পরিশ্রম ও দুশ্চিন্তাপূর্ণ জীবন যা মানুষের ভাগ্যে নির্দিষ্ট করা হল তা প্রেমের মাধ্যমেই করা হল, পাপের জন্যই এই শৃঙ্খলা বিধান প্রয়োজনীয় হল যেন তার লাগামহীন ক্ষুধা ও আবেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, যে সে আত্মা নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলে। মানুষের পুনরুদ্ধারের জন্য এটা ছিল ঈশ্বরের এক মহান পরিকল্পনা । PPBeng 30.4
আমাদের প্রথম মাতা-পিতাকে যে সতর্কবাণী দেয়া হয়ঃ “যে দিন তাহার ফল খাইবে, সেই দিন মরিবেই মরিবে” তাহার অর্থ এই ছিল না যে যেদিন তারা নিষিদ্ধ ফল গ্রহণ করবেন সেই দিনই তারা মারা পড়বেন। কিন্তু এর অর্থ ছিল ঐ দিনই মৃত্যু তাদের নিয়তিতে পরিণত হল । PPBeng 30.5
চিরস্থায়ী জীবন যাপনের জন্য, মানুষকে জীবন বৃক্ষের ফল খেতে থাকতে হবে। এটা হতে বঞ্চিত হলে, তার জীবন শক্তি ধীরে ধীরে ক্ষয় পেতে থাকবে যতক্ষণ না সে বিলীন হয়ে যায়। শয়তানের পরিকল্পনা ছিল যে আদম আর হবা জীবন বৃক্ষের ফল খাবেন আর পাপ ও দুঃখ ভোগের অস্তিত্বকে চিরস্থায়ী করে নেবেন। কিন্তু জীবন বৃক্ষকে রক্ষার দায়িত্ব পবিত্র দূতগণকে দেয়া হল। এই দূতদের চতুৰ্দ্দিকে একটি উজ্জ্বল তরবারীর আবির্ভাব হল। আদমের পরিবারের কাউকে ঐ বাধা অতিক্রম করতে অনুমতি দেয়া হত না; ফলে কোন চিরঞ্জীব পাপী নাই । PPBeng 31.1