ঈশ্বর সর্বদা লোকদিগকে আগামী দন্ডাজ্ঞা সম্পর্কে সতর্ক করিয়াছেন। তাহাদের সময়ের জন্য তাঁহার বার্তায় যাহারা বিশ্বাস করিত, এবং তাঁহার আদেশে বাধ্য হইয়া বিশ্বাস অনুযায়ী তপর হইয়াছিল, তাহারা অবাধ্য ও অবিশ্বাসীদের উপর পতিত দন্ডাজ্ঞা এড়াইয়া গিয়াছিল। LDEBeng 10.3
নোহের নিকট বাক্য উপস্থিত হইল, “তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর। কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখিয়াছি।” নোহ বাধ্য হইলেন ও বাঁচিলেন। লোটের নিকট সংবাদ আসিল, “উঠ, এ স্থান হইতে বাহির হও, কেননা সদাপ্রভূ এই নগর উচ্ছিন্ন করিবেন” (আদি ৭:১; ১৯:১৪)। লোট স্বর্গীয় বার্তাবাহকের তত্ত্বাবধানে নিজেকে স্থাপন করিলেন এবং বাঁচিলেন। তদ্রুপ খ্রীষ্টের শিষ্যগণকেও যিরুশালেম ধ্বংসের সতর্কবাণী প্রদত্ত হইয়াছিল। যাহারা আগামী ধ্বংসের লক্ষণাবলি লক্ষ্য করিতেছিল তাহারা নগর হইতে পলায়ন করিল, ধ্বংসের হাত হইতে বাঁচিল। এখন আমাদিগকেও তদ্রূপ খ্রীষ্টের দ্বিতীয় আগমন ও পৃথিবী ধ্বংসের সতর্কবাণী দত্ত হইয়াছে। যাহারা এই সতর্কবাণীতে কর্ণপাত করিবে। - DA 634 (1898). LDEBeng 10.4
ঈশ্বর আমাদিগকে বলিয়াছেন আমরা আমাদের সময়ে কি আশা করিতে পারি তাঁহার ক্রুশারোপনের পূর্বে ত্রানকর্তা তাঁহার শিষ্যদের বুঝাইয়া বলিয়াছেন যে তাঁহাকে হত্যা করা হইবে এবং তিনি কবর হইতে পুনরক্ষিত হইবেন এবং তাঁহার বাক্য অন্তরে ও মনের উপর ছাপ ফেলিতে দূতগণ উপস্থিত থাকিবেন। ১মার্চ ৪:৩১,৩২ LDEBeng 10.5
কিন্তু শিষ্যেরা রোমীয়দের যোঁয়ালী হইতে পার্থিব নিষ্কৃতি আশা পোষণ করায়, যাহার উপরে তাহাদের সমস্ত আশা কেন্দ্রিভূত ছিল, তাঁহার এই অসম্মানজনক মৃত্যু হইবে, এই কথা তাহারা বরদান্ত করিতে পারিতেছিল না। যে কথা তাহাদের স্মরণে রাখা প্রয়োজন ছিল তাহা তাহাদের মন হইতে দূরীভূত হইয়াছিল এবং যখন পরীক্ষার সময় আসিল তখন তাহাদিগকে অপ্রস্তুত পাওয়া গেল। যীশুর মৃত্যু তাহাদের আশা এতই ধ্বংস করিয়াছিল যেন তিনি ইতিপূর্বে তাহাদিগকে সতর্ক করেন নাই । LDEBeng 10.6
খ্রীষ্টের বাক্য শিষ্যদের নিকট প্রকাশিত ছিল, ভবিষ্য সম্পর্কিত ভবিষ্যদ্বানী সমূহ আমাদের সম্মুখে তেমনি প্রকাশিত। পরিত্রাণের দ্বার রূদ্ধ হইবার সহিত জড়িত ঘটনাবলি এবং সংকট কালের নিমিত্ত প্রস্তুত হওনের কার্য্য পরিস্কারভাবে উপস্থাপিত হইয়াছে। কিন্তু জনসাধারণের নিকট এই জরুরী সত্য অপ্রকাশিত সত্যের ন্যায় অর্থবহন করিবে । GC594(1911). LDEBeng 11.1