বাধ্যতার মাধ্যমে লোকদের তাদের বিশ্বাসের প্রমাণ দিতে হত । সেই একই ভাবে খ্রীষ্টের রক্ত দ্বারা যারা মুক্তি পেতে চান তাদের অনুধাবন করতে হবে যে তাদের পরিত্রাণ পাবার বিষয়ে কিছু করণীয় রয়েছে। আমাদের পাপ পরিত্যাগ করে ঈশ্বরের ব্যবস্থার প্রতি বাধ্য হতে হবে। মানুষ বিশ্বাস দ্বারা রক্ষা পাবে, কাজ দ্বারা নয়; কিন্তু তার বিশ্বাস তার কাজের মধ্যে প্রকাশ পেতে হবে। ঈশ্বর যে সহায়তা দিয়েছেন মানুষ সেই সহায়তার জন্য কৃতজ্ঞ হবে ও তা মানতে হবে । PPBeng 196.2
মোশি যখন ইস্রায়েলদের তাদের মুক্তির শর্ত বললেন, “তখন লোকেরা মাথা নত করিয়া প্রণিপাত করিল।” অনেক মিস্ত্রীয়রা যিহূদীদের ঈশ্বরকে একমাত্র ঈশ্বর বলে স্বীকার করতে আরম্ভ করেছিল, এবং যখন সংহারক দূত মিসর দিয়ে যাবেন তখন এরা ইস্রায়েলীদের নিকট তাদের গৃহে একটু আশ্রয় প্রার্থনা করল । যখন তাদের স্বাগত জানানো হল তখন তারা প্রতিজ্ঞা করল যে তারা ঈশ্বরের ভজনা করবে এবং তার লোকদের সাথে মিসর পরিত্যাগ করবে। ঈশ্বর যে নিৰ্দ্দেশ দিয়েছিলেন, মিস্ত্রীয়রা সেই নির্দেশের প্রতি বাধ্য হল। তাদের পরিবার সমূহকে একত্রিত করা হল, নিস্তার পর্ব্বীয় মেষ বলি দেয়া হল। মেষকে আগুনে পুড়িয়ে কাবাব তৈরি করা হল, তাড়ীশূন্য রুটি ও তিতা শাক প্রস্তুত করা হল। যাজক হিসেবে পিতা ঘরের দরজায় রক্ত ছিটিয়ে দিলেন। দ্রুত ও নীরবে নিস্তার পর্বের মেষকে খাওয়া হল । আর সেই রাতের যে ভয়ঙ্কর আঘাত আসছে তা স্মরণ করে পিতামাতা আপন আপন প্রথমজাতকে জড়িয়ে ধরে রাখলেন। তাদের দরজায় ছিল রক্তের চিহ্ন--মুক্তিদাতার প্রতিজ্ঞার চিহ্ন--এবং সংহারক দূত সেখানে প্রবেশ করলেন না । PPBeng 196.3
মধ্য রাতে মিশরে মহাক্রন্দন হইল; কেননা যে ঘরে কেহ মরে নাই, এমন গৃহই ছিল না। “সদাপ্রভূ সিংহাসনে উপবিষ্ট ফরৌণের প্রথমজাত সন্তান হইতে কারাকৃপস্থ বন্দির প্রথমজাত সন্তান পর্য্যন্ত, মিশর দেশের সমস্ত প্রথমজাত সন্তানকে ও পশুগুলির প্রথমজাত শাবকগণকে নিহনন করিলেন।” প্রত্যেক ঘরের গৌরবই ধূলিস্মা হয়েছিল। মহাক্রন্দন ও চিকার বাতাস পূর্ণ করেছিল। রাজা এবং পরিষদরা এই পরাভূতকারি ভীতির প্রতি হতবাক্ ও কম্পিত পদে দাঁড়িয়ে থাকলেন। তারা ঈশ্বরের সাথে প্রতিযোগীতাকারী গর্ব ধূলিস্মা হবার পর তখন রাত্রিকালেই ফরৌণ মোশি ও হারোণকে ডাকাইয়া বলিলেন, “তোমরা উঠ, ইস্রায়েল সন্তানদিগকে লইয়া আমার প্রজাদের মধ্য হইতে বাহির হও, তোমরা যাও, তোমাদের কথা অনুসারে সদাপ্রভুর সেবা কর গিয়া যাও, এবং আমাকেও আশীর্বাদ কর।” PPBeng 197.1