আমাদের প্রভু আগমনের প্রস্তুতির নিমিত্ত আমাদিগকে মহানগর সমূহের প্রচুর কার্য্য করিতে হইবে। এই সকল বিশাল কেন্দ্র সমূহে আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করিতে হইবে । Words of Encouragement to self supporting workers (ph 113) 5 (1909). LDEBeng 85.2
এই সময়ের নিমিত্ত সতর্কবাণী একাগ্রভাবে বৃহৎ বাণিজ্যজগতে প্রদান করা হয় নাই। দিনের পর দিন নর-নারীগণ ব্যবসা ও বানিজ্য কেন্দ্রে ভীড় জমায় যাহাদের এই কালিন সত্য প্রয়োজন কিন্তু তাহারা এই সকল বহুমূল্যবান নীতি সম্পর্কে কোন পরিত্রাণকারী বার্তা আহরণ করিতে পারেনা কারণ একান্ত ও অধ্যবসায় সহকারে এই শ্রেনীর লোকদের তাহাদের অবস্থানে পৌঁছাইবার প্রচেষ্টা করা হয় নাই। -CW 14 (1909) LDEBeng 85.3
কেবল দূরে কোন স্থানসমূহে নহে কিন্তু নিকটে যে স্থানে অসতর্কীকৃত ও পরিত্রাণবিহীন জনতা বাস করে, সেই সকল অবহেলিত অঞ্চলে এখনই তৃতীয় দূতের বার্তা ঘোষণা করিতে হইবে। আমাদের শহরগুলির সর্বস্থান হইতে ঈশ্বরের দাসগণের ঐকান্তিক ও সর্বান্তঃকরণ প্রচেষ্টার আহবান আসিতেছে । RH Nov 17, 1910. LDEBeng 85.4