Go to full page →

৫৩—প্রাচীরের ওপরে নির্মাতারা PKBeng 537

নহিমিয়ের যিরূশালেম যাত্রা নিরাপদেই সম্পন্ন হয়েছিল। যাত্ৰা পথে রাজকীয় চিঠি তাকে সম্মানজনক সম্বর্ধনা এবং ত্বরিত সাহায্য বিধান করেছিল । কোন শত্রু সেই সম্ভ্রান্ত ব্যক্তিকে উপীড়ন করতে পারেনি যাকে পারস্যের রাজার ক্ষমতায় নিরাপত্তা দেয়া হয়েছিল এবং প্রাদেশিক শাসনকর্তা কর্তৃক লক্ষণীয় বিবেচনার সঙ্গে আচরণ করা হয়েছিল। একদল সৈনবাহিনীর হেফাজতে, তার যিরূশালেমে উপস্থিত হওন প্রমাণ করে যে, তিনি কোন গুরুত্বপূর্ণ কাজে এসেছিলেন, যা শহরের কাছে বসবাসকারী পৌত্তলিকদের ঈর্ষাকে উত্তেজিত করেছিল, যারা প্রায়ই, অপমান এবং অমর্যাদা এবং অন্যায়ের বোঝা চাপিয়ে দিয়ে যিহূদীদের বিরুদ্ধে তাদের শত্রুতা চরিতার্থ করছে। এই মন্দ কাজের মধ্যে সর্ব প্রধান ব্যক্তিগণ ছিলেন এই সব গোষ্ঠির কয়েকজন প্রধান, হোরোণীয় সবল্লট, অম্মোনীয় দাস টোবিয়, ও আরবীয় গেশম । প্রথম হতে এসকল নেতাগণ সূক্ষ্মদৃষ্টিতে গহিমিয়ের গতিবিধি লক্ষ্য করল এবং সর্ব উপায়ে তাদের ক্ষমতা নস্যা করার এবং তাদের কাজে বাধা সৃষ্টি করার জন্য প্রাণপণ চেষ্টা করল। PKBeng 537.1

নহিমিয় একই সতর্কবাণী এবং বুদ্ধি ব্যবহার করতে থাকলেন যা এই সময় পর্যন্ত তার পথ চিহ্নিত করেছিলেন। তিক্ত এবং স্থির সংকল্প শত্রুগণ তার বিরোধিতা করার জন্য প্রস্তুত জানতে পেরে, তিনি তাদের থেকে তার কাজের প্রকৃতি গুপ্ত রাখলেন যে পর্যন্ত না তিনি পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন এবং যা তাকে তার পরিকল্পনা গঠন করতে সক্ষম করবে। এরূপে তিনি লোকদের সহযোগিতা লাভের প্রত্যাশা করলেন এবং তার শত্রুদের বিরোধিতা সক্রিয় হয়ে উঠবার পূর্বে তাদেরকে কাজে লাগালেন । PKBeng 537.2

যাদেরকে তিনি নির্ভরযোগ্য বলে জানতেন, তাদের কয়েকজনকে মনোনীত করে, নহিমিয় তাদেরকে সেই পরিস্থিতি সম্পর্কে বললেন যা তাকে যিরূশালেমে আসতে পরিচালিত করেছে, যে বিষয়টি তিনি সম্পন্ন করতে চেয়েছিলেন এবং যে পরিকল্পনা তিনি অনুসরণ করতে চেয়েছিলেন। তার কাজ হাতে নেবার ব্যাপারে তাদের আগ্রহ তৎক্ষণাৎ তালিকাভুক্ত হল এবং তাদের সহযোগিতা লাভ নিরাপদ হল । PKBeng 538.1

তার উপস্থিতির তৃতীয় রাতে নহিমিয় মধ্য রাতে উঠলেন এবং কয়েকজন বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে স্বয়ং যিরূশালেমের উৎসন্ন স্থান দেখার জন্য বাইরে গেলেন। তিনি তার খচ্চরে চড়ে শহরের এক দিক থেকে অন্য দিকে ধ্বসে যাওয়া প্রাচীর এবং তার পিতৃগণের নগরের প্রবেশ দ্বার ঘুরে ঘুরে জরিপ করলেন। যখন তিনি তার অতিশয় প্রিয় যিরূশালেমের ধ্বংসপ্রাপ্ত প্রতিরোধ ব্যবস্থার ওপরে দৃষ্টিপাত করলেন, তখন যিহূদীদেশ- ভক্তের অন্তঃকরণ বেদনাদায়ক ভাবনাচিন্তায় পরিপূর্ণ হল। ইস্রায়েলের অতীত মহত্বের স্মৃতি তার নম্রতায় প্রমাণের সাথে অপ্রত্যাশিত বৈসাদৃশ্যে দেখা দিল । PKBeng 538.2

নহিমিয় গোপনে এবং নীরবে তার প্রাচীর সমূহের পরিসীমা শেষ করলেন। “কিন্তু আমি কোন স্থানে গেলাম, তাহা অধ্যক্ষগণ জ্ঞাত ছিল কি না,” তিনি বললেন, “এবং তৎকাল পর্যন্ত আমি যিহূদীদিগকে যাজকদিগকে কি প্রধান লোকদিগকে কি অধ্যক্ষদিগকে কি অন্য কর্মচারীদিগকে কাহাকেও তাহা বলি নাই।” রাতের বাকী সময় তিনি প্রার্থনায় সময় যাপন করলেন; কেননা তিনি জানতেন যে, প্রাতঃকালে একান্ত চেষ্টার আহ্বান জানান হবে যেন তার নিরুৎসাহ এবং বিভক্ত দেশবাসী জাগরিত এবং মিলিত হতে পারে। PKBeng 538.3

নহিমিয় একটি রাজকীয় কর্ম দায়িত্ব গ্রহণ করে অধিবাসীদেরকে আদেশ করলেন যেন নগরের প্রাচীর পুনর্নির্মাণে তার সাথে সহযোগিতা করে, কিন্তু তিনি ক্ষমতাসীন লোকদের হস্তক্ষেপের ওপর নির্ভর করলেন না। বরং তিনি লোকদের নির্ভরশীলতা এবং সহানুভূতি লাভের চেষ্টা করলেন, এবং জানতে পারলেন যে, তার সামনে মহান দায়িত্ব সম্পন্ন করতে হলে অন্তঃকরণ এবং হাতের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য । পরদিন সকালে তিনি লোকদেরকে একস্থানে আহ্বান করলেন এবং একটি প্রস্তাব উপস্থাপন করলেন যেন তারা তাদের সুপ্ত ক্ষমতা সক্রিয় করে তোলে এবং তাদের বিক্ষিপ্ত লোকদেরকে একত্রিত করে । PKBeng 538.4

নহিমিয়ের শ্রোতাবৃন্দ জানত না, তিনি তাদেরকে মধ্য রাতের প্রদক্ষিণের কথাও বলেননি। কিন্তু সত্য কথাটি হল এই যে, তার এই প্রদক্ষিণ তার কৃতকার্যতায় দারুণ ভূমিকা রেখেছে; কেননা তিনি নগরের পরিস্থিতি যথার্থরূপে বলতে পেরেছিলেন যারা তার শ্রোতাদেরকে অবাক করে দিয়েছিল। যিরূশালেমের দুর্বলতা এবং অধঃপতন লক্ষ্য করে তিনি অভিভূত হলেন এবং তার কথায় ঐকান্তিকতা এবং ক্ষমতা প্রদান করলেন। PKBeng 539.1

নহিমিয় লোকদের সামনে পৌত্তলিকদের মধ্যে তাদের গ্লানি, তাদের অসমাদৃত ধর্ম, তাদের ঈশ্বরের অমর্যাদা তুলে ধরলেন। তিনি তাদেরকে বললেন যে, একটি দূরদেশে থেকে তিনি তাদের দুঃখ-ক্লেশের কথা শুনেছেন, এবং তিনি তাদের পক্ষে স্বর্গের অনুগ্রহ যাচঞা করেছেন, এবং তার প্রার্থনাকালে, তিনি রাজার কাছে অনুমতি চাইলেন যেন তাদের জন্য সাহায্য আসে। তিনি ঈশ্বরকে বললেন রাজা যেন কেবল অনুমতিই না দেন কিন্তু, তাকে যেন ক্ষমতাও দেন এবং কাজের জন্য আবশ্যকীয় সাহায্যও দেন; আর তার প্রার্থনার উত্তর এমনভাবে প্রদান করা হল যে, যা প্রমাণ করল যে, পরিকল্পনাটি যেন প্রভুরই । PKBeng 539.2

তিনি এসকল কথা বললেন, এবং অতঃপর দেখান হল যে, ইস্রায়েলের ঈশ্বর এবং পারস্য রাজ যৌথভাবে তিনি সাহায্য লাভ করেছেন, তাতে নহিমিয় লোকদেরকে সরাসরি বললেন যে, তারা এই সুযোগের সদ্ব্যবহার করে প্রাচীর নির্মাণ করবে কি-না। PKBeng 539.3

তারা এই আবেদন আন্তরিকতার সাথে গ্রহণ করল । কিভাবে স্বর্গ তাদের প্রতি প্রদর্শিত হয়েছে তা চিন্তা করল, যেন তাদের ভয় লজ্জায় পরিণত হয়, এবং নূতন সাহস ও উদ্যমে তারা এক বাক্যে বলল, “চল, আমরা উঠিয়া গিয়া গাঁথি।” “এরূপে তাহারা সেই সাধু কাজের জন্য আপন আপন হস্ত সবল করিল।” PKBeng 539.4

নহিমিয় সমস্ত চিত্ত তার কর্ম দায়িত্বে নিয়োগ করলেন। তার প্রত্যাশা, তার শক্তি, তার উদ্যম, তার দৃঢ় সংকল্প এসব ছিল সংক্রামক তুল্য একই উচ্চ উসাহ, উদ্দেশ্য সাধনে অন্যদেরকে অনুপ্রেরণাদায়ক। প্রত্যেকে এক এক জন নহিমিয় স্বরূপ হল এবং পালাক্রমে সাহায্য করল এবং তার প্রতিবাসীর অন্তঃকরণ সবল করল। PKBeng 540.1

ইস্রায়েলের শত্রুরা যিহূদীদের কর্মপরিকল্পনা শুনতে পেয়ে কি অবজ্ঞাছলে বলল, “তোমরা এ কি কার্য করিতে উদ্যত হইলে? তোমরা রাজদ্রোহ করিবে?” কিন্তু নহিমিয় উত্তর দিলেন, “যিনি স্বর্গের ঈশ্বর তিনিই আমাদিগকে কৃতকার্য করিবেন; অতএব তাঁহার দাস আমরা উঠিয়া কি গাঁথিব; কিন্তু যিরূশালেমে তোমাদের কোন অংশ কি অধিকার স্মৃতিচিহ্ন নাই ।” PKBeng 540.2

সর্ব প্রথম যারা নহিমিয়ের উৎসাহ এবং ঐকান্তিকতার মনোভাব উপলব্ধি করতে পারলেন, তারা ছিলেন যাজক গোষ্ঠি । তাদের প্রভাবশালী পদমর্যাদা হেতু, এই লোকেরা কাজের অগ্রগতি অথবা কাজের বাধা সৃষ্টি করায় যথেষ্ট ভূমিকা রাখতে পারত; আর তাদের তাৎক্ষণিক সহযোগিতা, সূচনাতে, কৃতকার্যতার স্বার্থে খুব সামান্যই ভূমিকা রেখেছে তা নয়। ইস্রায়েলের অধ্যক্ষগণ এবং শাসনকর্তারা মহত্ত্বের সাথে তাদের কর্তব্য কাজে এসে যোগ দিল; এবং এই বিশ্বস্ত লোকদের ঈশ্বরের পুস্তকে সম্মানের সাথে নাম লেখা রয়েছে। সেখানে কয়েকজন তকোয়ীয় প্রধানবর্গ ছিল যারা “আপনাদের প্রভুর কর্মে ঘাড় পাতিল না।” এ সকল অলস দাসদের স্মৃতি লজ্জার সাথে অর্দ্ধ দগ্ধ কাষ্ঠস্বরূপ এবং সকল ভাবী বংশের কাছে একটি সতর্কবাণী স্বরূপ হস্তান্তরিত হয়েছে। PKBeng 540.3

প্রত্যেক ধর্মীয় আন্দোলনে এমন কেউ কেউ রয়েছে যারা অস্বীকার করতে পারে না যে, এই ব্যাপার বা ঘটনা ঈশ্বরের, তথাপি তারা দূরে থাকে, যে কোন প্রকার সাহায্য করতে অস্বীকার করে। এরূপ লোকদের জন্য উচ্চে রেখে দেয়া ইতিহাস মনে রাখা খুবই ভাল- যে পুস্ত কে কোন কিছুই বাদ পড়েনি, কোন ভুল নেই, যার দ্বারা তারা বিচারিত হবে। এতে ঈশ্বরের সেবার প্রতিটি সুযোগ অবহেলার কথা তালিকাভুক্ত রয়েছে; আর এর মধ্যে কাল স্মরণে রাখার জন্য বিশ্বাস ও প্রেমের প্রতিটি কার্য চিরকালের জন্য লিপিবদ্ধ আছে। PKBeng 540.4

নহিমিয়ের উপস্থিতির অনুপ্রেরণাদানকারী প্রভাবের বিরুদ্ধে তকোয়ীর প্রধানদের আদর্শের মূল্য ছিল খুবই সামান্য। সাধারণ লোকজন স্বদেশভক্তি এবং উদ্যম দ্বারা সঞ্জীবিত হয়েছিল। দক্ষ এবং প্রভাবশালী ব্যক্তিগণ নাগরিকদের নিয়ে বিভিন্ন শ্রেণীর দল গঠন করেছিলেন, প্রত্যেক নেতা প্রাচীরের কোন নির্দিষ্ট অংশ নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেছিল । আর কারও কারও বিষয় একথা লেখা আছে যে, “তাহারা প্রত্যেক জন আপন আপন গৃহের সামনে মেরামত করিল।” PKBeng 541.1

নহিমিয়ের শক্তি হ্রাস পায়নি, প্রকৃতপক্ষে এখন কার্য আরম্ভ হয়েছিল । অক্লান্ত সতর্কতা অবলম্বন পূর্বক তিনি নির্মাণ কার্য পরিচালনা করলেন, শ্রমিকদেরকে চালালেন; প্রতিবন্ধকতা লক্ষ্য করলেন, এবং জরুরী অবস্থার মুকাবিলা করলেন। তিন মাইল প্রাচীরের পার্শ্ব দিয়ে অবিরত তার প্রভাব অনুভূত হয়েছে। সময়োপযোগী বাক্য দ্বারা তিনি ভীত লোকদেরকে সাহস প্রদান করেছেন, উদ্যমহীন লোকদেরকে সক্রিয় করলেন, এবং মনোযোগী লোকদেরকে অনুমোদন দান করলেন। আর তিনি সর্বদা শত্রুদের গতিবিধি লক্ষ্য করলেন, যারা মাঝে মাঝে কিছু দূর থেকে তাদের মনোযোগ আকর্ষণ পূর্বক কথা বলত, এবং লক্ষ্য রাখত কোন ক্ষতি তারা করতে পারে কি-না এবং অতঃপর, কার্যকরী লোকদের কাছে গিয়ে তাদেরকে অন্যমনষ্ক করত। PKBeng 541.2

তার কাজের চাপের মধ্যে নহিমিয় তার শক্তির উসকে ভুলে যাননি । তার অন্তঃকরণ সর্বদা মহান সকলের উপদর্শক, ঈশ্বরের দিকে উত্তোলিত রেখেছেন। “স্বর্গের ঈশ্বর” তিনি বললেন, “আমাদিগকে শ্রীবৃদ্ধি দান করিবেন;” এবং এই কথা প্রতিধ্বনিত পুনপ্রতিধ্বনিত হতে লাগল, প্রাচীরের ওপরে কার্যকারীদের অন্তঃকরণকে উফুল্ল করল । PKBeng 541.3

কিন্তু যিরূশালেমের প্রতিরোধের পুনরুদ্ধার বাধাহীন ছিল না। শয়তান বিরোধিতা প্ররোচিত করে নিরুৎসাহ আনয়ন করলো। সবল্লট, টোবিয় এবং গেশেম, এই আন্দোলনে তার প্রধান প্রতিনিধি, এখন পুনর্নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য নিজেদেরকে ব্যস্ত রাখল । তারা কার্যকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য প্রাণপণ চেষ্টা করল। তারা নির্মাতাদের প্রচেষ্টার প্রতি ঠাট্টা করল, তারা এই কথা বলল, “এই কার্য্য সম্পন্ন করা অসম্ভব এবং ভাববাণী ব্যর্থতায় পর্যবসিত হইবে।” PKBeng 541.4

“এই নিস্তেজ যিহূদীরা কি করিতেছে?” সবলট পরিহাস করে বলল; “ইহারা কি আপনাদিগকে দৃঢ় করিবে?... এই প্রস্তর সকল তুলিয়া কি সজীব করিবে? এই সকল যে পুড়িয়া গিয়াছে!” টোবিয় আরও ঘৃণাপূর্ণভাবে বলল, “ইহারা যে গাঁথুনি করিতেছে, তাহার উপরে যদি শিয়াল উঠে, তবে তাহাদের সেই পাথরের প্রাচীর ভাঙ্গিয়া পড়িবে।” PKBeng 542.1

নির্মাতাগণ অতিসত্বর আরও সক্রিয় বাধার সম্মুখীন হল। তারা তাদের শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিরামহীন প্রহরী নিযুক্ত করতে বাধ্য হল; যারা ওপরে ওপরে বন্ধুভাবাপন্ন ছিল, তারা বিভিন্ন উপায়ে বিভ্রান্তি এবং জটিলতা সৃষ্টি করার এবং অবিশ্বাস আনয়ন করতে সচেষ্ট হল । তারা যিহুদীদের উদ্যম নষ্ট করার চেষ্টা করল; তারা- ষড়যন্ত্র করল যেন নহিমিয়কে তাদের ফাঁদে আটকাতে পারে; এবং দেখা গেল নকল হৃদয় বিশিষ্ট যিহুদীরা বিশ্বাসঘাতকতার কাজে সাহায্য করার জন্য প্রস্তুত । এই রিপোর্ট চারদিকে রাষ্ট্র হয়ে গেল যে, নহিমিয় পারস্যের সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন, ইস্রায়েলের ওপরে তিনি রাজা হতে চাচ্ছেন, এবং যারা তাকে সাহায্য করছে, তারা বিশ্বাসঘাতক । PKBeng 542.2

কিন্তু নহিমিয়, পরিচালনা এবং সাহায্য লাভের জন্য ঈশ্বরের অপেক্ষায় থাকলেন, তবে “কার্য্য করিতে লোকদের মন ছিল।” কাজ অগ্রসর হতে লাগল যে পর্যন্ত না শূন্যস্থান পূর্ণ হল এবং সমগ্র প্রাচীর পরিকল্পিত উচ্চতার অর্দ্ধেক পর্যন্ত শেষ হল । PKBeng 542.3

ইস্রায়েলের শত্রুগণ যখন লক্ষ্য করল তাদের প্রচেষ্টা অকার্যকর হচ্ছে, তখন তারা ক্রোধে পরিপূর্ণ হল। এযাবৎ তারা তীব্র প্রতিবিধান করতে সাহসী হয়নি। কেননা তারা জানত যে, নহিমিয় এবং তার সঙ্গীগণ রাজার আদেশ অনুযায়ী কাজ করছিলেন, এবং তারা ভয় পেল যে, তার বিরুদ্ধে সক্রিয় বিরোধিতা তাদের ওপরে সম্রাটের অসন্তোষ আনয়ন করতে পারে। কিন্তু তারা যে নহিমিয়কে দোষী করেছিল সে অপরাধের ক্রোধে তারা এখন নিজেরাই অপরাধী হল। পরামর্শের জন্য একত্রিত হয়ে, তারা “সকলে যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করিবার জন্য ও গোলযোগ উপন্ন করিবার জন্য চক্রান্ত করিল । ” PKBeng 542.4

একই সময়ে, শমরিয়েরা নহিমিয় এবং তার কাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আর যিহূদীদের মধ্যে কোন কোন নেতৃস্থানীয় লোক, যারা, আনুগত্যহীন হয়ে, কার্যে সমস্যা অতিরঞ্জিত করে তাকে নিরুসাহিত করার চেষ্টা করল। “ভারবাহকেরা দুর্বল হইয়াছে,” তারা বলল, “এবং কাঁথড়া অনেক আছে; প্রাচীর গাঁথা আমাদের অসাধ্য।” PKBeng 543.1

তখনও অন্য একটি উস থেকে নিরুসাহ এল। “নিকটবাসী যিহুদীরা,” যারা কোন কাজে অংশগ্রহণ করেনি তারা নানা রকমের উক্তি এবং তাদের শত্রুদের রিপোর্ট সংগ্রহ করলো এবং এসকল, সাহস দুর্বল করে বিরক্তি সৃষ্টি করার কাজে ব্যবহার করল । PKBeng 543.2

কিন্তু বিদ্রূপ এবং উপহাস, বিরোধিতা এবং মৃত্যুভয়, কেবলমাত্র নহিমিয়কে দৃঢ়তর সিদ্ধান্ত গ্রহণ করতে এবং তাকে আরও মহা সতর্কতা গ্রহণে উদ্দীপিত করল। তিনি বিপদসমূহ উপলব্ধি করতে পারলেন যা শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে এর মুকাবিলা করতে হবে, কিন্তু তার সাহস ছিল অনড়। “আমরা আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম, ” তিনি বললেন, “ও দিবারাত্র তাহাদের বিরুদ্ধে প্রহরীগণকে রাখিলাম।” “অতএব আমি প্রাচীরের পশ্চাদিকে নীচস্থ অনাবৃত স্থানে লোক নিযুক্ত করিলাম, স্ব স্ব গোষ্ঠি অনুসারে খড়, বড়শা ও ধনুক সমেত লোক নিযুক্ত করিলাম। পরে আমি চাহিয়া দেখিলাম, এবং উঠিয়া প্রধান লোকদিগকে, অধ্যক্ষগণকে ও অন্য সকল লোককে বলিলাম, তোমরা ইহাদের হইতে ভীত হইও না; মহান ও ভয়ঙ্কর প্রভুকে স্মরণ কর এবং আপন আপন ভ্রাতৃগণের পুত্র ও কন্যাগণের, স্ত্রীগণের ও গৃহের জন্য যুদ্ধ কর।” PKBeng 543.3

“আর যখন আমাদের শত্রুগণ শুনিতে পাইল যে, আমরা জানিতে পারিয়াছি, আর ঈশ্বর তাহাদের মন্ত্রণা বিফল করিয়াছেন, তখন আমরা সকলে প্রাচীরে আপন আপন কার্য্য করিতে পুনর্বার গমন করিলাম। আর সেই দিন গুলোতে আমি ও আমার যুবকদের অর্দ্ধেক লোক কার্য্য করিত, অন্য অর্ধেক লোক বড়শা, ঢাল, ধনু ও বর্ম ধরিয়া থাকিত।... যাহারা প্রাচীর গাঁথিত, আর যাহারা ভার বহিত, তাহারা ভার তুলিয়া দিত, সকলে এক হস্তে কার্য্য করিত, অন্য হস্তে অস্ত্র ধরিত; আর গাঁথকেরা প্রত্যেকজন, কোমড়ে খড়গ বাঁধিয়া গাঁথিত ।” PKBeng 543.4

নহিমিয়ের পাশে একজন রীবাদক থাকত, এবং প্রাচীরের বিভিন্ন পাশে পুরোহিতগণ পবিত্র তুরীবহন করতেন। লোকেরা তাদের কাজে, ছড়িয়ে থাকত কিন্তু যে কোন স্থানে বিপদের সম্মুখীন হলে তাদের জন্য একটি সতর্কসংকেত দেয়া হত যেন তারা অনতিবিলম্বে ঐ স্থানাভিমুখে যাবার জন্য প্রস্তুত হত। “এরূপে আমরা কাজ করিতাম,” নহিমিয় বলেন, এবং অরুণোদয় কাল হইতে তাহারা দর্শন কাল পর্যন্ত আমাদের অর্ধেক লোক বর্শা ধরিয়া থাকিত । ” PKBeng 544.1

যারা যিরূশালেমের বাইরে গ্রামে এবং শহরে বসবাস করত এখন তাদেরকে প্রাচীরের ভেতরে বসবাস করতে হবে, তারা কাজের স্থানে চৌকি দেবে এবং সকালে কর্তব্য পালনের জন্য প্রস্তুত থাকবে। এটি তাদের কাজে অহেতুক বিলম্ব প্রতিরোধ করবে এবং তারা ঘরে যাওয়া আসায় এবং কাজে শত্রুর আক্রমণ এড়িয়ে চলতে পারবে। নহিমিয় এবং তার সঙ্গীরা অভাব অনটন অথবা কঠিন সেবা কাজ থেকে পশ্চাৎপদ হননি। দিনে কি রাতে এমনকি সংক্ষিপ্ত নিদ্রার সময়ে, তাদের পরিহিত বস্ত্র খোলেননি এবং তাদের অস্ত্র রেখে দেননি । PKBeng 544.2

নির্মাতাগণ নহিমিয়ের দিনে প্রকাশ্য শত্রুপক্ষ হতে এবং ভান করা বন্ধুদের কাছ থেকে যে বিরোধিতা এবং নিরুৎসাহের মুকাবিলা করেছেন, অদ্য যারা ঈশ্বরের পক্ষে কাজ করছেন, তাদেরকেও ঐ একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। খ্রীষ্টানদেরকে কেবলমাত্র শত্রুদের ক্রোধ, ঘৃণা, এবং নিষ্ঠুরতা দ্বারা পরীক্ষিত হতে হবে না, প্রকাশ্য স্বীকৃত বন্ধু এবং সাহায্যকারীগণ হতে কর্মবিমুখতা, আত্মবিরোধ, দুষ্টতা, এবং বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাদের প্রতি সজোরে উপহাস এবং গ্লানি নিক্ষেপ করা হতে পারে। আর একই শত্রু যে ঘৃণার দিকে পরিচালিত করে, সে একটি সুযোগ বুঝে আরও তীব্র, এবং নিষ্ঠুর আচরণ করবে । PKBeng 544.3

শয়তান তার উদ্দেশ্য হাসিল করার জন্য প্রতিটি অপবিত্র, অনুসর্গীকৃত বস্তু ব্যবহার করার সুযোগ নিয়ে থাকে। যারা ঈশ্বরের কাজের সমর্থক বলে মুখে স্বীকার করে তাদের মধ্যে এমন কেউ রয়েছে যারা শত্রুদের সাথে মিলিত হয় এবং এরূপে তাঁরা তিক্ততার শত্রুদের আক্রমণের মুখে নিয়ে যায়। এমনকি যারা ঈশ্বরের কাজের উন্নতির আশা করে, তারা অন্যের কথা শুনে, রিপোর্ট করে এবং তার শত্রুদের মিথ্যা কলঙ্ক, অপবাদ, দম্ভ এবং ভীতি, এই সকলের অধের্ক বিশ্বাস করে তাঁর দাসগণের হাত দুর্বল করবে। শয়তান তার প্রতিনিধিগণের মাধ্যমে বিস্ময়কর সাফল্যের সাথে কাজ করে, এবং যারা তাদের প্রভাবের কাছে আত্ম-সমর্পণ করে তারা, একটি সম্মোহন শক্তির কাছে বশীভূত, যা জ্ঞানী এবং বুদ্ধিমান লোকদের জ্ঞান নষ্ট করে। কিন্তু, নহিমিয়ের ন্যায় ঈশ্বরের প্রজাগণ তাদের শত্রুদেরকে ভয় করবে না, বা অবজ্ঞা করবে না। ঈশ্বরে নির্ভর রেখে তাদেরকে স্থিরভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে, নিঃস্বার্থভাবে কাজ করে যাবে, এবং তাঁর দূরদর্শিতার কাছে সমর্পিত হবে যে কাজের জন্য তারা দণ্ডায়মান রয়েছে। PKBeng 544.4

মহা নিরুৎসাহের মধ্যে, নহিমিয় ঈশ্বরকে তার নির্ভরযোগ্য ব্যক্তি এবং তার নিশ্চয় প্রতিরোধ দূর্গস্বরূপ করলেন যিনি তাঁর দাসের পৃষ্ঠপোষক ছিলেন, তিনি প্রতিটি যুগে তাঁর প্রজাগণের অবলম্বন হয়ে এসেছেন। প্রতিটি সংকটে তাঁর প্রজাগণ বিশ্বাসযোগ্যতার সঙ্গে ঘোষণা করতে পারে, “ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?” রোমীয় ৮:৩১। এতদ্‌সত্ত্বেও শয়তান এবং তার প্রতিনিধিগণের ষড়যন্ত্র- জাল পাতা হতে পারে কিন্তু ঈশ্বর তা সরিয়ে নিতে পারেন, এবং তাদের সমুদয় পরামর্শ ব্যর্থ করতে পারেন। আজ বিশ্বাসের সাড়া দান নহিমিয় দ্বারা সাড়া প্রদান করারই মত, “আমাদের ঈশ্বর আমাদের জন্য যুদ্ধ করিবেন;” কেননা ঈশ্বরের পক্ষে কর্মরত লোকদের চূড়ান্ত সাফল্যে কেউই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না । PKBeng 545.1