হনোক রূপান্তরিত হইয়া স্বর্গে যাইবার পূর্বে তিন শত বসর যাব ঈশ্বরের সহিত গমনাগমন করিয়াছিলেন, আর খ্রীষ্টিয়ানের চরিত্রের সিদ্ধতা আনয়নের নিমিত্ত তকালে পৃথিবীর অবস্থা বর্তমান কাল অপেক্ষা বেশী অনুকুল ছিল না। হনোক কিরুপে ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন ? তিনি তাহার মন ও অন্তরকে এরূপ শিক্ষিত করিয়াছিলেন যে তাহারা সর্বদা অনুভব করিত যে তিনি ঈশ্বরের সম্মুখে রহিয়াছেন, এবং যখন বিপদের সম্মুখীন হইতেন তখন, তাহাকে সুরক্ষা করিবার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা উসর্গ করিতেন। LDEBeng 52.4
তাহার ঈশ্বর অসন্তুষ্ট হন, এমন কোন পথে চলিতে তিনি অসম্মতি প্রকাশ করিয়াছেন । তিনি প্রভুকে সর্বদা তাহার সম্মুখে রাখিয়াছেন। তিনি হয়তো এরূপ প্রার্থনা করিতেন, “তোমার পথ আমাকে শিক্ষা দেও, যেন আমি ভুল না করি। আমার সম্পর্কে তোমার ইচ্ছা কী? হে ঈশ্বর তোমাকে সম্মান করিতে আমি কী করিব ?” এইরূপে তিনি সর্বদা ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী নিজের পথ প্রস্তুত করিতেন এবং ঈশ্বর তাহাকে সাহায্য করিবেন এ সম্পর্কে তাহার স্বর্গস্থ পিতার উপরে তাহার পূর্ণ বিশ্বাস ও আস্থা ছিল। তাহার নিজের কোন চিন্তা বা ইচ্ছা ছিল না। সব কিছু তাহার পিতার ইচ্ছায় নিমজ্জিত ছিল। LDEBeng 52.5
খ্রীষ্ট যখন আসিবেন তখন যাহারা মৃত্যু না দেখিয়া রূপান্তরিত হইবে, এখন হনোক তাহাদের প্রতিনিধি। — 15AT32 (1886). LDEBeng 53.1
হনোক আমাদের ন্যায়ই প্রলোভনের সম্মুখীন হইয়াছিলেন। তাহার চতুর্দিকে যে সমাজ ছিল তাহা আমাদের ঘিরিয়া থাকা জমা হইতে ধার্মিকতার প্রতি অধিক বন্ধুত্ব সম্পন্ন ছিল না । যে বায়ু হইতে তিনি শ্বাস গ্রহণ করিতেন তাহা আমাদের ন্যায় পাপ ও দুর্নীতি মিশ্রিত ছিল, অথচ তিনি ধার্মিক জীবন যাপন করিয়াছেন। তিনি যে যুগে বাস করিতেন তৎকালিন পাপ দ্বারা তিনি কলঙ্কিত ছিলেন না। সুতরাং আমরাও যেন বিশুদ্ধ এবং দুর্নীতিমুক্ত থাকি । —2T 122 (1868) LDEBeng 53.2