ইন্ডিয়ানায় ১১৮৯০ খ্রীষ্টাব্দে ইণ্ডিয়ানা ক্যাম্প মিটিং এ “হোলি ফ্লেশ” আন্দোলন সম্পর্কে এই মন্তব্যগুলি করা হইয়াছে । অতিরিক্ত খুঁটিনাটি জানিতে - Selected messages, book 2, ৩১-৩৯ পৃষ্ঠা দেখুন । যাহা কিছু ঘটিতেছে বলিয়া তুমি বর্ণনা করিয়াছ; পরিত্রাণের দ্বার রূদ্ধ হইবার কেবলই পূর্বে ইহা ঘটিবে বলিয়া সদাপ্রভু আমাকে দেখাইয়াছেন । সকল প্রকার অমার্জিত বিষয় প্রদর্শিত ড্রাম সংঙ্গীত এবং নৃত্যের সহিত চিকার হইতে থাকিবে, বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের অনুভূতি বিভ্রান্ত হইবে এবং তাহাদিগকে সঠিক সিদ্ধান্ত করিতে বিশ্বাস করা যাইবে না। -- LDEBeng 113.3
একটি হট্টগোলপূর্ণ স্থানের শব্দ অনুভূতিকে অভ্যাঘাত ও বিকৃত করে যাহা সঠিক নিয়ন্ত্রণে আশীর্বাদ স্বরূপ হইতে পারিত। শয়তানের মাধ্যমগুলির শক্তি একটানা শব্দ ও হট্টগোলের সহিত মিশ্রিত হইয়া একটি উৎসব করা হয় এবং ইহাকে পবিত্র আত্মার কাৰ্য্য বলা হয়। অতীতে যাহা কিছু ঘটিয়াছে ভবিষ্যতেও তাহা ঘটিবে। সঙ্গীত যেরূপে পরিচালিত হইবে তদ্বারা শয়তান সঙ্গীতকে একটি ফাঁদ রূপে নির্মাণ করিবে। 2SM 36,38(1900) LDEBeng 113.4
আমরা অদ্ভূত অনুষ্ঠান মালার নিমিত্ত স্থান প্রদান না করি। কারণ তাহা পবিত্র আত্মার গভীর পরিচালনা হইতে মনকে বাস্তবিকই দূরে লইয়া যায়। ঈশ্বরের কার্য্যকে শান্ত এবং মর্যাদা পূর্ণ বৈশিষ্টতা প্রদান করা হইয়াছে।।—2SM42 (1908) LDEBeng 114.1