কোন নবায়িত হৃদয় দৈনিক বাক্যের লবণ প্রয়োগ ব্যতিত সুমিষ্ট অবস্থায় রাখা সম্ভব নহে। প্রতিদিন ঐশ্বরিক অনুগ্রহ গ্রহণ করিতে হইবে নচে কোন মনুষ্য পরিবর্তিত থাকিতে পারিবে না। OHC 215 (1897). LDEBeng 49.1
আপনার বিশ্বাস ঈশ্বরের বাক্য দ্বারা প্রমানিত হউক। সত্যের জীবন্ত সাক্ষ্য দৃঢ়ভাবে ধরিয়া রাখুন। ব্যক্তিগত ত্রাণকর্তারূপে খ্রীষ্টে বিশ্বাস রাখুন। তিনি আমাদের যুগযুগের প্রস্তর ছিলেন চিরকাল থাকিবেন। — Ev 362 (1905) LDEBeng 49.2
শীঘ্রই পৃথিবীর উপরে অত্যাশ্চর্য্য চমকরূপে আসিতেছে এরূপ অবস্থার নিমিত্ত খ্রীষ্টিয়ানকে প্রস্তুত থাকিতে হইবে, আর এই প্রস্তুতি তাহাকে অধ্যবসায় সহকারে ঈশ্বরের বাক্য অধ্যয়নের মাধ্যমে গ্রহণ করিতে হইবে এবং প্রতিটি বিধান অনুযায়ী জীবন যাপন করিবার প্রচেষ্টা করিতে হইবে। —PK 626 (C.1914). LDEBeng 49.3
যাহারা বাইবেলের সত্য দ্বারা তাহাদের মনকে দুর্ভেদ্য করিয়া রাখিয়াছে তাহারা ব্যতিত অন্যকেহ শেষকালের মহাসংঘর্ষে দাড়াইতে পারিবে না । —GC 593, 594 (1911). LDEBeng 49.4
যাহারা শাস্ত্রের অধ্যবসায়ী ছাত্র এবং সত্যের প্রেম গ্রহণ করিয়াছে কেবল তাহারাই পৃথিবীকে যে প্রবল প্রবঞ্চনা বন্দি করিতে যাইতেছে তাহা হইতে সুরক্ষিত হইবে। --GC 625 (1911). LDEBeng 49.5
আমাদের লোকদের ঈশ্বরের ভবিষ্যদ্বানী সমূহ বুঝিতে পারা প্রয়োজন, প্রকাশিত সত্যের নীতিমালা সম্পর্কে তাহাদের ক্রমানুসারী জ্ঞান প্রয়োজন যাহাতে পৃথিবীর উপরে যাহা আসিতেছে তাহার নিমিত্ত তাহাদিগকে প্রস্তুত করিতে পারে এবং প্রতিটি ধর্মীয় মতবাদের ঝড়কে প্রতিরোধ করিতে পারে। —5T 273 (1885 ) LDEBeng 49.6