যাহারা গ্রেভিল ১চাট্টানুগা হইতে পঞ্চাশ মাইল উত্তরে টেনেসীর গ্রেসভিলের সম্পত্তিটি, ২০০ অধিবাসী বিশিষ্ট একটি গ্রামে অবস্থিত নয় একর জমি। ১৯১৬ খ্রীষ্টাব্দে স্কুলটি বর্তমান, কলেজডেল-এ স্থানান্তরিত হয়। এবং হান্সভিলে অবস্থিত স্কুল কার্য্যের দায়িত্বে আছেন তাহারা লক্ষ্য রাখিবেন যে এই সকল প্রতিষ্ঠানগুলি দ্বারা কিরূপে শিল্প কারখানা স্থাপন করা যায়, যাহাতে আমাদের লোকেরা যাহারা শহর ছাড়িয়া আসিতে চাহেন তাহারা অধিক পয়সা খরচ না করিয়া সুন্দর বাড়ী বানাইতে এবং জীবিকা নির্বাহের অবলম্বন খুঁজিয়া পায়। — Letter 25, 1902. LDEBeng 74.2
ঈশ্বরের দূরদর্শিতায় হান্সভিল স্কুল ফার্ম ক্রয় করা হয়। ইহা একটি উত্তম এলাকা। নিকটে বহু বৃহ তরুশালা (নার্সারী) অবস্থিত, এই সকল তরুশালায় কিছু কিছু বিদ্যার্থী গ্রীষ্মবকাশে কার্য্য করিয়া টাকা উপার্জন করিয়া হান্সভিল স্কুলের খরচ বহন করিয়াছে। -SpT-B (12) 11 (1904). LDEBeng 74.3
হান্সভিল স্কুল ফার্মটি একটি অতি সুন্দর স্থানে অবস্থিত, ইহার তিন শতাধিক একর জমি, শস্য উপাদন ও কারিগরী শিক্ষাদানে বহু কিছু সাধন করিতে পারে। —SpT-B (12x) 13 (1904). LDEBeng 74.4
সম্প্রতি আমাকে জিজ্ঞাসা করা হইয়াছে, “হান্সভিল স্কুলের জমি বিক্রয় করিয়া একটি ক্ষুদ্র এলাকা ক্রয় করিলে কি ভাল হয় না।” আমাকে নির্দেশ দেওয়া হইয়াছে যে এই জমি বিক্রয় করা যাইবে না, কারণ কালদের স্কুল পরিচালনার জন্য এখানে যথেষ্ট সুযোগ সুবিধা রহিয়াছে। — SpM 359 (1904). LDEBeng 74.5