শিকাগো এবং অন্যান্য শহরে শীঘ্রই ঘটিতব্য দৃশ্যাবলীও আমার সম্মুখ দিয়া অতিক্রান্ত হইল। যেমন মন্দতা বাড়িতে থাকিল এবং ঈশ্বরের রক্ষাকারী শক্তি প্রত্যাহৃত হইল তথায় ধ্বংসকারী বায়ু এবং ঝঞ্জা দেখা দিল। ভবনসমূহ অগ্নিদ্বারা বিনষ্ট হইল এবং ভূমিকম্পে কম্পিত হইয়া ভূপাতিত হইল ১১৯০৬ খ্রীষ্টাব্দের এপ্রিল ১৮-১৯ তারিখে সানফ্রানসিসকোয় সংঘটিত ভূমিকল্পে ৫০৩ জন মৃত্যু বরণ করে এবং আনুমানিক ৩৫ কোটি টাকার সম্পত্তি বিনষ্ট হয় । ।.......... LDEBeng 82.3
কিছুদিন পরে আমাকে দেখান হইল যে শিকাগোতে ভবন এবং তাহা নির্মাণ করিতে আমাদের লোকদের অর্থায়নের ব্যাংকের আদেশনামা এবং তাহা ধ্বংসের দর্শন, আমাদের লোকদের শিক্ষার নিমিত্ত দেওয়া হইয়াছিল, সতর্ক করা হইয়াছিল যেন ঈশ্বরের মঙ্গল ইচ্ছায় যদি নির্দিষ্ট ভাবে নির্মাণ বা ক্রয়ের পথ খুলিয়া না দেন, তবে তাহারা যেন শিকাগোতে বা অন্য কোন শহরে বিরাট অংকের অর্থ-খরচ করিয়া সম্পত্তি ক্রয় না করে । একই প্রকারের সতর্কবানী লস এঞ্জেলস-এ নির্মাণ কার্য্যের নিমিত্ত দেওয়া হইয়াছিল। বারংবার আমাকে নির্দেশ দেয়া হইয়াছে যে আমরা শহরগুলিতে ব্যয়বহুল অট্টালিকা নির্মানের নিমিত্ত বহু অর্থ বিনিয়োগ করিব না। -PC 50 (1906). LDEBeng 82.4