যীশু বলিয়াছেন, “আর সূর্য্যে, চন্দ্রে ও নক্ষত্রগণে নানা চিহ্ন প্রকাশ পাইবে, এবং তারাগণের পতন পৃথিবীতে জাতিগণের ক্লেশ হইবে। (লূক ২১:২৫; মথি ২৪:২৯; মার্ক ১৩: ২৪-১৬; প্রকাশিত ৬: ১২-১৭)। যাহারা তাঁহার আগমনের পূর্ব লক্ষণাবলি দেখিবে তাহারা” জানিবে, তিনি সন্নিকট, এমন কি দ্বারে উপস্থিত” (মথি ২৪:৩৩)।— GC 37, 38 (1911) LDEBeng 16.2
জাতিগণ অশান্তির মধ্যে রহিয়াছেন। আমাদের উপর জটিলতার সময় আসিয়া পড়িয়াছে। পৃথিবীর উপরে যে সকল বিষয় আসিয়া পড়িতেছে তাহাতে ভয়ে লোকদের প্রাণ উড়িয়া যাইতেছে। কিন্তু যাহারা ঈশ্বরে বিশ্বাস করে তাহারা সেই ঝড়ের মধ্যেও তাঁহার স্বর শুনিবে, তিনি বলিতেছেন“এ আমি, ভয় করিও না” (মথি ১৪:২৭)। — ST Oct. 9, 1901 LDEBeng 16.3
সদাপ্রভুর মহাদিনের কেবল পূর্বে সে সকল ঘটনার ঘটিবার কথা ঘোষণা করা হইয়াছে—সেই সকল অদ্ভূত ও ঘটনাবহুল ইতিহাস স্বর্গীয় পুস্তক সমূহে লেখা হইতেছে । পৃথিবীর সব কিছুই একটি অমিমাংসিত অবস্থার মধ্যে রহিয়াছে। 3MR 313 (1908) LDEBeng 16.4