Go to full page →

৫—প্রথম হত্যাকারী ও তার শিকার PPBeng 39

আদমের দুই ছেলে কয়িন ও হেবল, চরিত্রগত ভাবে অত্যন্ত ভিন্ন ভিন্ন প্রকৃতির ছিল। পতিত জাতির সহিত তাঁর ব্যবহারের মধ্যে হেবল স্রষ্টার ন্যায়পরায়ণতা অনুগ্রহ দেখতে পেত এবং ধীরে ধীরে পরিত্রাণের প্রত্যাশাকে সে গ্রহণ করে নিল। কিন্তু কয়িন তার মনকে সেই পথে ধাবিত হতে দিল যা শয়তানের পতনের কারণ হয়েছিল ঈশ্বরের ন্যায়পরায়ণতা ও কর্তৃত্বের বিষয়ে প্রশ্ন করা । PPBeng 39.1

তারা কি ঈশ্বরের ব্যবস্থাকে বিশ্বাস করে ও মানে কি না তা প্রমাণ করার জন্য এই ভাইদের পরীক্ষা করা হয়েছিল। ঈশ্বর বলিদানের যে পদ্ধতি স্থাপন করেছিলেন তা তারা, উভয়ই জানত। তারা জানত যে বলিদান যার প্রতীক সেই ব্যবস্থা দাতার উপর তাদের বিশ্বাস থাকতে হবে, এবং একই সময় তার ক্ষমা দানের উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে। রক্তপাত ছাড়া পাপের মোচন সম্ভব ছিল না। পালের প্রথমজাত মেষ বলিদানের মাধ্যমে খ্রীষ্টের প্রতিজ্ঞা মালার প্রতি তাদের বিশ্বাসের প্রকাশ করতে হত । PPBeng 39.2

দুই ভাই একই ধরণের বলির বেদী প্রস্তুত করল, এবং প্রত্যেকে তাদের বলির বস্তু আনল। হেবল মেষপাল হতে মেষ বলি দিল। “তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন।” আদিপুস্তক ৪:৪। স্বৰ্গ হতে আগুন নেমে এসে সেই বলি নিঃশেষ করে দিল। কিন্তু কয়িন সদাপ্রভুর আদেশ অমান্য করে শুধুমাত্র ফলের একটি উপহার দিল। স্বর্গ হতে কোন চিহ্ন পাওয়া গেল না যে এই উপহার গ্রহণ করা হয়েছে। হেবল তার ভাইকে অনুরোধ জানাল যে নির্ধারিত স্বর্গীয় পদ্ধতি অনুসারে যেন সে ঈশ্বরের কাছে উপস্থিত হয়, কিন্তু তার অনুনয়ের ফলে কয়িন আরো দৃঢ় সিদ্ধান্ত নিল যে সে তার ইচ্ছা অনুসারেই উপহার দেবে যেহেতু সে বড় ভাই তাই সে ছোট ভাইয়ের পরামর্শ অগ্রাহ্য করল। PPBeng 39.3

কয়িন ঈশ্বরের সামনে তার হৃদয়ের অভিযোগ ও ক্রোধ নিয়ে উপস্থিত হল । তার উপহার কোন অনুতাপের প্রকাশ ছিল না, কেননা (তার মনে হল) যে প্রতিজ্ঞাত উপহারদাতার দানের মাধ্যমে পরিত্রাণের ঈশ্বর প্রদত্ত PPBeng 39.4

পরিকল্পনাকে প্রকৃত অনুসরণ করা দুর্বলতার স্বীকার করা। সে তার নিজের যোগ্যতা নিয়েই উপস্থিত হবে। সে কোন মেষশাবক এনে তারা রক্ত উপহারের সহিত মিশ্রিত করবে না, কিন্তু তার পরিশ্রমের ফল ঐ ফলগুলিকেই ঈশ্বরের প্রতি অনুগ্রহ করে তাকে দিয়ে দেবে। কয়িন বলির বেদী নির্মাণে ঈশ্বরের প্রতি বাধ্যতা প্রদর্শন করল, একটি উপহার স্থাপন করায়ও সদাপ্রভুর প্রতি বাধ্যতা প্রদর্শন করল । একজন পরিত্রাণকর্তার প্রয়োজনকে স্বীকার করা এর মধ্যে ছিল না । PPBeng 40.1

এই ভাই দুজনেই পাপী ছিল, এবং তার প্রতি সম্মান ও ভক্তির ঈশ্বরের যে দাবী তা উভয়েই স্বীকার করেছিল। বাহ্যিক দৃষ্টিতে তাদের উভয়ের ধর্মই অনেকাংশে একই প্রকার ছিল, কিন্তু এর পরের পার্থক্য অনেক বেশী ছিল। PPBeng 40.2