শত্রু তাহার আশ্চর্য্য কার্যকরী শক্তি দ্বারা সমগ্র পৃথিবীকে প্রতারিত করিবার নিমিত্ত প্রস্তুত হইতেছে। সে দীপ্তিময় দূতগণেরও যীশু খ্রীষ্টের বেশ ধারণ করিবার ভান করিবে । -2SM96(1894) LDEBeng 115.6
এখন লোকেরা যদি এত সহজেই বিপথগামী হয়, তাহা হইলে যখন শয়তান খ্রীষ্টের রূপ ধারণ করিবে এবং আশ্চর্য্য কার্য্য করিবে তখন তাহারা কিরূপে দাঁড়াইবে? যখন কেবল শয়তান খ্রীষ্টের বেশ ধারণ করে এবং আপাত দৃষ্টিতে খ্রীষ্টের কার্য্য করে তখন কে তাহার এই ভ্রমাত্মক উপস্থাপনায় অবিচল থাকিতে পারে? — 2SM 394 (1897). LDEBeng 116.1
শয়তান এলাকা দখল করিবে এবং খ্রীষ্টের রূপ ধারণ করিবে। সে মিথ্যা উপস্থাপন, অপব্যবহার এবং যতদুর সম্ভব সকলই বিকৃত করিবে। — 2TM411 (1898). LDEBeng 116.2
নাটকের শেষ মহা দৃশ্যে অন্তরাল হইতে একটি শক্তি কার্য্য করিতেছে - শয়তান খ্রীষ্টরূপে আসিতেছে এবং যাহারা গোপন সমিতি দ্বারা নিজেদিগকে বাঁধিয়া রাখিয়াছে তাহাদের মধ্যে অধার্মিকতার সকল প্রকার প্রতারণার কার্য্য করিবে। —8T28 (1904) LDEBeng 116.3