খ্রীষ্ট বলিতেছেন, “আমি যে পর্যন্ত না আসি, ব্যবসা কর”[লূক ১৯”১৩]। LDEBeng 55.4
হয়তো আর কয়েকটি বসর পরে আমাদের জীবনের ইতিহাস সমাপ্ত হইয়া যাইবে, কিন্তু সেই সময় পৰ্য্যন্ত আমাদিগকে ব্যস্ত [ব্যবসারত] থাকিতে হইবে।- RH April 21, 1896 LDEBeng 55.5
খ্রীষ্ট চাহেন যেন প্রত্যেকে তাঁহার দ্বিতীয় আগমনের নিমিত্ত নিরবে ধ্যান করিতে নিজেদিগকে শিক্ষিত করিয়া তুলে। প্রত্যেককে দৈনন্দিন কর্তব্য অবহেলা না করিয়া দৈনিক ঈশ্বরের বাক্য অন্বেষণ করিতে হইবে।- Letter 28, 1897. LDEBeng 56.1
খ্রীষ্ট ঘোষণা করিয়াছেন যে, যখন তিনি আসিবেন তখন তাঁহার কতগুলি অপেক্ষমান লোক ব্যবসাবাণিজ্যে লিপ্ত থাকিবে। অনেকে ক্ষেত্রে বীজ বপন করিতে থাকিবে, কেহ কেহ ফসল কাটিতে ও কেহ যাঁতা পিষিতে থাকিবে। তাঁহার মনোনীত লোকেরা যে জীবনের সকল কাজকর্ম পরিত্যাগ করিয়া অলস ধ্যানে মগ্ন হইয়া ধর্মীয় স্বপ্নে বিভোর থাকিবে ইহা ঈশ্বরের ইচ্ছা নহে। - AvN 26, 1901. LDEBeng 56.2
এই জীবনকে সম্ভবত সকল সকল উত্তম কার্য্য দ্বারা ভরিয়া রাখুন। - 5T488 (1889) LDEBeng 56.3