আমরা যদি স্বর্গীয় বিষয়াদি সম্পর্কে ধ্যান করিতে এখন কোন আনন্দ না পাই, ঐশ্বরিক জ্ঞান অন্বেষণে কোন আকর্ষণ অনুভব না করি, খ্রীষ্টের চরিত্র দেখিতে উল্লাসিত না হই আমাদের নিমিত্ত পবিত্রতার যদি কোন টান না থাকে তাহা হইলে আমরা হয়তো নিশ্চিত হইতে পারি যে আমাদের স্বর্গের আশা করা বৃথা। খ্রীষ্টিয়ানের সম্মুখে সর্বদা ঈশ্বরের ইচ্ছার সহিত সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ উচ্চ লক্ষ্য থাকিতে হইবে। সে ঈশ্বরের বিষয়; যীশুর বিষয়; যাহারা খ্রীষ্টকে ভালবাসে, তাহাদের নিমিত্ত প্রস্তুত আশীর্বাদ ও পবিত্রতার আবাস সম্পর্কে আলাপ করিতে ভালবাসিবে। প্রেরিতেরা এই সকল বিষয়ের উপর ধ্যান এবং ঈশ্বরের ধন্য নিশ্চয়তার আত্মিক খাদ্য গ্রহণ করিয়া “ভাবী যুগের নানা পরাক্রমের রসাস্বাদন” করিয়া প্রতিনিধিত্ব করিতেছে। 5T 745 (1889) LDEBeng 54.3
অদ্য আপনি যদি ঈশ্বরের সহিত ঠিক থাকেন, তাহা হইলে অদ্য খ্রীষ্ট আসিলে আপনি প্রস্তুত আছেন। — HP 227 (1891). LDEBeng 54.4