সঙ্কটকালে আমরা সকলে নগর ও গ্রাম সমূহ হইতে পলায়ন করিলাম কিন্তু দুষ্টেরা আমাদের পশ্চাদধাবন করিল, তাহারা সাধুগণের গৃহে ভরবারী লইয়া প্রবেশ করিয়াছিল ।-EW 34 (1851) LDEBeng 87.3
সাধুগণ যখন শহর ও গ্রাম ছাড়িয়া গেল, দুষ্টেরা তাহাদের হত্যা করিবার নিমিত্ত তাহাদের পশ্চাতে গেল। কিন্তু যে তরবারী গুলি ঈশ্বরের লোকদের হত্যা করিবার নিমিত্ত উত্থিত হইল সে গুলি হাতা ভাঙ্গিয়া খড়ের ন্যায় শাক্তিহীন হইয়া পড়িয়া গেল । ঈশ্বরের দূতগণ সাধুগণকে আগলাইয়া রাখিল। -EW 284, 285 (1858). LDEBeng 87.4
একটি সাধারণ আদেশ ঘোষণা দ্বারা আজ্ঞা পালনকারীগণকে হত্যা করিবার সময় নির্ধারিত হইল, কোন কোন ক্ষেত্রে তাহাদের শত্রুগণ পূর্ব হইতে আদেশ সম্পর্কে জানিয়া নির্দিষ্ট সময়ের পূর্বেই তাহাদের প্রাণ লইবার চেষ্টা করিবে। কিন্তু প্রত্যেক বিশ্বাসীর চতুর্দিকে স্থাপিত শক্তিশালী অভিভাবক অতিক্রম করিয়া কেহ যাইতে পারিল না। অনেকে শহর এবং গ্রাম হইতে পলায়ন কালে আক্রান্ত হইল, কিন্তু তাহাদের বিরুদ্ধে উত্থাপিত তরবারী খড়ের ন্যায় ভাঙ্গিয়া পড়িল। দূতগণ অনেক যোদ্ধার বেশে রক্ষা করিল। -SC 631 ( 1911) LDEBeng 87.5