ঝড় আসিতেছে, সেই ঝড় মানুষে যে কোন প্রকারের বিশ্বাসকে পরীক্ষা করিবে। বিশ্বাসীগণকে এখনই খ্রীষ্টে দৃঢ় ভিত্তি স্থাপন করিতে হইবে নচে তাহারা ভুলের যে কোন স্তরে পথভ্রষ্ট হইয়া যাইবে। — Ev 361, 362 (1905) LDEBeng 47.6
প্রতিদিন একটি চিন্তাপূর্ণ ঘন্টা খ্রীষ্টের জীবনের উপরে ধ্যান করা আমাদের সকলের নিমিত্ত মঙ্গলজনক হইবে। আমরা ইহার এক একটি বিষয় লইব এবং আমাদের কল্পনার প্রতিটি দৃশ্য, বিশেষ ভাবে শেষ কয়েকটি দৃশ্য গ্রহণ করার চেষ্টা করিব। — DA 83 (1898) LDEBeng 48.1
মন্দতার বিরূদ্ধে একমাত্র প্রতিরক্ষা হইল তাঁহার ধার্মিকতার প্রতি বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্টকে অন্তরে বাস করিতে দেওয়া। আমরা যদি অপরিহার্য্যভাবে ঈশ্বরের সহিত সংযুক্ত না থাকি তাহা হইলে আমরা আত্ম-প্রেম, আত্ম-পরিতোষ,ও পাপের প্রতি প্রলোভনের অপবিত্র প্রভাবকে প্রতিরোধ করিতে পারিব না। আমরা হয়তো অনেক মন্দ অভ্যাস পরিত্যাগ করিতে পারি, সেই সময়ের জন্য শয়তানের সঙ্গ ত্যাগ করিতে পারি। কিন্তু অপরিহার্য্যভাবে প্রতি ক্ষণে ক্ষণে তাহাতে আত্ম সমর্পিত থাকিয়া ঈশ্বরের সহিত সংযুক্ত না থাকিলে, আমরা পরাজিত হইব। খ্রীষ্টের সহিত ব্যক্তিগত পরিচয় ও অবিরাম যোগাযোগ ব্যতিরেকে আমরা শত্রুর অনুগ্রহে থাকিব এবং পরিশেষে তাহার আদেশই পালন করিব। —DA 324 (1898) LDEBeng 48.2
খ্রীষ্ট এবং তাঁহাকে ক্রুশে হত জানিয়া আমাদের ধ্যান, আলাপ-আলোচনা ও আনন্দঘন আবেগের মূলচিন্তা হইতে হইবে। — SC 103, 104 (1892). LDEBeng 48.3