প্রতিবাসীর স্ত্রীতে, কিংবা তাহার দাসে কি দাসীতে, কিংবা তাহার গরুতে বা গাধাতে, প্রতিবাসীর কোন বস্তুতেই লোভ করিও না। যা হতে সমস্ত পাপের উৎপত্তি হয় সেই স্বার্থের চিন্তা করা নিষেধ করে। দশম আজ্ঞাসকল পাপের মূলে আঘাত করে। যে ব্যক্তি অন্যের দ্রব্যের প্রতি কোনরূপ লোভ করে না, সে তার সহমানবের প্রতি সকল প্রকার অন্যায় কাজ হতে বিরত থাকবে। যেন তাঁর লোকেরা কখনও ঐ দৃশ্য ভুলে না যায়, এই জন্য ঈশ্বর তাঁর গৌরব ও শক্তি দেখানোর মাধ্যমে তাঁর আজ্ঞায় সতর্ক করেন। তিনি সমস্ত মানবজাতিকে তার আজ্ঞার পবিত্রতা ও স্থায়ীত্ব প্রদর্শন করলেন। PPBeng 216.5