আমাদের বাহির অপেক্ষা ভিতরে অত্যধিক ভয়ের কারণ রহিয়াছে, শক্তি ও সফলতার নিমিত্ত জগৎ অপেক্ষা মন্ডলীর নিজের মধ্য হইতেই অধিক বাধা রহিয়াছে। অবিশ্বাসীগণের আশা করিবার অধিকার রহিয়াছে যে, যাহারা বলে তাহারা ঈশ্বরের আজ্ঞা ও যীশুর বিশ্বাস পালন করে, তাহারা অন্য যে কোন শ্রেণী অপেক্ষা তাহাদের সঙ্গতি পূর্ণ জীবন। তাহাদের ধার্মিক আদর্শ এবং সক্রিয় প্রভাব দ্বারা তাহারা যাহার প্রতিনিধিত্ব করে তাহার উন্নতি সাধন ও সম্মান করিবে। কিন্তু কত বারই না সত্যের নামধারী প্রবক্তাগণ প্রমাণ করিয়াছেন যে তাহারাই অগ্রগতির সর্ববৃহ প্রতিবন্ধক। অবিশ্বাসের প্রশ্রয়দান, সন্দেহ ব্যক্তকরণ, অন্ধকার পালন করণ, মন্দদূতগণের উপস্থিতি উসাহিত করণ এবং শয়তানের কৌশলাদি সম্পন্ন করিবার পথ খুলিয়া দেওয়া দ্বারা ইহা করা হয়। —ISM122 (1887) LDEBeng 111.5