আমাদের স্কুল ও স্যানিটেরিয়ামের নিমিত্ত যে স্থান গ্রহণ করা হইয়াছে তাহা যথেষ্ট হইয়াছে। প্রভু আমাকে যেরূপ দেখাইয়াছেন, স্থানটি সেরূপই হইয়াছে। যে কার্য্যের নিমিত্ত ইহা ব্যবহৃত হইবে তাহার নিমিত্ত ইহা উপযুক্ত হইয়াছে। স্কুল এবং স্যানিটেরিয়াম খুব কাছাকাছি স্থাপন না করিবার নিমিত্ত যথেষ্ট স্থান রহিয়াছে। জলবায়ূ বিশুদ্ধ এবং জলও বিশুদ্ধ। উত্তর হইতে দক্ষিণে একটি স্রোত প্রবাহিত হইতেছে। শ্রোতটি স্বর্ণ-কিম্বা রৌপ্য অপেক্ষা বেশী মূল্যবান সম্পদ। বাড়ীঘর নির্মাণের স্থান অতি উত্তম নিষ্কাশন ব্যবস্থা বিশিষ্ট উচ্চ ভূমিতে অবস্থিত। LDEBeng 75.4
একদিন আমরা টকোমা পার্কের বিভিন্ন এলাকা ঘুরিয়া দেখিতেছিলাম। শহরের একটি বৃহত্তর অংশ একটি প্রাকৃতিক বনাঞ্চল। গৃহগুলি ক্ষুদ্র ও ঘন নহে কিন্তু বহু জায়গা বিশিষ্ট ও আরামদায়ক । সেগুলি বিশাল পাইন, ওক, মেপল ও অন্যান্য সুন্দর বৃক্ষরাজী বেষ্টিত। এই আবাসগুলির বাসিন্দারা অধিকাংশই ব্যবসায়ী, কিছু ওয়াশিংটনের সরকারী অফিসের কেরাণী। তাহারা দৈনিক শহরে গিয়া কার্য্য শেষে সন্ধ্যায় নিরিবিলি গৃহে প্রত্যাবর্তন করে । LDEBeng 75.5
পোষ্ট অফিসের নিকটেই এটি ছাপাখানার জন্য ও জনসমাবেশের জন্য আরও একটি স্থান মনোনীত করা হইল। মনে হইতেছিল টকোমা পার্ক আমাদের নিমিত্ত বিশেষ ভাবে প্রস্তুত করা হইয়াছিল এবং ইহা আমাদের প্রতিষ্ঠানসমুহ এবং তাহাদের কার্য্যকারী বৃন্দের দ্বারা দখলের অপেক্ষায় ছিল। —ST June 15, 1904. LDEBeng 76.1
প্রভু এই বিষয় আমার নিকট সুস্পষ্টভাবে ব্যক্ত করিয়াছেন ব্যাটল ক্রীকে যে প্রকাশনা কাৰ্য্য চলিতেছে তাহা এখনকার মত ওয়াশিংটনের নিকটে চলিতে থাকুক। কিছু কাল পরে প্রভু যদি বলেন, ওয়াশিংটন হইতে সর, আমাদিগকে সরিতে হইবে। -RH Aug. 11, 1903. LDEBeng 76.2