যাহারা তাহাদের প্রভাব খাটাইয়া ধর্মীয় স্বাধীনতা কে অবদমিত এবং তাহাদের সহমানবদের রবিবারকে শাব্বাথ রূপে পালন করিতে পরিচালিত বা বাধ্য করিবার জোর প্রয়োগ কার্য্যকরী করিবে তাহাদিগকে সুখী করিতে আমরা পরিশ্রম করিতে পারি না । সপ্তাহের প্রথম দিন একটি শ্রদ্ধা করিবার দিন নহে। ইহা একটি জাল (মেকি) শাব্বাথ, যাহারা এই দিনকে মর্য্যাদা প্রদান করিয়া ঈশ্বরের শাব্বাথকে পদদলিত করিয়া ঈশ্বরের আজ্ঞা লঙঘন করে সদাপ্রভুর পরিবারের লোকেরা তাহাদের সহিত অংশ গ্রহন করিতে পারে না । ঈশ্বরের লোকেরা এই প্রকার লোকদিগকে ভোট দিয়া কোন পদে বসাইতে পারে না, কারণ তাহা করিলে সেই পদে বহাল থাকাকালে তাহারা যে সকল পাপকাৰ্য্য করিবে তাহাতে তাহারাও অংশীদারিত্ব করিবে। -FE 475 (1899). LDEBeng 92.4
আমি আশা করি যে, এই রবিবার আইন আন্দোলন সম্পর্কে তূরী একটি নিশ্চিত ধ্বনি করিবে । আমি মনে করি আমাদের কাগজগুলি যদি ঈশ্বরের আজ্ঞার চিরস্থায়িত্বের বিষয় একটি বিশেষ বৃত্তি রূপে গ্রহণ করে, তাহা হইলে তাহা সর্ব্বোত্তম হইবে। ....এখন আমরা এই রবিবার-আইনকে পরাজিত করিবার নিমিত্ত যথাসাধ্য চেষ্টা করিব। -CW 97, 98 (1906). LDEBeng 92.5