Go to full page →

৩৮—অন্ধকারের মধ্য দিয়ে আলো PKBeng 386

সমাপ্তি ধ্বংস এবং মৃত্যুর অন্ধকারময় বছরগুলো যিহূদা রাজ্যের রেখা টেনেছিল, যা যদি ঈশ্বরের বার্তাবাহকগণের ভাববাণীর উক্তিতে উৎসাহ না যোগাত তাহলে স্থিরসংকল্প অন্তঃকরণের প্রতি নিরুৎসাহ আনয়ন করত। যিরূশালেমে যিরমিয়ের মাধ্যমে, বাবিলের রাজ প্রাসাদে দানিয়েলের চিরন্তন উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যক্ত করলেন এবং তাঁর মনোনীত লোকদের . কবার নদী-তীরে যিহিঙ্কেলের মাধ্যমে, সদাপ্রভুর অনুগ্রহে তাঁর কাছে তাঁর ইচ্ছার পূর্ণতা লাভের নিশ্চয়তা দান করলেন যা মোশির লেখনীতে লিপিবদ্ধ রয়েছে। যে বিষয় তিনি বলেছিলেন যে, যারা তাঁর কাছে বিশ্বস্ত বলে প্রমাণ করবে, তাদের জন্য তা করবেন, তিনি নিশ্চয়ই তা পূর্ণ করবেন। “ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য ।” ১পিতর ১:২৩। PKBeng 386.1

প্রান্তরের মধ্য দিয়ে ভ্রমণের দিনগুলোতে সদাপ্রভু তার সন্তানদের জন্য পর্যাপ্ত সুযোগ দিয়েছিলেন যেন তারা তাঁর ব্যবস্থার বাক্য স্মরণে রাখতে পারে। কনানে বসতি স্থাপনের পরে তাদের গৃহে প্রতিদিন ঈশ্বরের আজ্ঞাসমূহ পুনরাবৃত্তি করা হত; ঐগুলো তাদের দরজার বাজুতে এবং প্রবেশ দ্বারে লিখে রাখা হত, এবং স্মারক ফলকের ওপরে ছড়িয়ে রাখত। ঐ সকল বাজনার তালে তালে গানের সুরে ছোট এবং বড় সকলে গান করত। পুরোহিতগণ প্রকাশ্যে জনতার মধ্যে ঈশ্বরের পবিত্র ব্যবস্থা শিক্ষা দিতেন, এবং দেশের শাসনকর্তারা ঐ সকল প্রাত্যহিক অধ্যয়নের বিষয় করে নিয়েছিল। “তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের করিলে, তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে,” যিহোশূয় অনুযায়ী কার্য করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান কর; কেননা তাহা ব্যবস্থা পুস্তক সম্পর্কে এ সকল কথা বলিলেন । যিহোশূয় ১:৮। PKBeng 386.2

মোশির লেখনীসমূহ যিহোশূয় দ্বারা সকল ইস্রায়েল লোকদের শিক্ষা দেয়া হত। “মোশি যাহা যাহা আদেশ করিয়াছিলেন, যিহোশূয় ইস্রায়েলের সমাজের এবং স্ত্রীলোকদের, বালক-বালিকাদের ও তাহাদের মধ্যবর্তী প্রবাসীগণের সামনে সেই সমস্ত পাঠ করিলেন, একটি বাক্যেরও ত্রুটি করিলেন না।” যিহোশূয় ৮:৩৫। প্রতি সাত বছর পর পর কুটির পর্বের ভোজের সময়ে এরূপে যিহোবার প্রকাশিত আদেশ বাণী প্রকাশ্যে পুনরাবৃত্তি করা হত। “তুমি লোকদিগকে, পুরুষ স্ত্রী, বালক-বালিকা ও তোমার নগর দ্বারের মধ্যবর্তী বিদেশী সকলকে একত্র করিবে,” ধৰ্মীয় নেতৃবৃন্দ এরূপ নির্দেশ প্রদান করলেন, “যেন তাহারা শুনিয়া শিক্ষা পায়, ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে, এবং এই ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্বক পালন করে ও আর তাহাদের যে সন্তানগণ এ সকল জানে না, তাহারা যেন শুনে, এবং যে দেশ অধিকার করিতে তোমরা যর্দন পার হইয়া যাইতেছ, সেই দেশে যতকাল প্রাণ ধারণ করে, তাহারা ততকাল যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে শিখে।” দ্বিতীয় বিবরণী ৩১:১২, ১৩। PKBeng 387.1

যদি পরবর্তী বছরগুলো ব্যাপী এই পরামর্শের প্রতি কর্ণপাত করা হত, তাহলে ইস্রায়েলের ইতিহাস কিরূপই না ভিন্ন হত! কেবলমাত্র যদি লোকেরা ঈশ্বরের পবিত্র বাক্যের জন্য সমাদর পোষণ করত, তাহলে, তারা ঐশ্বরিক উদ্দেশ্য পূর্ণ করার প্রত্যাশা করতে পারত। এটি ছিল ঈশ্বরের ব্যবস্থার জন্য শ্রদ্ধা যা ইস্রায়েলকে দায়ূদের শাসনকালে এবং শলোমনের শাসনামলের প্রথম বছরগুলো ব্যাপী; জীবন্ত বাক্যে বিশ্বাসের মাধ্যমে এলিয় এবং যোশিয়ের দিনগুলোতে সংস্কার কাজ সাধিত হয়েছিল। আর এটি ছিল সত্যের একই শাস্ত্রকলাপের প্রতি ইস্রায়েলের সর্ব সমৃদ্ধ উত্তরাধিকার যা যিরমিয় তার সংস্কার কাজের লক্ষ্যে আবেদন জ্ঞাপন করেছিলেন। আর তিনি যখনই পরিচর্যাকার্য করতেন, তখনই তিনি একান্ত ভাবে আবেদন জানাতেন, “তোমরা এই নিয়ম বাক্য শুন।” যে বাক্য সর্ব জাতির কাছে ত্রাণকারী সত্যের একটি জ্ঞান পৌঁছে দিতে ঈশ্বরের উদ্দেশ্যের একটি পূর্ণ জ্ঞান আনয়ন করেছিল। যিরমিয় ১১:২। PKBeng 387.2

যিহুদার ধর্মভ্রষ্টতার অন্তিম বছরগুলোতে, ভাববাদীদের সনির্বন্ধ মিনতী বিশেষ লাভজনক হয়নি; এবং যখন কলদীয় সৈন্যগণ তৃতীয়বার এবং শেষ বারের মত যিরূশালেম অবরোধ করতে এল, প্রত্যেকের অন্ত :করণের আশা নিরাশায় পরিণত হল। যিরমিয় সম্পূর্ণ ধ্বংসের ভবিষ্যদ্বাণী করলেন; এবং তার আত্ম-সমর্পণের সনির্বন্ধ অনুরোধ হেতু অবশেষে তিনি কারাগারে নিক্ষিপ্ত হলেন। কিন্তু যে বিশ্বস্ত অবশিষ্টরা নগরের মধ্যে ছিল ঈশ্বর তাদের অসহায় নিরাশার মধ্যে রেখে যাননি। এমনকি যখন যিরমিয়কে তার বার্তার প্রতি নিদারূণ অবজ্ঞা প্রদর্শন করেছিল, তাদের দ্বারা অতন্দ্র, তত্ত্বাবধানে ছিলেন, তখন তার কাছে স্বর্গীয় ক্ষমার এবং পরিত্রাণের ইচ্ছার নূতন প্রত্যাদেশ উপস্থিত হল, যা ঐ দিন থেকে অদ্য পর্যন্ত ঈশ্বরের মণ্ডলীর কাছে সান্ত্বনার এক অব্যর্থ উৎস স্বরূপ হয়েছিল। PKBeng 388.1

ঈশ্বরের প্রতিজ্ঞামালা ধারণ করে, যিরমিয়, একটি কৃত দৃষ্টান্ত দ্বারা তাঁর প্রজাগণের পক্ষে ঈশ্বরের চূড়ান্ত উদ্দেশ্য সাধনের জন্য, দুর্ভাগা নগরীর অধিবাসীর সামনে তার দৃঢ় বিশ্বাস প্রদর্শন করলেন। সাক্ষিগণের উপস্থিতিতে এবং সমুদয় আবশ্যকীয় বৈধ নিয়মকানুন যত্নসহকারে পালনের দ্বারা তিনি সতের শেকল রৌপ্যমুদ্রার বিনিময়ে প্রতিবাসী-গ্রাম অনাথোতে অবস্থিত পূর্ব-পুরুষদের একখণ্ড জমি ক্রয় করলেন। PKBeng 388.2

প্রতিটি মানব দৃষ্টিকোন থেকে, বাবিলের লোকদের অধীনে, এবং খণ্ড জমি ক্রয় একটি ভুল কার্য বলে প্রতিপন্ন হল। ভাববাদী সম যিরূশালেমের বিনাশ, যিহূদার উসন্ন হওন, এবং রাজ্যের সম্পূর্ণ বিনাশ সম্পর্কে ভবিষ্যদ্বাণী বললেন। তিনি সুদূর বাবিলের দীর্ঘকালীন বন্দিত্ব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করলেন। ইতোমধ্যেই অনেক বছর অতীত হয়ে গেল, তিনি যা ক্রয় করেছিলেন, তা থেকে ব্যক্তিগত কোন সুবিধা লাভের আশা করেননি। সে যাই হোক না কেন, তার ভবিষ্যদ্বাণী যা শাস্ত্রে। লিপিবদ্ধ রয়েছে, তা তার অন্তঃকরণে একটি দৃঢ় চেতনা সৃষ্টি করেছে, যে হেতু প্ৰভু বন্দিত্বের সন্তানদের প্রতিজ্ঞাত দেশের পুরাকালীন অধিকার পুনরুদ্ধার ফিরিয়ে দিলেন। যিরমিয় বিশ্বাস নেত্রে দেখলেন, নির্বাসিতরা ক্লেশের বছরগুলোর শেষে ফিরে এসে তাদের পিতৃগণের দেশ অধিকার করল। অনাথোতের সম্পত্তি ক্রয়ের মাধ্যমে তিনি যা পারতেন তা করলেন, এবং অন্য লোকদের এই প্রত্যাশা দ্বারা অনুপ্রাণিত করলেন যা তার নিজ অন্তরে অধিক সান্ত্বনা আনয়ন করল । PKBeng 388.3

হস্তান্তরের দলিল স্বাক্ষর করে সাক্ষিগণের নকল স্বাক্ষর উদ্ধার করে যিরমিয় তার সেক্রেটারী বারূককে দায়িত্ব দিয়ে বললেন, “তুমি এই মুদ্রাঙ্কিত ও খোলা দুইখানা ক্রয়পত্র লইয়া এক মৃত্তিকার পাত্রে রাখ, যেন অনেক দিন থাকে। কেননা বাহিনীগণের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা কহেন বাটীর ক্ষেত্রের ও দ্রাক্ষাক্ষেত্রের বেচা-কেনা এই দেশে আবার চলিবে।” যিরমিয় ৩২:১৪, ১৫। PKBeng 389.1

এই অস্বাভাবিক কাজ-কর্মের সময়ে যিহূদার মধ্যে নিরুৎসাহ এত অধিক দেখা দিল যে, লেখা ইতিহাসের সংরক্ষণের জন্য, ক্রয় বিক্রয়ের বিস্তারিত বিবরণ শুদ্ধিকরণের কেবলই পরে, যিরমিয়ের বিশ্বাস অনড় ছিল, এখন নিদারুণভাবে পরীক্ষা করা হল। তিনি তার কর্ম প্রচেষ্টার মধ্যে যিহুদাকে উৎসাহ দান দিয়েছেন বিনা বিচারে মেনে নিয়েছেন? ঈশ্বরের বাক্যের প্রতিজ্ঞায় তারা প্রত্যাশা স্থাপনে তিনি মিথ্যা প্রত্যাশার সুযোগ প্রদান করেছেন? যারা ঈশ্বরের সাথে নিয়মের সম্পর্কে প্রবেশ করেছে, তারা, তাদের পক্ষে কৃত সুযোগের নিদারুণ অবজ্ঞা করেছে। মনোনীত জাতির কাছে প্রতিজ্ঞার সম্পূর্ণ পূর্ণতা কি লাভ হয়েছে? PKBeng 389.2

আত্মায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে, যারা তাদের পাপের জন্য অনুতপ্ত হতে অস্বীকার করল, তাদের দুঃখভোগের কারণে উপুড় হয়ে, ভাববাদী মনুষ্য জাতির জন্য ঐশ্বরিক উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত আলোর জন্য ঈশ্বরের কাছে আবেদন করলেন । PKBeng 389.3

“হা, প্রভু সদাপ্রভু!” তিনি প্রার্থনা করলেন, “দেখ, তুমিই আপন মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা আকাশ মণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ; তোমার অসাধ্য কিছুই নাই। তুমি সহস্র পুরুষ পর্যন্ত দয়াকারী; আর দিয়া থাক; তুমি মহান ও পরাক্রান্ত ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু তোমার নাম। তুমি মন্ত্রণায় মহান ও ক্রিয়ায় শক্তিমান; প্রত্যেক জনকে আপন আপন পথানুসারে ও আপন আপন ক্রিয়ানুসারে সমুচিত ফল দিবার জন্য মনুষ্য-সন্তানদের সমস্ত পথে তোমার চক্ষু উন্মীলিত রহিয়াছে। তুমি মিসর দেশে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ প্রদর্শন করিয়াছিলে, অদ্য পর্যন্তও ইস্রায়েল ও অন্যান্য লোকদের মধ্যে করিয়া আসিতেছ; আর আপনার জন্য কীর্তি সাধন করিয়াছ, অদ্যও করিতেছ। তুমি চিহ্ন, অদ্ভুত লক্ষণ, বলবান হস্ত: বিস্তারিত বাহু ও ভয়ঙ্কর মহাকার্য দ্বারা আপন প্রজা ইস্রায়েলকে মিসর দেশ হইতে বাহির করিয়াছিলে। আর এই যে দুগ্ধমধু প্রবাহী দেশ দিতে তাহাদের পিতৃপুরুষদের কাছে শপথ করিয়াছিলে, ইহা তাহাদিগকে দিয়াছিলে; এবং তাহারা আসিয়া ইহা অধিকার করিয়াছিল; কিন্তু তাহারা তোমার রবে অবধান করে নাই; তোমার ব্যবস্থা পথেও চলে নাই; তুমি যাহা পালন করিতে আজ্ঞা করিয়াছিলে, তাহার কিছুই পালন করে নাই, এই জন্য তুমি তাহাদের উপরে এই সমস্ত অমঙ্গলে ঘটাইয়াছ।” ১৭-২৩ পদ। PKBeng 389.4

নবৃখদনিৎসরের বহু দলীয় সৈন্যগণ কর্তৃক প্রচণ্ড আক্রমণের মাধ্যমে সিয়োনের প্রাচীরসমূহ দখল করে নিতে উদ্যত। সহস্র সহস্র লোক নগরীর একটি চূড়ান্ত প্রচণ্ড প্রতিরোধের সামনে মৃত্যুবরণ করছিল। আরও বহু সহস্র প্রাণ ক্ষুধায় এবং অসুখে মৃত্যুবরণ করছিল। যিরূশালেমের নিয়তি ইতোমধ্যে শীলমোহরকৃত হল। শত্রুবাহিনীর অবরোধের প্রাচীরগুলো ইতোমধ্যেই উপেক্ষিত হচ্ছিল। “ঐ সকল জাঙ্গাল দেখ,” ভাববাদী ঈশ্বরের কাছে তার প্রার্থনায় বলতে লাগলেন; “উহারা জয় করণার্থে নগরের কাছে আসিয়াছে; এবং খড়্গগ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা ইহার বিপরীতে যুদ্ধকারী কলদীয়দের হস্তে নগর দত্ত হইয়াছে; তুমি যাহা বলিতেছ, তাহা সফল হইয়াছে, আর দেখ, এসকল তুমি দেখিতেছ। আর, হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে বলিতেছ, তুমি রৌপ্য দিয়া ক্ষেত্র ক্রয় কর, ও সাক্ষী রাখ, কিন্তু এই নগর কলদীয়দের হস্তে দেওয়া হইল।” ২৪, ২৫ পদ । PKBeng 390.1

ভাববাদীর প্রার্থনার উত্তর সদয়ভাবে প্রদান করা হয়েছিল। সেই দুঃখের মুহূর্তে, যখন সত্যের বার্তাবাহকের বিশ্বাস অগ্নিদগ্ধ হওয়ার মত অবস্থা, তখন “যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, দেখ, আমিই সদাপ্রভু সমুদয় মর্ত্যের ঈশ্বর; আমার অসাধ্য কি কিছু আছে?” ২৬, ২৭ পদ। নগরীটি অতিসত্ত্বর কলদীয়দের হস্তগত হল; প্রবেশ দ্বার এবং রাজ প্রাসাদগুলো আগুনে পুড়িয়ে দেয়া হল; কিন্তু, তৎসত্ত্বেও, সত্য কথা এই যে, ধ্বংস ছিল আসন্ন এবং যিরূশালেমের অধিবাসীদের দূরে বন্দি করে নেয়া হল, তথাপি ইস্রায়েলের জন্য যিহোবার উদ্দেশ্য পরিপূর্ণ হবে । তার দাসের প্রার্থনার অতিরিক্ত উত্তর দানে, যাদের ওপরে তাঁর শাস্তি এসে পড়ছিল, তাদের সম্পর্কে প্রভু সদাপ্রভু বললেন: PKBeng 390.2

“দেখ, আমি নিজ ক্রোধ, কোপ ও প্রচণ্ড রোষে তাহাদিগকে যে সকল দেশে ছিন্নভিন্ন করিয়াছি, সেই সকল দেশ হইতে তাহাদিগকে সংগ্রহ করিব, এবং পুনর্বার এই স্থানে আনিব ও নির্ভয়ে বাস করাইব। আর তাহারা আমার প্রজা হইবে, এবং আমি তাহাদের ঈশ্বর হইব। আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের জন্য তাহাদিগকে একচিত্ত ও এক পথ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে। আমি তাহাদের সহিত এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করিব যে, তাহাদের প্রতি কখনও বিমুখ হইব না। তাহাদের মঙ্গল করিব, এবং তাহারা যেন আমাকে পরিত্যাগ না করে, এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তঃকরণে স্থাপন করিব। আমি তাহাদের মঙ্গলার্থে তাহাদের বিষয়ে আনন্দ করিব, এবং সত্যরূপে সর্বান্তঃকরণে ও সমস্ত প্রাণের সাথে তাহাদিগকে এই দেশে রোপণ করিব।” PKBeng 391.1

উপরে এই সমস্ত মহৎ অমঙ্গল আনিয়াছি, তেমনি তাহাদের যে সমস্ত মঙ্গল “কেননা সদাপ্রভু এই কথা কহেন, আমি যেমন এই লোকদের প্রতিজ্ঞা করিয়াছি সেই সমস্ত আনিব। আর এই যে দেশের বিষয়ে তোমরা বলিতেছ, ইহা নরশূন্য ও পশুশূন্য ধ্বংসস্থান হইয়াছে, কলদীয়দের হস্তগত হইয়াছে, ইহার মধ্যে আবার ক্ষেত্র ক্রয় করা যাইবে। বিন্যামীন প্রদেশে, বিরূমালেমের চারিদিকের অঞ্চলে, যিহূদার সকল নগরে, পার্বত্য অঞ্চলের সকল নগরে, নিজ ভূমির সকল নগরে ও দক্ষিণের সকল নগরে লোকেরা রৌপ্য দিয়া ক্ষেত্র ক্রয় করিবে, ক্রয় পত্রে লিখিয়া দিবে, মুদ্রাঙ্ক করিবে ও তাহার সাক্ষী রাখিবে; কেননা আমি তাহাদের বন্দি-দশা ফিরাইব, ইহা সদাপ্রভু কহেন ।” ৩৭-৪৪ পদ । PKBeng 391.2

মুক্তি এবং পুনরুদ্ধারের এসকল নিশ্চয়তার দৃঢ়তার মধ্যে যে সময়ে যিরমিয় পূর্বব রক্ষীদের প্রাঙ্গণে রুদ্ধ ছিলেন, তকালে সদাপ্রভুর বাকা দ্বিতীয়বার তাঁর কাছে উপস্থিত হল। PKBeng 392.1

“যথা, সদাপ্রভু, যিনি এই কার্য সাধন করেন, যিনি ইহা সুস্থির করিবার নিমিত্ত নিরূপণ করেন, যাঁহার নাম সদাপ্রভু, তিনি এই কথা কহেন; তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দিব. এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জান না। কারণ এই নগরের যে সকল বাটী ও যিহূদার রাজগণের যে সকল বাটী জাঙ্গাল ও খড়গ হইতে রক্ষার জন্য উপাটিত হইয়াছে, ...দেখ, আমি এই নগরের ক্ষত বাঁধিয়া ইহার চিকিসা করিব, তাহাদিগকে সুস্থ করিব, ও তাহাদের নিকট প্রচুর শান্তি ও সত্য প্রকাশ করিব। আর আমি যিহুদার ইস্রায়েলের বন্দি-দশা ফিরাইব, এবং পূর্বকালের ন্যায় পুনর্বার তাহাদিগকে গাঁথিয়া তুলিব । আর তাহারা যে সকল অপরাধ করিয়া আমার বিরুদ্ধে পাপ করিয়াছে, তাহা হইতে আমি তাহাদিগকে শুচি করিব; এবং তাহারা সে সকল অপরাধ করিয়া আমার বিরুদ্ধে পাপ ও অধর্ম্মচারণ করিয়াছে, যে সকল আমি ক্ষমা করিব। PKBeng 392.2

“আর পৃথিবীর সমস্ত জাতির সম্মুখে এই নগর আমার পর্যন্ত আনন্দের কীর্তি, প্রশংসা ও শোভাস্বরূপ হইবে; আমি তাহাদের যে সমস্ত মঙ্গল করিব, তাহা তাহারা শুনিবে, এবং আমি নগরের যে সমস্ত মঙ্গল ও শান্তি বিধান করিব, তপ্রযুক্ত তাহারা থরথর করিয়া কাঁপিবে। PKBeng 392.3

“সদাপ্রভু এই কথা কহেন; তোমরা এই স্থানকে ধ্বংসিত নরশুন্য ও পশুশূন্য বলিয়া থাক, হাঁ, যিহুদার যে নগর সমূহ ও যিরূশালেমের ....এই স্থানে পুনর্বার আমোদের রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব শুনা যাইবে; যাহারা বলে, ‘বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা কর, ‘বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী; আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তবগান ও উপহার আনয়ন করে। কেননা পূর্বকালের ন্যায় আমি এই দেশের বন্দিদশা ফিরাইব, ইহা সদাপ্রভু কহেন । PKBeng 392.4

“বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, এই নরশূন্য ও পশুশূন্য ধ্বংস স্থানে এবং ইহার সমস্ত নগরে আবার রাখালদের বাথান হইবে, তাহারা আপনাদের পাল শয়ন করাইবে। পার্বত্য অঞ্চলের সকল নগরে, নিম্নভূমির সকল নগরে, দক্ষিণের সকল নগরে, বিন্যামীন দেশে ও যিরূশালেমের চারিদিকের অঞ্চলে এবং যিহূদার সকল নগরে, মেষ গণনাকারী লোকের হাতের নীচে দিয়া মেষপালগণ পুনরায় চলিবে, ইহা সদাপ্রভু কহেন ।” PKBeng 393.1

“সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন আমি সেই মঙ্গলের কথা সফল করিব, যাহা আমি ইস্রায়েল কুলের ও যিহূদা কুলের সম্বন্ধে বলিয়াছি।” যিরমিয় ৩৩:১-১৪। PKBeng 393.2

পাপের ক্ষমতার সাথে তার দীর্ঘকালীন সংগ্রামের এক ঘোর অন্ধকারময় যুগে ঈশ্বরের মণ্ডলীকে এরূপে সান্ত্বনা প্রদান করা হয়েছিল। আপাতদৃষ্টিতে শয়তান, ইস্রায়েলকে ধ্বংস করার প্রচেষ্টায় বিজয়ী হল; কিন্তু সদাপ্রভু বর্তমান ঘটনাবলির ওপরে উচ্চতর ক্ষমতা প্রয়োগ করছিলেন এবং পরবর্তী বছরগুলো ব্যাপী, তাঁর প্রজাগণ অতীতকে পুনরুদ্ধার করার সুযোগ লাভ করেছিল । মণ্ডলীর প্রতি তার বার্তা ছিল: PKBeng 393.3

“অতএব, হে আমার দাস যাকোব, ভয় করিও না,... হে ইস্রায়েল, নিরাশ হইও না; কেননা দেখ, আমি দূর হইতে তোমাকে ও বন্দিদশার দেশ হইতে তোমার বংশকে নিস্তার করিব; যাকোব ফিরিয়া আসিয়া নিৰ্ভয় ও নিশ্চিত থাকিবে, কেহ তাহাকে ভয় দেখাইবে না।” “কেননা তোমার পরিত্রাণার্থে আমিই তোমার সহবর্তী, ইহা সদাপ্রভু কহেন।” “আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, ও তোমার ক্ষত সকল ভাল করিব।” যিরমিয় ৩০:১০, ১১, ১৭। PKBeng 393.4

পুনরুদ্বারের আনন্দের দিনে বিভক্ত ইস্রায়েলের বংশ এক জাতির ন্যায় পুনর্মিলিত হল। প্রভু “ইস্রায়েলের সমুদয় গোষ্ঠির” ওপরে স্বীকৃতি লাভ করলেন। “তাহারা আমার প্রজা হইবে” তিনি বললেন। “অতএব সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যাকোবের জন্য আনন্দরব কর, জাতিগণের অগ্রগণ্যের উদ্দেশে উচ্চধ্বনি কর, ঘোষণা কর, প্রশংসা কর, আর বল, হে সদাপ্রভু, তোমার প্রজাদিগকে, ইস্রায়েলের অবশিষ্টাংশকে, পরিত্রাণ কর । দেখ, আমি তাহাদিগকে উত্তর দেশ হইতে আনিব, পৃথিবীর প্রান্তভাগ হইতে সংগ্রহ করিব, তাহারা অন্ধ, খঞ্জ ...রোদন করিতে করিতে আসিবে, এবং বিনয় সহকারে আমা দ্বারা চালিত হইবে; আমি তাহাদিগকে জলস্রোতের নিকট দিয়া সরল পথে গমন করাইব, সে পথে তাহারা উছোট খাইবে না, যেহেতু আমি ইস্রায়েলের পিতা, এবং ইফ্রয়িম আমার প্রথম পুত্র।” যিরমিয় ৩১:১, ৭-৯ । PKBeng 393.5

একদা যারা জাতিগণের দৃষ্টিতে বিনম্র ছিল, পৃথিবীর অন্য সকল জাতির ওপরে স্বর্গের অনুগ্রহ প্রাপ্তরূপে স্বীকৃতি লাভ করেছিল, তাদের ভাবী সুখের লক্ষ্যে বাধ্যতা শিক্ষাকরণ অত্যন্ত আবশ্যকীয়। যাবৎ না তারা এই শিক্ষা গ্রহণ করল, সে পর্যন্ত তারা ঈশ্বর, তাদের জন্য যা করতে বাঞ্ছা করেছিলেন, তা করতে পারলেন না। “তাহাকে নিঃশেষে সংহার করিব না, কিন্তু বিচারানুরূপ শাস্তি দিব, কোন মতে অদণ্ডিত রাখিব না।” তাদের আত্মিক মঙ্গলের লক্ষ্যে, তার শাস্তি দানের উদ্দেশে, তাঁর ব্যাখ্যার মধ্যে ঘোষণা করলেন। যিরমিয় ৩০:১১। তথাপি যারা তাঁর কোমল প্রেমের পাত্র, তাদের চিরতরে বাইরে ফেলে দেয়া হয়নি; পৃথিবীর সকল জাতির সামনে তিনি প্রতীয়মান পরাজয় থেকে বিজয় আনয়ন করার উদ্দেশে তার সংকল্প প্রকাশ করলেন, যেন তিনি ধ্বংস না করে রক্ষা করতে পারেন। ভাববাদীকে বার্তা প্রদান করা হল: PKBeng 394.1

“যিনি ইস্রায়েলকে ছাড়িয়াছেন, তিনিই তাহাকে সংগ্রহ করিলেন, আর রক্ষক যেমন নিজ পালকে রক্ষা করে, তেমনি রক্ষা করিবেন। কারণ সদাপ্রভু যাকোবকে উদ্ধার করিয়াছেন, তদপেক্ষা অধিক বলবানের হইতে তাহাকে মুক্ত করিয়াছেন। তাহারা আসিয়া উচ্চ সিয়োনে আনন্দগান করিবে, এবং স্রোতের ন্যায় প্রবাহিত হইয়া সদাপ্রভুর মঙ্গলদানের কাছে, গোমের, দ্রাক্ষারসের, তৈলের, মেষবৎসদের ও গোবৎসদের জন্য আসিবে, এবং তাহাদের প্রাণ সুসিক্ত উদ্যানের ন্যায় হইবে; তাহারা আর অবসন্ন হইবে না।....আমি তাহাদের শোক আনন্দে পরিণত করিব; তাহাদিগকে সান্ত্বনা করিব, ও দুঃখ ঘুচাইয়া আহ্লাদিত করিব। আর আমি পুষ্টিকর দ্রবা দ্বারা যাজকদের প্রাণ আপ্যায়িত করিব, এবং আমার মঙ্গলদান দ্বারা আমার প্রজাগণ তৃপ্ত হইবে, ইহা সদাপ্রভু কহেন ৷ PKBeng 394.2

“বাহিনীগণের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা কহেন, আমি যখন এই লোকদের বন্দি দশা ফিরাইব, তখন তাহারা যিহূদা দেশে ও তথাকার সকল নগরে পুনর্বার এই কথা বলিবে, ‘হে ধর্ম নিবাস, হে পবিত্র পর্বত, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন।’ যিহুদা ও তাহার সমস্ত নগর; এবং কৃষকগণ ও যাহারা পালের সাথে ইতস্ততঃ ভ্রমণ করে, তাহারা তথায় একত্র বাস করিবে। কারণ আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তপ্ত করিয়াছি। PKBeng 395.1

“সদাপ্রভু বলেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি ইস্রায়েলকুলের ও যিহূদা কূলের সাথে এক নূতন নিয়ম স্থির করিব। মিসর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদের বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হাত গ্রহণ করিবার দিনে আহি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম, সেই নিয়মানুসারে নয়; আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই সকল নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন । কিন্তু সেই সকল দিনের পর আমি ইস্রায়েলকুলের সহিত এই নিয়ম স্থির করিব ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব, ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব; এবং আমি, তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে। আর, ‘তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও,’ এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না; কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই। আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন; কেননা আমি তাহাদের পাপ আর স্মরণে আনিব না।” যিরমিয় ৩১:১০-১৪, ২৩, ২৫, ৩১-৩৪ । PKBeng 395.2