Go to full page →

২৪—প্রথম নিস্তার পর্ব PPBeng 193

মিসরের রাজার নিকট যখন ইস্রায়েলদের মুক্তির দাবি উত্থাপন করা হয়, তখন ভয়ঙ্কর বিপদের সতর্কবাণী উচ্চারণ করা হয়। “সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল আমার পুত্র, আমার প্রথমজাত। আর আমি তোমাকে বলিয়াছি, আমার সেবা করণার্থে আমার পুত্রকে ছাড়িয়া দেও; কিন্তু তুমি তাহাকে ছাড়িয়া দিতে অসম্মত হইলে; দেখ, আমি তোমার পুত্রকে, তোমার প্রথমজাতকে, বধ করিব।” যাত্রাপুস্তক ৪:২২, ২৩। PPBeng 193.1

তাঁর আকৃতিতে সৃষ্ট প্রাণীদের প্রতি ঈশ্বর গভীর যত্নশীল। যদি শষ্য এবং মেষ ও পশুপালের ক্ষতির পর মিস্ত্রীয়রা অনুতাপ করত, তবে তাদের সন্তানদের মারা হত না; কি জাতি ঈশ্বরের আদেশ অনবরত অমান্য করেই চলল । আর এখন শেষ আঘাত আনার সময় হল । PPBeng 193.2

মোশিকে মৃত্যুর ভয় দেখিয়ে ফরৌণের সম্মুখে আসতে নিষেধ করা হয়; কিন্তু আবারও মোশি একটি ভয়ঙ্কর ঘোষণা দিতে উপস্থিত “সদাপ্রভু এই কথা কহেন, আমি অর্দ্ধরাত্রে মিসরের মধ্য দিয়া গমন করিব। তাহাতে সিংহাসনে উপবিষ্ট ফরৌণের প্রথমজাত হইতে যাঁতা পেষণকারিণী দাসীর প্রথমজাত পৰ্যন্ত মিসর দেশস্থিত সকল প্রথমজাত মরিবে, এবং পশুদেরও সকল প্রথমজাত মরিবে।। আর যাদশ কখনও হয় নাই ও হহবে না, সমস্ত মিসর দেশে এমন মহাক্রন্দন হইবে। কিন্তু সমস্ত ইস্রায়েল সন্তানের মধ্যে মনুষ্যের কি পশুর বিরুদ্ধে একটা কুকুরও জিহবা দোলাইবে না, যেন আপনারা জানিতে পারেন যে, সদাপ্রভু মিস্ত্রীয়দিগেতে ও ইস্রায়েলে প্রভেদ করেন । PPBeng 193.3

এই দন্ড প্রদানের পূর্বে, সদাপ্রভু মোশির মাধ্যমে ইস্রায়েল সন্তানদের মিসর ছেড়ে যাবার ও আগামী দন্ড থেকে রক্ষা পাবার জন্য কিছু নির্দেশ দিলেন । প্রত্যেক পরিবার, একাকী অন্য পরিবারের সাথে মিলে, এক - একটি “নির্দোষ” ভেড়ার বাচ্চা বলিদান করিবে, এবং এক আটি এসোব দ্বারা এই রক্ত ঘরের “দরজার দুই বাজুতে ও কপলীতে লেপিয়া দিবে” যেন মধ্যরাতে সংহারক দূত ঐ ঘরে প্রবেশ না করেন। আর তারা তাড়ীশূন্য রুটী তিতা শাকের সহিত আগুনে পড়িয়ে ঐ রাতে ঐ মাংস খাবে। এবং মোশি তাদের বললেন যে, “আর তোমরা এইরূপে তাহা খাইবে; কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও তরান্বিত হইয়া তাহা ভোজন করিবে; ইহা সদাপ্রভূর নিস্তারপর্ব । ” PPBeng 193.4

সদাপ্রভু ঘোষণা করলেন যে, “সেই রাত্রিতে আমি মিসর দেশের মধ্য দিয়া যাইব, এবং মিসর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব; এবং মিসরের যাবতীয় দেবের বিচার করিয়া দন্ড দিব। অতএব তোমরা যে যে গৃহে থাক, তোমাদের পক্ষে ঐ রক্ত চিহ্নস্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে; তাহাতে আমি যখন মিসর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না” PPBeng 194.1

এই মহা মুক্তির স্মরণে, ইস্রায়েলদের সমস্ত ভবিষ্য বংশধরেরা বাসরিক নিস্তারপর্ব পালন করবে- “ইহা সদাপ্রভুর উদ্দেশে নিস্তার পর্বের বলি, মিস্ত্রীয়দিগকে আঘাত করিবার সময় তিনি মিসরে ইস্রায়েলদের গৃহ সকল ছাড়িয়া আগে গিয়াছিলেন, আমাদের গৃহ রক্ষা করিয়াছিলেন।” PPBeng 194.2