তার সাফল্যপূর্ণ রাজত্বের মাঝামাঝি সময়ে রাজা হিঙ্কিয় প্রাণনাশক এক ব্যাধিতে আক্রান্ত হন। “মৃত্যু হইবে” তাকে বাঁচানোর জন্য মানুষের কোন হাত ছিল না । আর অবশেষে আশার চিহ্ন অপসারিত হল, যখন যিশাইয় ভাববাদী এই বার্তা নিয়ে তার সামনে উপস্থিত হলেন, “সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটীর ব্যবস্থা করিয়া রাখ কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না।” যিশাইয় ৩৮:১ । PKBeng 286.1
ভবিষ্যৎ অন্ধকার বলে মনে হল; তথাপি রাজা তখনও এক ব্যক্তির কাছে প্রার্থনা করতে পারেন যিনি এই যাবৎ “সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়” হয়ে এসেছেন। গীতসংহিতা ৪৬:১। আর সুতরাং “তিনি ভিত্তির দিকে মুখ ফিররাইয়া সদাপ্রভুর নিকট প্রার্থনা করিয়া কহিলেন, “হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ কর, আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্রচিত্তে চলিয়াছি, এবং তোমার দৃষ্টিতে যাহা ভাল, তাহাই করিয়াছি।’ আর হিষ্কিয় অতিশয় রোদন করিতে লাগিলেন।” ২ রাজাবলি ২০:২,৩। PKBeng 286.2
দায়ূদের সময় হতে এমন কোন রাজা রাজত্ব করেননি, যিনি, হিষ্কিয়ের সময়ে ধর্মভ্রষ্টতা এবং নিরুৎসাহের একটি সময়ের মধ্যে ঈশ্বরের রাজ্যের শ্রীবৃদ্ধির জন্য এত শক্তির সাথে কার্য করেছেন। মরণোম্মুখো শাসনকর্তা বিশ্বস্তভাবে, তার ঈশ্বরের সেবা করেছিলেন এবং তাদের সর্ব মহান, শাসকরূপে যিহোবার লোকদের বিশ্বাসকে শক্তিশালী করেছিলেন: PKBeng 286.3
“আমার প্রার্থনা তোমার সাক্ষাতে উপস্থিত হউক;
আমার কাকূক্তিতে কর্ণপাত কর।
কেননা আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ
আমার জীবন পাতালের নিকটবর্তী।” PKBeng 286.4
গীতসংহিতা ৮৮৪২, ৩।
“কেননা, হে প্ৰভু সদাপ্রভু, তুমি আমার আশা;
তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাসভূমি।
গর্ভ হইতে তোমার উপদেশই আমার নির্ভর;
“জননীর জঠর হইতে তুমিই আমার হিতৈষী;
আমি সতত তোমার প্রশংসা করি।”
বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করিও না,
আমার বল ক্ষয় পাইলে আমাকে ছাড়িও না।”
“হে ঈশ্বর, আমা হইতে দূরবর্তী হইও না ।
বা: আমার ঈশ্বর আমার সাহায্য করিতে ত্বরা কর।”
“হে ঈশ্বর, বৃদ্ধ বয়স ও পক্ককেশের কাল
পর্যন্তও আমাকে পরিত্যাগ করিও না,
যাব আমি এই বর্তমান লোকদিগকে তোমার বাহুবল,
শ্রীক ভাবী লোক সকলকে তোমার পরাক্রম জ্ঞাত না করি।” PKBeng 287.1
- গীতসংহিতা ৭১:৫, ৬, ৯, ১২, ১৮।
যার “বিবিধ করুণা শেষ হয় নাই;” তিনি তার দাসের প্রার্থনা শ্রবণ করলেন। বিলাপ ৩:২২। “যিশাইয় বাহির হইয়া নগরের মধ্যস্থান পর্যন্ত যাননি, এসময়ে তাহার নিকট সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিষ্কিয়কে বল, ‘তোমার পিতৃপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্র জল দেখিলাম; দেখ, আমি তোমাকে সুস্থ করিব; তৃতীয় দিবসে তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে। আর আমি তোমার আয়ু পনের বছর বৃদ্ধি করিব; এবং অশূরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব; আর আমি আপনার জন্য ও আপন দাসের জন্য এই নগরের কাল স্বরূপ হইব।” ২ রাজাবলি ২০:৪-৬। PKBeng 287.2
ভাববাদী আনন্দের সাথে নিশ্চয়তা এবং আশার বাণীসহ ফিরে গেলেন। বলা হল ডুমুর ফলের একটা চাপ নিয়ে যেন স্ফোটকের ওপরে দেয়া হয় । যিশাইয় রাজাকে ঈশ্বরের অনুগ্রহ এবং রক্ষাকারী যত্নের বার্তা দিলেন । PKBeng 287.3
মিদিয়ন দেশে মোশির ন্যায়, স্বর্গীয় বার্তাবাহকের সামনে গিদীয়নের ন্যায়, তার প্রভুর স্বর্গারোহণের পূর্বে ইলিশায়ের ন্যায়, হিষ্কিয় স্বর্গ থেকে অর্পিত কোন চিহ্নের আবেদন জানালেন। “সদাপ্রভু যে আমাকে সুস্থ করিবেন, এবং আমি যে, তৃতীয় দিবসে সদাপ্রভুর গৃহে উঠিব, ইহার চিহ্ন কি?” PKBeng 288.1
“তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে আপনাকে দেয়া যাইবে;” ভাববাদী উত্তর দিলেন, “ছায়াটা কি দশ ধাপ অগ্রসর হইবে, না দশ ধাপ পিছিনে ফিরিয়া যাইবে?” PKBeng 288.2
হিষ্কিয় কহিলেন, “ছায়াটা যে দশ ধাপ অগ্রে সরিয়া যায়, ইহা ক্ষুদ্র বিষয়; ছায়াটা রবং দশ ধাপ পিছাইয়া পড়ক।” PKBeng 288.3
কেবলমাত্র ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপেই সূর্য ঘড়ির কাটা দশ ধাপ পিছিয়ে যেতে পারে; আর এটি হিষ্কিয়ের কাছে চিহ্ন যে, সদাপ্রভু তার প্রার্থনা শ্রবণ করেছেন। সেইরূপে, “তখন যিশায়ই ভাববাদী সদাপ্রভুকে ডাকিয়া বলিলেন, তাহাতে আহসের সোপানে ছায়াটা যত ধাপ নামিয়া গিয়াছিল, তিনি তাহার দশ ধাপ পিছনে ফিরাইলেন।” ৮-১১ পদ । PKBeng 288.4
তার পূর্বের শক্তিতে ফিরে এসে যিহূদার রাজা সঙ্গীতের মাধ্যমে যিহোবার করুণা উপলব্ধি করলেন, এবং অঙ্গীকার করলেন যে, তার বাকী দিনগুলো স্বেচ্ছায় রাজাদিগের রাজার সেবা করবেন। তার সাথে যারা তাদের বাকী বছরগুলো তাদের নির্মাণকর্তার গৌরবার্থে অতিবাহিত করার বাসনা করে, এটি তাদের কাছে একটি নুপ্রেরণা স্বরূপ । PKBeng 288.5
“আমি বলিলাম,
আমার আয়ুর মধ্যাহ্নে
আমি পাতালের পুরদ্বারে প্রবেশ করিব,
আমার বছর শ্রেণীর অবশিষ্টাংশে বঞ্চিত হইলাম ।
আমি বলিলাম,
আমি সদাপ্রভুকে জীবিতদের দেশে আর দেখিব না;
জগন্নিবাসীদের সঙ্গে মনুষ্যকেও আর দেখিব না ।
মেষপালকের তাম্বুর ন্যায় আমার আবাস
উঠাইয়া আমা হইতে স্থানান্তর করা গেল;
নীতি আমি তন্তুবায়ের ন্যায় আপন আয়ু জড়াইলাম; তিনি তাঁত হইতে আমাকে কাটিয়া ফেলিবেন;
তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে।
আমি প্রাতঃকাল পর্যন্ত নীরব থাকিলাম;
তিনি সিংহের ন্যায় আমার অস্থি সকল চূর্ণ করেন;
তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে।
তালচোঁচের ন্যায়, সারসের ন্যায় আমি
চিঁচিঁ শব্দ করিতেছিলাম,
ঘুঘুর ন্যায় কাতরোক্তি করিতেছিলাম,
ঊর্ধ্ব দিকে দৃষ্টি করিতে করিতে আমার
চক্ষু ক্ষীণ হইল ।
হে সদাপ্রভু, আমি উপদ্রুত, তুমি আমার
প্রতিভূ হও ।
আমি কি বলিব? তিনি আমাকে বলিলেন,
এবং নিজেই সাধন করিলেন;
আমার প্রাণের তিক্ততা প্রযুক্ত অবশিষ্ট বছর সকল
আমি ধীরে ধীরে গমন করিব।
হে প্রভু, এই সকলের দ্বারা লোকেরা জীবিত থাকে,
কেবল ইহাতেই আমার আত্মার জীবন;
আমাকে সুস্থ কর, আমাকে সঞ্জীবিত কর।
দেখ আমার শান্তির নিমিত্তই আমার তিক্ততা,
তিক্ততা উপস্থিত হইল;
কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশ কূপ
হইতে উদ্ধার করিলে,
তুমি ত আমার সমস্ত পাপ তোমার
পশ্চাতে ফেলিয়াছ।
পাতাল ত তোমার স্তবগান করে না;
মৃত্যু তোমার প্রশংসা করে না;
গর্তগামীরা তোমার সত্যের অপেক্ষা করে না ।
“জীবিত, জীবিত লোকই তোমার স্তব গান করিবে, আমি যেমন অদ্য করিতেছি;
পিতা সন্তানকে তোমার সত্য বলিবে ।
সদাপ্রভু আমার পরিত্রাণ করিতে [সম্মত];
অতএব আমার সঙ্গীতমালা আমরা তারযুক্ত
যন্ত্রে গান করিব;
যতদিন জীবিত থাকি, সদাপ্রভুর গৃহে গাহিব। PKBeng 288.6
যিশাইয় ৩৮:১০-২০
টাইগ্রীস এবং ইউফ্রেটিস এর উর্বরা উপত্যকায় একটি প্রাচীন গোষ্ঠী বসবাস করত, যদিওবা তখন অরামীয়দের অধীন ছিল, তথাপি তারা বিশ্বকে শাসন করত। এ স্থানের লোকদের মধ্যে জ্ঞানবান লোকেরা ছিলেন যারা জ্যোতির্বিদ্যায় অধিক মনোযোগী ছিলেন; আর যখন তারা লক্ষ্য করলেন যে, সূর্য ঘড়ির ওপরে ছায়াটি দশ ধাপ পিছিয়ে গিয়েছে, তারা ভীষণ অবাক হল। তাদের রাজা মেরোডাকবালাডান (Merodachbaladon), জানতে পারলেন। যে, এই অলৌকিক কাজ, যিহূদার রাজার প্রতি একটি চিহ্ন রূপে সাধিত হয়েছে যে, স্বর্গের ঈশ্বর তাকে জীবনের একটি নূতন ইজারার মেয়াদ যোগ করেছেন। রাজা হিষ্কিয়ের সুস্থতা লাভের কথা জানতে পেরে শুভেচ্ছা, অভিবাদন জানাবার জন্য রাজদূতগণকে পাঠালেন । PKBeng 290.1
সুদূর দেশের বার্তাবাহকদের এই সাক্ষাতে হিষ্কিয় জীবন্ত ঈশ্বরের বিষয়ে উচ্চ প্রশংসা করার একটি সুযোগ পেলেন। তাদের কাছে ঈশ্বর সম্পর্কে বলা কিরূপইনা সহজ হল, সমুদয় সৃষ্টিকে উচ্চে তুলে ধরা, যার দয়ার মাধ্যমে তার নিজের জীবন রক্ষা পেল, পক্ষান্তরে, অন্যান্য সকল প্রত্যাশা অদৃশ্য হয়ে গেল! কি-ই না এক গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হত যদি নাকি, কলদীয় দেশ হতে আগত সত্যান্বেষীদের জীবন্ত ঈশ্বরের মহত্তম সার্বভৌম ক্ষমতা উপলব্ধি করার সুযোগ প্রদান করা হত । PKBeng 290.2
কিন্তু অহংকার এবং অসার আত্মশ্লাঘা হিষ্কিয়ের অন্তরে আসন করে নিল এবং আত্ম মহিমান্বয়নের বশবর্তী হয়ে তিনি ধন লোভী চক্ষু সম্পত্তির প্রতি খোলা রাখলেন, যদ্বারা ঈশ্বর তার প্রজাদের ধনবান করে রেখেছিলেন। রাজা “আপনার কোষাগার, রৌপ্য, স্বর্ণ, সুগন্ধি দ্রব্য, বহুমূল্য তৈল এবং সমুদয় অস্ত্রাগার ও ধনাগার সমূহের সমস্ত তাহাদের দেখাইলেন। হিঙ্কিয় তাহাদের না দেখাইলেন, এমন কোন সামগ্রী তাঁহার বাটীতে বা তাঁহার সমস্ত রাজ্যে ছিল না ।” যিশাইয় ৩৯:২। ঈশ্বরের গৌরবার্থে তিনি একাজ করেননি, কিন্তু বিদেশী অধ্যক্ষগণের দৃষ্টিতে নিজেকে উচ্চ করার জন্য করেছেন। তিনি একটু নীরবে চিন্তা করে দেখেননি যে, এই লোকবৃন্দ একটি শক্তিশালী জাতির প্রতিনিধিস্বরূপ ছিলেন, যাদের অন্তরে ঈশ্বর ভয় অথবা ঈশ্বর প্রেমও ছিল না, এবং এটি ছিল জাতির পার্থিব ধনসম্পদের বিষয়ে তাদের কাছে গোপন কথা ফাঁস করে দেয়া । PKBeng 290.3
হিষ্কিয়ের সঙ্গে এই রাজদূতগণের সাক্ষা ছিল তার কৃতজ্ঞতা এবং গভীর অনুরক্তির একটি পরীক্ষা। লেখা আছে, “কিন্তু তাহার দেশে যে অদ্ভুত লক্ষণ দেখান হইয়াছিল, তাহার বিবরণ জিজ্ঞাসা করিতে বাবিলের অধ্যক্ষগণ দূতদিগকে পাঠাইলে ঈশ্বর তাঁহার পরীক্ষা করিবার নিমিত্ত, তাঁহার মনে কি আছে, সে সকল জানিবার নিমিত্ত, তাহাকে ত্যাগ করিয়াছিলেন।” ২ বংশাবলি ৩২:৩১। যদি হিষ্কিয়, দরিদ্রদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের শক্তি, উত্তমতা, সহানুভূতির বিষয়ে সাক্ষ্য বহন করতে পারতেন, তাদের দূতদের প্রতিবেদন অন্ধকার ভেদকারী আলোস্বরূপ হত। কিন্তু তিনি নিজেকে বাহিনীগণের ঈশ্বরের ঊর্ধ্বে অনেক বড় করলেন । PKBeng 291.1
তিনি “উপকারানুসারে প্রতিদান করিলেন না, কারণ তাহার মন গর্বিত হইয়াছিল ।” ২৫ পদ। PKBeng 291.2
পরিণাম কতই না সর্বনাশা ছিল! যিশাইয়ের কাছে একথা ব্যক্ত হল যে, ফিরে আসা দূতগণ তাদের সঙ্গে, তারা যে ধনৈশ্বর্য দেখেছিলেন তার একটি প্রতিবেদন এনেছিলেন, এবং বাবিলের রাজা এবং তার মন্ত্রণাদাতাগণ, যিরূশালেমের ধনৈশ্বর্য দ্বারা তাদের দেশ উন্নত করলেন। হিষ্কিয়, দুঃখদায়ক ভাবে পাপ করলেন; “অতএব তাঁহার এবং যিহূদার ও যিরূশালেমের উপরে ক্রোধ উপস্থিত হইল ৷” ২৫ পদ । PKBeng 291.3
“পরে যিশাইয় ভাববাদী হিষ্ক্রিয় রাজার নিকট আসিয়া তাঁহাকে জিজ্ঞেস করিলেন, ঐ লোকেরা কি বলিল? আর উহারা কোথা হইতে আপনার নিকট আসিল? হিষ্কিয় বলিলেন, উহারা দূরদেশ হইতে, বাবিল হইতে আমার নিকট আসিয়াছে। তিনি জিজ্ঞেস করিলেন, উহারা আপনার বাটীতে কি কি দেখিয়াছে? হিষ্কিয় বলিলেন, আমার বাটীতে যাহা যাহা আছে, সবই দেখিয়াছে; তাহাদিগকে না দেখাইয়াছি, আমার ধনাগার সমূহের মধ্যে এমন কোন দ্রব্য নাই ।” PKBeng 291.4
“যিশাইয় হিষ্কিয়কে বলিলেন, বাহিনীগণের সদাপ্রভুর বাক্য শ্রবণ করুন। দেখ, এমন সময় আসিতেছে, যখন তোমার বাটীতে যাহা কিছু আছে এবং তোমার পিতৃপুরুষদের সহিত যাহা যাহা আজ পর্যন্ত রহিয়াছে, সবই বাবিলে নীত হইবে; কিছুই অবশিষ্ট থাকিবে না, ইহা সদাপ্রভু বলেন। আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইয়াছে, তোমার সেই সন্তানদের মধ্যে কয়েকজন নীত হইবে; এবং তাহারা বাবিল রাজের প্রাসাদে নপুংসক হইবে। PKBeng 292.1
“তখন হিষ্কিয় যিশাইয়কে বলিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য বলিলেন, তাহা উত্তম।” যিশাইয় ৩৯:৩-৮। PKBeng 292.2
অনুশোচনায় পূর্ণ হয়ে, “তখন হিষ্কিয় আপন মনের গর্ব বুঝিয়া আপনাকে অবনত করিলেন, তিনি ও যিরূশালেম নিবাসীরা তাহা করিলেন, সেই জন্য সদাপ্রভুর ক্রোধ তাহাদের উপরে হিষ্কিয়ের সময়ে উপস্থিত হইল না।” ২ বংশাবলি ৩২:২৬। কিন্তু বপিত মন্দের বীজ উপযুক্ত সময়ে অঙ্কুরিত হবে এবং উৎসন্ন এবং অভিশাপের ফসল চয়ন করা যাবে। তার অবশিষ্ট বছরগুলো ব্যাপী যিহূদার রাজার অনেক উন্নতি সাধিত হয়েছিল, তার অতীতকে উদ্ধার এবং ঈশ্বরের নামের সম্মান আনয়নে তার দৃঢ়তা পরীক্ষা করা হল, এবং তাকে শিক্ষা লাভ করতে হয়েছিল যে, কেবলমাত্র যিহোবার ওপরে পূর্ণ আস্থা স্থাপনের মাধ্যমে তিনি অন্ধকারের শক্তি সমূহের ওপরে বিজয় লাভের প্রত্যাশা লাভ করতে পারেন যা তার এবং তার প্রজাগণের সম্পূর্ণ ধ্বংসের ষড়যন্ত্র করছিল। PKBeng 292.3
দূতদের সাক্ষাতের সময়ে তার দায়িত্বের প্রতি বিশ্বস্ততা প্রমাণ করতে হিষ্কিয়ের ব্যর্থতার কাহিনীটি, আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষায় পরিপূর্ণ। আমাদের আরও অধিক কিছু করতে হবে, আমাদের অভিজ্ঞতার বহুমূল্য অধ্যায়গুলো ঈশ্বরের অনুগ্রহ এবং প্রেম মিশ্রিত দয়ার, ত্রাণকর্তার প্রেমের অতুলনীয় গভীরতার কথা বলতে হবে। যখন মন এবং অন্তঃকরণ ঈশ্বরের প্রেমে পূর্ণ হয়, তখন তা সহভাগ করা অসম্ভব হবে না যা আত্মিক জীবনে প্রবেশ করে। মহান চিন্তারাশি এবং অনুপ্রেরণা, সত্য সম্পর্কে পরিষ্কার ধারণা, নিঃস্বার্থ উদ্দেশ্যসমূহ, দয়া ও পবিত্রতার জন্য আকুল আকাঙ্খা, এসকল বাক্যে প্রকাশিত হবে যা অন্তঃকরণস্বরূপ ভাণ্ডারের প্রকৃতি প্রকাশ করে । PKBeng 292.4
আমরা প্রতিদিন যাদের সংস্পর্শে আসি, তাদের আমাদের সাহায্য এবং আমাদের পরিচালনা প্রয়োজন। তাদের মনের অবস্থা এমন হতে পারে যে, উপযুক্ত সময়ে কথিত একটি বাক্য, একটি যথাস্থানে একটি শক্তি স্বরূপ হতে পারে । আগামী কাল এসকল আত্মা এমন স্থানে থাকতে পারে, যেখানে আমরা কখনও পুনরায় যেতে পারব না। এই সহযাত্রীদের ওপরে আমাদের প্রভাব কিরূপ হবে? PKBeng 293.1
প্রতিদিন আমাদের জীবন দায়িত্বসমূহ দ্বারা বোঝাই, যা আমাদের বহন করতে হবে। আমরা প্রতিদিন যাদের সংস্পর্শে আসি, তাদের ওপরে আমাদের কার্য এবং বাক্য কোন ছাপ অঙ্কিত করছে না । অভাবটি কতই না বড় যে, আমরা আমাদের বিমুখ একজন প্রহরী নিযুক্ত করি এবং আমাদের পদক্ষেপ সমূহের প্রতি সতর্ক দৃষ্টি রাখি! একটি অসাবধানতার পদক্ষেপ, একটি অবিচক্ষণ পদক্ষেপ, কোন কঠিন প্রলোভনের উত্তাল তরঙ্গ একটি আত্মাকে অতীব নিম্নপথে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আমরা মানব মনে যে সকল চিন্তা রাশি রোপন করেছি, তা সংগ্রহ করতে পারি না। যদি ঐগুলো মন্দ হয়ে থাকে, আমরা হয়তো পরিস্থিতি রূপ একটি ট্রেন চালু করতে পারি, একটি মন্দতার জোয়ার বয়াতে পারি যা টিকে থাকতে শক্তিহীন । PKBeng 293.2
অন্য কথায়, যদি আমরা আমাদের আদর্শ দ্বারা উত্তম নীতিমালা গঠনে অন্যদের সাহায্য করতে পারি, তবে আমরা তাদের উত্তম কাজ করার শক্তির যোগান দিচ্ছি। তাতে তারাও একই প্রকার উপকারী প্রভাব বিস্তার করতে পারবে। এই রূপে শত সহস্র লোক আমাদের অজানা প্রভাব দ্বারা সাহায্য প্রাপ্ত হবে। যাদের সংস্পর্শে তিনি এলেন খ্রীষ্টের সে সকল প্রকৃত অনুগামীদের সৎ-উদ্দেশ্যকে শক্তিশালী করবে । একটি অবিশ্বাসী পাপপূর্ণ পৃথিবী ঈশ্বরের অনুগ্রহের শক্তি এবং তাঁর চরিত্রের বিশুদ্ধতা ব্যক্ত করবে। PKBeng 293.3