Go to full page →

আমরা কেন মনোযোগ সহকারে ঈশ্বরের বাক্য অধ্যায়ন করব PPBeng 356

এ যা কিছু ঈশ্বর বয়ান করেছেন, তা বিকৃত করার মাধ্যমে মানুষের মনকে অন্ধকারাচ্ছন্ন করে পাপে প্রবৃত্ত করার জন্য শয়তান তার ছলনা দ্বারা মানুষকে ধ্বংস না করে, এই জন্য ঈশ্বর মানুষকে সর্বদাই তাঁর রক্ষার আওতাধীন রাখতে চান। তাঁর নিজ মুখে কথা বলতে, মানুষের পূর্ণ পথ প্রদর্শকরূপে তার কাছে যে শাস্ত্র তিনি দিয়েছেন তা নিজ হস্তে লিখতে, ঈশ্বর রাজী হয়েছেন। যেহেতু সদাপ্রভুর প্রতিজ্ঞা ও দাবী হতে আমাদের মনকে বিপথে নিয়ে যাওয়ার জন্য শয়তান সদা প্রস্তুত, তাই ঐগুলিকে মনের মধ্যে গভীর ভাবে গেথে রাখার জন্য আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে। PPBeng 356.2

অল্প বয়সের ছেলে-মেয়েরা যেন বুঝতে পারে সেই জন্য বাইবেলের সত্য ঘটনা ও ইতিহাস সহজ-সরল ভাষায় উপস্থাপন করতে হবে। পবিত্র বাক্যে যে বিভিন্নমুখী জ্ঞান পাওয়া যায়, পিতা-মাতারা এগুলির প্রতি তাদের সন্ত নদের আগ্রহ জাগিয়ে তুলতে পারেন। কিন্তু তাদের নিজেদেরও বিষয়ে আগ্রহ থাকতে হবে। যারা কামনা করেন যে তাদের সন্তানেরা ঈশ্বরকে প্রেম ও শ্রদ্ধা কররে, তারা যে উত্তমতা, তাঁর যে গৌরব, তাঁর যে ক্ষমতা তাঁর সৃষ্টির মধ্যে দেখা যায় তা নিয়ে আলোচনা করবেন। PPBeng 356.3

বাইবেলের প্রত্যেক অধ্যায় ও প্রত্যেক পদেই ঈশ্বরের নিকট হতে মানুষের কাছে কিছু যোগসূত্র ও কিছু আলোচনা। যদি এগুলি পাঠ করা হয় ও মানা হয় তবে যেমন ইস্রায়েলদের পরিচালনা করেছিল, তেমনি দিনের বেলা মেঘস্তম্ভ ও রাতের বেলা অগ্নিস্তম্ভ আমাদেরও পরিচালনা করবে। PPBeng 357.1