBeng 39.5