Go to full page →

দুর্ভিক্ষের সময়ে ইলীশায় PKBeng 201

তিনি তাঁর ধনভাণ্ডার হতে প্রান্তরে একটি মেজ সাজাতে পারেন । তাঁর হাতের স্পর্শে অপর্যাপ্ত খাদ্যে বৃদ্ধি করতে পারেন। এ ছিল তার শক্তি যা ভাববাদিগণের পুত্রদের হাতে খাদ্য শস্য বৃদ্ধি করেছিল । PKBeng 201.3

খ্রীষ্টের প্রাথমিক পরিচর্যা কাজের দিনগুলোতে, যখন তিনি বিশাল জনতাকে আহার দানে একই প্রকার একটি অলৌকিক কার্য সাধন করেছিলেন, তখন যারা পুরাতন যুগের ভাববাদিগণের সাথে ছিল, তারাও একইরূপ অবিশ্বাস প্রদর্শন করত; যেভাবে ইলীশায়ের পরিচারক বলেছিল, “আমি কি এক শত লোককে ইহা পরিবেশন করিব?” আর যখন যীশু তাঁর শিষ্যদের আদেশ করলেন যেন তারা জনতাকে আহার প্রদান করে, তারা উত্তর করল, “পাঁচখানা রুটী ও দুইটি মাছের অধিক আমাদের কাছে নাই; তবে কি আমরা গিয়া এই সমস্ত লোকের জন্য খাদ্য কিনিয়া আনিতে পারিব?” লূক ৯:১৩। এতে মনুষ্য সন্তানগণের জন্য শিক্ষা রয়েছে। সদাপ্রভু যখন কোন একটি কাজ করতে দেন তখন কেউই যেন আদেশের যুক্তিযুক্ততার বিষয় অথবা আদেশের আজ্ঞাবহ হবার ফলাফল সম্পর্কে কোন প্রশ্ন না করে। প্রয়োজন অনুসারে সরবরাহ তাদের হাতে নাও থাকতে পারে; কিন্তু সদাপ্রভুর হাতে প্রয়োজনের অতিরিক্ত রয়েছে বলে প্রমানিত হবে। পরিবেশনকারীগণ “তাহা স্থাপন করিল, আর সদাপ্রভুর বাক্যানুসারে তাহারা ভোজন করিল, আর উদ্বৃত্তও রাখিল।” PKBeng 201.4

যাদের তিনি তাঁর পুত্রের উপহারের বিনিময়ে ক্রয় করেছেন, তাদের সাথে ঈশ্বরের সম্পর্কের পূর্ণ ধারণা, পৃথিবীতে তাঁর কাজের অগ্রগতিতে একটি মহত্ত্বর বিশ্বাস অদ্য মন্ডলীর বড়ই অভাব । কেউই তাদের দৃশ্যমান সম্পদের বিরলতার বিষয় পরিতাপ না করুক। বাহ্যিক আপাতঃ সাদৃশ্য বা আকৃতি সন্তোষজনক নাও হতে পারে, কিন্তু ঈশ্বরের শক্তি এবং তাঁতে নির্ভরতা, সম্পদ বৃদ্ধি করবে। যে উপহার তাঁর আশীর্বাদের জন্য ধন্যবাদ ও প্রার্থনা সহকারে আনীত হয় তা বহুগুণে বৃদ্ধি করবেন, যেমনটি তিনি ভাববাদিগণের সন্তানগণের সন্তানদের এবং ক্লান্ত জনতার কাছে আনীত খাদ্যের ওপরে আশীর্বাদ করেছিলেন। PKBeng 202.1