খ্রীষ্ট তাঁহার শিষ্যগণকে যিরূশালেম ধ্বংস এবং মনুষ্যপুত্রের আসিবার পূর্বের চিহ্নাবলি সম্পর্কে স্পষ্ট সর্তকবাণী প্রদান করিয়াছিলেন। মথি লিখিত সুসমাচারের সম্পূর্ণ চব্বিশ অধ্যায়টি এই ঘটনার পূর্ববর্তী ঘটনাবলি সম্পর্কিত একটি ভবিষ্যদ্বাণী । অগ্নিদ্বারা পৃথিবীর শেষ মহা ধ্বংসকে যিরূশালেমের বিনাশ প্রতীক রূপে ব্যবহৃত হইয়াছে। MS 77, 1899 LDEBeng 15.1
জৈতুন পর্বতের উপরে খ্রীষ্ট তাহার দ্বিতীয় আগমনের পূর্ববর্তী ভয়ঙ্কর দন্ডাজ্ঞা বর্ণনা করিয়াছে : “তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে ;---কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র”[মথি ২৪; ৬-৮]। যদিও এই সকল ভবিষ্যদ্বাণী যিরুশালেম ধ্বংসের সময় আংশিক পূর্ণতা লাভ করিয়াছে, শেষকালের মধ্যে ইহার অধিক সরাসরি আবেদন রহিয়াছে। 1-5T753 (1899) LDEBeng 15.2