অনেকে বলিতে পারে, “প্রভু যদি শীঘ্রই আসিতেছেন, তাহা হইলে স্কুল, স্যানিটারিয়াম ও ফুড ফ্যাক্টরী সমূহ স্থাপন করিবার প্রয়োজনীয়তা রহিয়াছে? আমাদের যুবদের কোন পেশায় প্রশিক্ষিত হইবার কী দরকার রহিয়াছে?” LDEBeng 58.2
ইহা প্রভুর পরিকল্পনা যে, তিনি আমাদিগকে যে সকল তালন্ত দান করিয়াছেন, আমরা অবিরত সেগুলির উন্নতি সাধন করি। আমরা সেগুলির ব্যবহার না করিলে উন্নতি সাধিত হইবে না। খ্রীষ্টের আশু আগমনের প্রত্যাশা আমাদিগকে অলসতায় পরিচালিত করিবেনা। বিপরীতে, মানবতায় স্বার্থে ও মঙ্গলার্থে সম্ভাব্য সকল কিছু করিতে ইহা আমাদিগকে পরিচালিত করিবে। -। MM 268 (1902). LDEBeng 58.3
পৃথিবীব্যাপী মহা কাৰ্য সাধন করিতে হইবে, শেষ কাল উপস্থিত বলিয়া কার্য্যের স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করিতে কোন বিশেষ প্রচেষ্টা করিতে হইবে না, কেহ এই উপসংহারে না আইসুক। প্রভু যখন আমাদিগকে সভাগৃহ, স্কুল, স্যানিটারিয়াম ও প্রকাশনালয় নির্মান করিতে বারন করিবেন তখন আমাদের হাত গুটাইবার সময় আসিবে এবং প্রভুকে কার্য্য সমাপ্ত করিতে দিতে হইবে, কিন্তু এখনই আমাদের ঈশ্বরের পক্ষে উদ্দীপনা ও মানবতার প্রতি প্রেম দেখাইবার সুযোগ। 6T440 (1900). LDEBeng 58.4