কিছু সংখ্যক লোক কারারূদ্ধ হইবে কারণ তাহারা সদাপ্রভুর শাব্বাথকে অপবিত্র করিতে অস্বীকার করিয়াছে। — PC 118 (1907). LDEBeng 107.1
সত্যরক্ষকগণ রবিবার-শাব্বাথকে সম্মান প্রদর্শন না করায় কিছু সংখ্যক কারারুদ্ধ হইবে কিছু সংখ্যক নির্বাসনে প্রেরিত হইবে, কিছু সংখ্যক ক্রীতদাসের ন্যায় ব্যবহৃত হইবে। মানসিক জ্ঞানে এই সকল এখন অসম্ভব মনে হইতে পারে, কিন্তু ঈশ্বরের নিয়ন্ত্রণকারী আত্মা মনুষ্যদের মধ্য হইতে প্রত্যাহৃত হইবে এবং তাহারা ঐশ্বরিক অনুশাসন ঘৃণাকারী শয়তানের নিয়ন্ত্রণে থাকিবে অদ্ভূত উদ্ভবসমূহ পরিলক্ষিত হইবে। ঈশ্বরের ভয় এবং পবিত্র আত্মা অপসারিত হইলে অন্তর ভয়ানক নিষ্ঠুর হইতে পারে। -GC 608 (1911). LDEBeng 107.2
আমাদিগকে যদি খ্রীষ্টেরনিমিত্ত কষ্ট স্বীকার করিতে আহবান করা হয়, শিশু যেমন পিতামাতাকে বিশ্বাস করে আমরাও তেমন তাঁহাতে বিশ্বাস স্থাপন করিয়া কারাগার পর্য্যন্ত যাইতে পারিব, এখনই ঈশ্বরের উপরে বিশ্বাস উৎপাদন করিবার সময়। —OHC 357 (1892). LDEBeng 107.3