আমরা যেমন শেষ সমস্যাগুলির দিকে অগ্রসর হইতে থাকি সেই সময় সদাপ্রভূর উপায়গুলির মধ্যে সমন্বয়তা ও একতা থাকার বিশেষ সময়। পৃথিবী ঝঞ্জা যুদ্ধ ও মতবিরোধে পরিপূর্ণ। তথাপি এক মস্তকের নিচে পোপীয় শক্তির অধীনে লোকেরা ঐক্যবদ্ধ হইয়া ঈশ্বরের সাক্ষীগণের মাধ্যমে তাঁহার বিরোধীতা করিবে। এই ঐক্য মহা স্বপক্ষত্যাগীর দ্বারা মজবুত করা হইয়াছে। -7T 182 (1902) LDEBeng 95.4
যে প্রজাতন্ত্র মতবাদে আস্থার নীতিমালার উপরে সরকার প্রতিষ্ঠিত রবিবার পালনের আইনসমূহ ভাহা হইতে জাতীয় পদঙ্খলন আনয়ন করিবে। শাসকবর্গ পোপীয় ধর্ম গ্রহণ করিবে এবং ঈশ্বরের অজ্ঞাসকল বাতিল হইবে। -7MR 192 (1906). LDEBeng 95.5
পোপতন্ত্রের কৃতকার্য্যতার অনুকুলে একটি মহা বুদ্ধিবৃত্তিক অন্ধকার দিন দেখান হইয়াছে। তথাপি ইহা প্রদর্শন করা হইবে যে একটি মহা বুদ্ধিবৃত্তিক জ্যোতি সমভাবে কৃতকার্য্যতার অনুকুলে রহিয়াছে। -HSP 390 (1884). LDEBeng 95.6
যুক্তরাষ্ট্রে মন্ডলীর প্রতিষ্ঠান ও রীতিনীতির দ্বারা রাষ্ট্রের সমর্থন লাভের নিমিত্ত যে আন্দোলন এখন অগ্রসরমান, প্রটেষ্টান্টগণ ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত লোকদের পদানুসরণ করিতেছে। অধিকন্তু, পুরাতন পৃথিবীতে সে যে আধিপত্য হারাইয়াছে, প্রটেস্টান্ট আমেরিকায় তাহারা তাহা পুনরুদ্ধারের পথ খুলিয়া দিতেছে। —GC 573 (1911). LDEBeng 95.7