শয়তান আমাদের জনাকীর্ণ শহরগুলিতে ব্যস্ত হইয়া কার্য্য করিতেছে। বিশৃঙ্খলতা, দাঙ্গা হাঙ্গামা এবং শ্রম ও পুঁজির মধ্যে সংঘাত এবং মন্ডলী সমূহে আগত ভন্ডামীর মধ্যে তাহার কার্য্য পরিলক্ষিত হয় ......মাংসের অভিলাষ, চক্ষের অহঙ্কার, স্বার্থপরতার প্রদশর্নী, ক্ষমতার অপব্যবহার, নিষ্ঠুরতা এবং সংঘ সমিতিতে দলবদ্ধ হইবার শক্তি-শেষ কালের মহা অগ্নিতে পুড়িবার জন্য নিজেদিগকে বন্দি করা-এই সকল শয়তানি মাধ্যমগুলির কার্য্য। -Ev 26 (1903) LDEBeng 83.7
দষ্টেু রা আঁটিবদ্ধ হইতেছে। ন্যাসবদ্ধ সমিতিবদ্ধ, সঙ্গবদ্ধ হইতেছে। এই সকল প্রতিষ্ঠানের সহিত আমাদের কোন যোগাযোগ না থাকুক। ঈশ্বর আমাদের শাসনকর্তা, পিতা, এবং তিনি আমাদিগকে জগৎ হইতে বাহির হইয়া পৃথক হইতে বলিতেছেন। “তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস ও পৃথক হও, ইহা প্রভুবলিতেছেন এবং অশুচি বস্তু স্পর্শ করিও না “[২করি ৬:১৭]। আমরা যদি ইহা করিতে অস্বীকার করি, যদি আমরা জগতের সহিতযোগাযোগ রক্ষা করিতে থাকি, যদি সকল বিষয় জাগতিক দষ্টিৃ ভঙ্গি দ্বারা দেখিতে থাকি, তাহা হইলে আমরা জাগতিক হইয়া যাইব । যখন জাগতিক নীতি এবং জাগতিক চিন্তাধারা আমাদের লেনদেন বা জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে তখন আমরা অনন্ত সত্যের উন্নত এবং পরিত্র মঞ্চে দাঁড়াইতে পারি না। -4 BC 1142 (1903) LDEBeng 84.1