প্রাচুর্য্য একদল প্রবক্তা বৃদ্ধি করে, দুর্বিপাক তাহাদিগকে মন্ডলী হইতে অপসারিত করে। 1-4T89 (1876). LDEBeng 124.2
যখন প্রত্যেক ব্যক্তির নিকট পরীক্ষা উপস্থিত হইবে সেই দিন বেশী দূরে নহে । পশুর ছাপ আমাদের উপর চাপাইয়া দেওয়া হইবে। যাহারা ধাপে ধাপে জাগতিক দাবীর কাছে নতি স্বীকার করিয়াছে এবং জাগতিক রীতিনীতি রপ্ত করিয়াছে; তাহাদের পক্ষে যে কোন শক্তির কাছে তামাসার বস্তু। LDEBeng 124.3
অপমানিত, কারারূদ্ধ হইবার ভয় ও মৃত্যু অপেক্ষা নতি স্বীকার করা দুরুহ ব্যাপার নহে । ঈশ্বরের আজ্ঞা ও মনুষ্যের আজ্ঞার মধ্যে প্রতিযোগিতা এই সময়ে মন্ডলীর ভিতর হইতে খাদ (ময়লা) হইতে স্বর্ণ পৃথক করা হইবে। — 5 T81 ( 1882) LDEBeng 124.4
তাড়নার অবর্তমানে আমাদের দলে এমন অনেকে ভিড়িয়াছে যাহাদিগকে নির্ভরযোগ্য, খ্রীষ্টিয়জীবন প্রশ্নাতীত মনে হইয়াছে; কিন্তু যদি তাড়না উপস্থিত হয়, তাহারা আমাদের নিকট হইতে চলিয়া যাইবে। — Ev 360 (1890). LDEBeng 124.5
যখন ঈশ্বরের ব্যবস্থা বাতিল করা হইবে, অগ্নিময় পরীক্ষাদি দ্বারা মন্ডলীকে চালা হইবে, আমরা যাহা আশা করিনা তদপেক্ষা অধিক সংখ্যক প্রলুব্ধকারী আত্মা ও দিয়া বলের মতবাদে মনোযোগ দিবে। -2 SM 368 (1891 ) LDEBeng 124.6