প্রটেষ্টান্টবাদ রোমীয় শক্তিকে সহযোগীতার হস্ত প্রদান করবে। অতঃপর ঈশ্বরের সৃষ্টির শাব্বাথের বিরূদ্ধে আইন প্রণীত হইবে এবং তখন ঈশ্বর পৃথিবীতে আপন “অসম্ভব কার্য্য” সাধন করিবেন।-7BC 910 (1886). LDEBeng 94.1
রোমীয় মন্ডলী কিরূপে নিজেকে প্রতিমা পূজার অভিযোগ হইতে মুক্ত করিবে, তাহা আমরা দেখিতে পাইতেছি না।....আর এই ধর্মকে প্রটেষ্টান্টগণ অতি সুনজরে দেখিতেছে; এবং যাহা কালক্রমে প্রটেষ্টান্টবাদের সহিত মিলিত হইবে। ক্যাথলিকবাদে একটি পরিবর্তন দ্বারা এই মিলন প্রভাবান্বিত হইবে না, কারণ রোম কখনও পরিবর্তিত হয় না। সে অভ্রান্তি সত্ত্বতা দাবী করে। প্রটেষ্টান্টবাদই পরিবর্তিত হইবে। ইহারা উদার চিন্তা গ্রহণ করিয়া এমন একস্থানে নিজেদের হাজির করিবে, সে স্থানে তাহারা ক্যাথলিকবাদের সহিত হস্ত মিলাইতে পারে। - RH June 1, 1886. LDEBeng 94.2
স্বঘোষিত প্রটেষ্টান্ট জগ পাপমনুষ্যের সহিত মৈত্রীবন্ধন করিবে, এবং জগ ও মন্ডলী দুর্নীতিপূর্ণ ঐক্যতানে থাকিবে। -7 BC 975 (1891). LDEBeng 94.3
যাহারা সকল ঐশ্বরিক অনুশাসন মান্য করে, তাহাদের প্রতি পুরাতন জগতে রোমীয়বাদ এবং নূতন জগতে প্রটেষ্টান্টবাদ একই প্রকার ব্যবহার করিবে। - GC 616 (1911) LDEBeng 94.4