তথাপি মহান নেতার পূর্ণ ভয় রয়ে যাচ্ছিল যে লোকেরা ঈশ্বরের নিকট হতে দূরে সরে যাবে। বাধ্যতার আশীর্বাদ তাদের জন্য কি কি হবে, ও অবাধ্যতার অভিশাপ তাদের উপর কি কি হবে সে সকল একটি মহৎ ও রোমাঞ্চ উদ্রেককারী বক্তৃতায় তিনি তাদের সামনে তুলে ধরলেনঃ PPBeng 331.2
“যখন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হও, আমি আজ তোমাকে যে যে আদেশ দিতেছি, তাঁর সেই সমস্ত আদেশ পালন করিবে,” “তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদযুক্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল,...তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদযুক্ত হইবে। তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে উঠে, তাহাদিগকে সদাপ্রভু তোমার সামনে আঘাত করাইবেন;...সদাপ্রভু আজ্ঞা করিয়া তোমার গোলাঘর সম্বন্ধে ও তুমি যে কোন কার্য্যে হস্তক্ষেপ কর, তৎসম্বন্ধে আশীর্বাদকে তোমার সহচর করিবেন।” PPBeng 331.3
“কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না কর, আমি অদ্য তোমাকে তাঁহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি....সেই সকল পালন না কর, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তিবে,” “আর সদাপ্রভু তোমাকে যে সকল জাতির মধ্যে লইয়া যাইবেন, তাহাদের কাছে তুমি বিস্ময়ের, প্রবাদের ও উপহাসের পাত্র হইবে।” “আর সদাপ্রভু তোমাকে পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত সমস্ত জাতির মধ্যে ছিন্নভিন্ন করিবেন;...আর তুমি সেই জাতিগণের মধ্যে কিছু সুখ পাইবে না, ও তোমার পদতলের জন্য বিশ্রাম স্থান থাকিবে না, কিন্তু সদাপ্রভু সেই স্থানে তোমাকে হৃৎকম্প, চক্ষুর ক্ষীণতা ও প্রানের শুষ্কতা দিবেন। আর তোমার জীবন তোমার দৃষ্টিতে সংশয়ে দোলায়মান হইবে, এবং তুমি দিবারাত্র শঙ্কা করিবে, ও আপন জীবনের বিষয়ে তোমার বিশ্বাস থাকিবে না। তুমি হৃদয়ে যে শঙ্কা করিবে ও চক্ষুতে যে ভয়ংকর দৃশ্য দেখিবে, তৎপ্রযুক্ত প্রাতঃকালে বলিবে, হায় হায়, কখন্ সন্ধ্যা হইবে? এবং সন্ধ্যাকালে বলিবে, হায় হায়, কখন প্রাতঃকাল হইবে? , PPBeng 331.4
আত্মার বশীবর্তী হয়ে, বহু যুগ দূরে দৃষ্টি নিক্ষেপ করে, রোমীয় সৈন্যদের দ্বারা ইস্রায়েল জাতির পরাজয় ও ধ্বংস যিরূশালেমের পূর্ণ ধ্বংসের এক ছবি মোশি অঙ্কন করলেন। বহু শতাব্দি পরে টাইটাস কর্তৃক যিরূশালেম অবরোধের সময় লোকদের ভয়ঙ্কর কষ্ট ভোগের এক হুবহু চিত্র তুলে ধরা হলঃ “আর তোমার সমস্ত দেশে যে সকল উচ্চ ও সুরক্ষিত প্রাচীরে তুমি বিশ্বাস করিতে, সে সকল যাবৎ ভূমিসাৎ না হইবে, তাবৎ সেই তোমার সমস্ত নগর-দ্বারে তোমাকে অবরোধ করিবে; আর যখন তোমার শত্রুগণ কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন তুমি আপন শরীরের ফল,... নিজ পুত্র- কন্যাদিগের মাংস ভোজন করিবে।” “যখন সমস্ত নগর দ্বারে শত্রুগণকর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন যে স্ত্রী কোমলতা ও সুখভোগ প্রযুক্ত আপন পদতল ভূমিতে রাখিতে সাহস করিত না,...(সেই স্ত্রীর) চক্ষু আপন বক্ষঃস্থিত স্বামীর....ও আপনার প্রসবিত শিশুদের উপরে টাটাইবে; কারণ সমস্তের অভাব প্রযুক্ত সে ইহাদিগকে গোপনে খাইবে।” PPBeng 332.1
এই আকর্ষণীয় বাক্য দ্বারা মোশি তার বক্তব্য শেষ করলেন; “আমি আজ তোমাদের বিরুদ্ধে স্বর্গ ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে, আমি তোমার সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রাখিলাম। অতএব জীবনও তোমার দীর্ঘ পরমায়ুস্বরূপ; তাহা হইলে সদাপ্রভু তোমার পূর্বপুরুষদিগকে, অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে, যে দেশ দিতে দিব্য করিয়াছিলেন, সেই দেশে তুমি বাস করিতে পাইবে।” PPBeng 332.2
তাদের হৃদয়ের উপর এই সত্যসমূহকে অংকিত করার জন্য মহান নেতা এগুলিকে পবিত্র কাব্যের ছন্দে তুলে ধরলেন। লোকেরা এই কাব্যময় ইতিহাস মুখস্থ করবে এবং তা তাদের সন্তানদের ও নাতিপুতিদের শিক্ষা দেবে, যেন তারা কখনো এই সমস্ত ভুলে না যায় । PPBeng 332.3
ভবিষ্যতে যখন তাদের সন্তানেরা তাদের জিজ্ঞাসা করবে, “আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে সকল সাক্ষ্য, নিয়ম ও আজ্ঞা দিয়াছেন, সে সকল কি?” তখন পিতা-মাতারা তাদের সহিত ঈশ্বরের অনুগ্রহপূর্ণ ব্যবহারের ইতিহাস পুনরাবৃত্তি করবে আর বলবে, যেন তারা তাঁর ব্যবস্থা পালন করে এজন্যে ঈশ্বর সদাপ্রভু কি আশ্চর্য্য ভাবে তাদের মুক্তি সাধন করেছিলেন: “আর সদাপ্রভু আমাদিগকে এই সমস্ত নিয়ম পালন করিতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে আদেশ দিলেন, যেন সারা জীবন আমাদের মঙ্গল হয়, আর তিনি আজিকার মত যেন আমাদিগকে রাখেন। আর আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ মত তাহার সামনে এই সমস্ত নিয়ম যত্ন সহকারে পালন করিলে আমাদের ধার্মিকতা হইবে।” PPBeng 332.4