রণমুখী মন্ডলী বিজয়ী মন্ডলী নহে এবং এই পৃথিবী স্বৰ্গ নহে। মন্ডলী কতগুলি ভ্রান্ত, অসিদ্ধ নর-নারী দ্বারা গঠিত যাহারা খ্রীষ্টের স্কুলে শিক্ষানবিস, তাহারা এই জীবন ভবিষ্য এবং অমর জীবনের নিমিত্ত প্রশিক্ষিত, পরিমার্জিত এবং শিক্ষিত হইবে। -ST Jan. 4, 1883. LDEBeng 46.2
অনেকে মনে হয় এরূপ মনে করে যে তাহারা মন্ডলীতে প্রবেশ করিলেই তাহাদের সকল প্রত্যাশা পূর্ণ হইবে এবং তাহারা খাঁটি ও সিদ্ধ একদল লোকদের সহিত মিলিত হইবে। তাহারা তাহাদের বিশ্বাসে উদ্যোগী, তাহারা যখন মন্ডলীর সদস্যদের মধ্যে ভুল দেখিতে পায় তখন বলে, “আমরা মন্দ চরিত্রের সংশ্রব ত্যাগ করিতে জগ ছাড়িয়া আসিয়াছি আর এখানেও একই মন্দতা; “এবং তাহারা সেই দাসদের মত প্রশ্ন করে, “তবে শ্যামা ঘাস কোথা হইতে হইল?’ কিন্তু ইহাতে আমাদের নিরুসাহিত হইবার প্রয়োজন নাই, কারণ প্রভু আমাদিগকে এই সিদ্ধান্তে আসিবার নিশ্চয়তা প্রদান করেন নাই যে, মন্ডলী সিদ্ধা, এবং উসাহ দ্বারা রণমুখী মন্ডলীকে বিজয়ী মন্ডলী করিতে পারিব না। -TM 47 (1893). LDEBeng 46.3