ঈশ্বরের গৌরবার্থে তাহাদের দৈহিক ও মানসিক শক্তিকে ব্যবহার করিতে নির্দোষ বিনোদন দ্বারা তাহাদের দেহের বলবর্ধন ও আত্মাকে সতেজ করা খ্রীষ্টিয়ানের সুযোগ ও কর্তব্য।- MYP 364 (1871). LDEBeng 62.2
খ্রীষ্টিয়ানগণের নিকট সুখী হইবার বহু উৎস রহিয়াছে এবং তাহারা নির্ভূল নিশ্চয়তায় বলিতে পারিবে কোন প্রকার আমোদ প্রমোদ বৈধ এবং সৎ। তাহারা এমন আমোদ প্রমোদ উপভোগ করিবে যদ্বারা তাহাদের মানসিক অবক্ষয় অথবা আত্মিক অধপতন ঘটিবে না, যাহা নিরুৎসাহিত করিবে না এবং দুঃখজনক কোন বিলম্বিত প্রভাব দ্বারা আত্ম-সম্মান ধ্বংস বা কার্য্যকরীতার পথ রুদ্ধ করিবে না। তাহারা যদি যীশুকে লইয়া যাইতে পারে প্রার্থনাশীল পরিবেশ বজায় রাখিতে পারে তবে তাহারা সম্পূর্ন নিরাপদ।- MYP 38 (1884). LDEBeng 62.3
আমাদের অনুষ্ঠান গুলি এরূপে পরিচালিত হইবে, এবং আমরা আমাদিগকে এরূপে পরিচালিত করিব যে আমরা যখন গৃহে ফিরিব তখন আমাদের বিবেক মানুষ ও ঈশ্বরের প্রতি অপরাধ বোধ শূন্য, যাহাদের সহিত মেলামেশা করিয়াছি তাহাদের কোন প্রকার আঘাত বা ক্ষতিহীন, বা ক্ষতিকারক প্রভাবমুক্ত থাকিবে । LDEBeng 62.4
যে কোন আমোদ প্রমোদে আপনি জড়িত থাকুন, যদি বিশ্বাসে ঈশ্বরের আশীর্ব্বাদ যাজ্ঞা করিতে পারেন, তবে বিপদ ঘটিবে না। কিন্তু যে কোন আমোদ প্রমোদ আপনাকে গোপন প্রার্থনা হইতে বিরত রাখে, প্রার্থনার বেদী হইতে দূরে রাখে তাহা নিরাপদ নহে। MP 386 (1913). LDEBeng 62.5