এই শেষ কালে আমাদের কর্তব্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দূতের বার্তার পূর্ণ অর্থ সম্পর্কে নিশ্চিত হওয়া । আমাদের সকল প্রকার লেন-দেন ঈশ্বরের বাক্য অনুযায়ী হওয়া আবশ্যক। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দূতের বার্তাগুলি একত্রে প্রকাশিত বাক্য ১৪ অধ্যায় ষষ্ঠ পদ হইতে শেষ পর্য্যন্ত প্রকাশিত হইয়াছে। -1-13 MR 68 (1896 ) LDEBeng 50.6
অনেকে যাহারা তৃতীয় দূতের বার্তা গ্রহণ করিয়াছে তাহারা পূর্ববর্তী দুইটি বার্তার অভিজ্ঞতা লাভ করে নাই। শয়তান ইহা বুঝিতে পারিয়াছে এবং তাহাদের প্রতি তাহার কুদৃষ্টি রহিয়াছে যেন তাহাদিগকে উৎখাত করিতে পারে; কিন্তু তৃতীয় দূত তাহাদিগকে মহাপবিত্র স্থানের দিকে নির্দেশ দিতেছিল এবং যাহারা পূর্ববর্তী বার্তা সমূহের অভিজ্ঞতা লাভ করিয়াছিল তাহারা তাহাদিগকে স্বর্গীয় ধর্মধামের পথ নির্দেশ করিতেছিল। অনেকে দূতগণের বার্তার সুশৃঙ্খল ধারাবাহিকতা দেখিয়াছে এবং সেই ধারা অনুযায়ী গ্রহণ করিয়াছে, এবং বিশ্বাসে যীশুকে অনুসরণ করিয়া স্বর্গীয় ধর্ম্মধামে প্রবেশ করিয়াছে। এই বার্তাগুলিকে আমার নিকট ঈশ্বরের লোকদের নিমিত্ত নোঙ্গর রূপে উপস্থাপন করা হইয়াছে। যাহারা ইহা বুঝে ও গ্রহণ করে তাহারা শয়তানের অনেক প্রতারণা দ্বারা ভাগিয়া যাওয়া হইতে রক্ষা পাইবে। —EW 256 (1858) LDEBeng 50.7