পৃথিবীর উপর প্রচন্ড আঘাত আসিবে এবং বহু ব্যয় নির্মিত রাজপ্রাসাদতুল্য আবাসগুলি ধ্বংসস্তূপে পরিণত হইবে। 3 MR 312 (1891 ) LDEBeng 80.3
যখন ঈশ্বরের প্রতিরোধের হস্ত অপসারিত হইবে, তখন ধ্বংসকারী তাহার কার্য্য আরম্ভ করিবে। তখন আমাদিগের নগরগুলিতে মহাবিপর্য্যয় আসিয়া পড়িবে। -3 MR 314(1897) LDEBeng 80.4
ঈশ্বর যেরূপ শিকাগো, মেলবোর্ণ, লন্ডন এবং নিউইয়র্ক শহরের অগ্নিকান্ডের বিষয়ে সতর্কবানী দিয়াছিলেন, তিনি পৃথিবীর নিমিত্তও তদ্রূপ দিতেছেন। MS 127-1897 LDEBeng 80.5
শেষ সন্নিকট এবং প্রতিটি শহর সর্বদিক হইতে উল্টাপাল্টা হইবে। প্রত্যেকটি শহরে বিশৃঙ্খলতা বিরাজ করিবে। যাহা কিছুতে ঝাঁকুনি দেওয়া সম্ভব তাহাতে ঝাঁকুনি দেওয়া হইবে, আর ইহার পরে কি ঘটিবে আমরা তাহা জানিব না। সত্য সম্পর্কে তাহাদের জ্ঞান এবং লোকদের দুষ্টতার পরিমাণ অনুসারে তাহাদের উপরে দন্ডাজ্ঞা দত্ত হইবে। -MR 248 (1902). LDEBeng 80.6