যে ভূমি অধিকার করা হয়েছে, তাতেই সন্তুষ্ট হয়ে বিভিন্ন বংশের উসাহে ভাটা পড়ল, এবং যুদ্ধ থেমে পড়ল। “পরে ইস্রায়েল যখন প্রবল হইল, তখন সেই কনানীয়দিগকে কর্মাধীন দাস করিল, কিন্তু সম্পূর্ণরূপে অধিকারচ্যুত করিল না ।” বিচারকর্তৃগণের বিবরণ ১:২৮। PPBeng 391.1
ঈশ্বর ইস্রায়েলদের যে প্রতিজ্ঞা করেছিলেন, তা তিনি বিশ্বস্ততার সহিত পূরণ করলেন । এখন দেশের বাকী অধিবাসীদের তাড়িয়ে দেয়ার অসম্পূর্ণ কাজ তাদের পূর্ণ করতে হত। কিন্তু তারা তা পূরণ করল না। কনানীয়দের সাথে চুক্তিবদ্ধ হওয়ার ফলে তারা ঈশ্বরের আদেশ অমান্য করলে এবং যে শর্তের উপর তাদের কনানদেশ দেবার প্রতিজ্ঞা করা হয়েছিল সেই শর্ত পূর্ণ করতে অপারগ হল । PPBeng 391.2
সীনয় পাহাড়ে তাদের পৌত্তলিকতার বিরুদ্ধে সাবধান করে দেয়া হয়েছিল। “তুমি তাহাদের সেবা করিও না; কিন্তু তাহাদিগকে সমূলে উপাটন করিও, এবং তাহাদের স্তম্ভ সকল ভাঙ্গিয়া ফেলিও।” যতদিন তারা ঈশ্বরের বাধ্য থাকবে, ঈশ্বর তাদের শত্রুদের পরাভূত করবেন : “আমি তোমার অগ্রে অগ্রে আমাবিষয়ক ত্রাস প্রেরণ করিব, এবং তুমি যে সকল জাতির নিকটে উপস্থিত হইবে.....ও তোমার শত্রুগণকে তোমা হইতে ফিরাইয়া দিব। আর আমি তোমার অগ্রে অগ্রে ভিমরুল পাঠাইব; তাহারা হিব্বীয়, কনানীয় ও হিত্তীয়কে তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিবে। কিন্তু যেন দেশ ধ্বংসস্থান না হয়, ও তোমার বিরুদ্ধে বন্য পশুর সংখ্যা যেন বৃদ্ধি না পায়, এইজন্য আমি এক বসরেই তোমার সম্মুখ হইতে তাহাদিগকে খেদাইয়া দিব না। তুমি যে পর্য্যন্ত বর্দ্ধিত হইয়া দেশ অধিকার না কর, তাব তোমার সম্মুখ হইতে তাহাদিগকে ক্রমে ক্রমে খেদাইয়া দিব।...তাহাদের সহিত কিংবা তাহাদের দেবতাগণের সহিত কোন নিয়ম স্থির করিবে না। তাহারা তোমার দেশে বাস করিবে না, পাছে তাহারা আমার বিরুদ্ধে তোমাকে পাপ করায়, কেননা তুমি যদি তাহাদের দেবগণের সেবা কর, তবে তাহা অবশ্য তোমার ফাঁদস্বরূপ হইবে।” যাত্রাপুস্তক ২৩:২৪, ২৭-৩৩ । PPBeng 391.3
ঈশ্বর কনান দেশে তাঁর লোকদের স্থাপন করেছিলেন যেন নৈতিক অবক্ষয়ের বন্যা সারা পৃথিবীকে ভাসায়ে নিয়ে না যায় । ঈশ্বর কনানীয়দের চেয়ে অধিক সংখ্যক ও অধিক শক্তিশালী জাতি সমূহকে তাদের হস্তে দেবেন। “তোমরা আপনাদের হইতে বৃহৎ ও বলবান জাতিদের উত্তরাধিকারী হইবে।...প্রান্তর ও লিবানোন অবধি, নদী অর্থাৎ ফরাৎ নদী অবধি পশ্চিম সমুদ্র পর্য্যন্ত তোমাদের সীমা হইবে।” দ্বিতীয় বিবরণ ১১:২৩, ২৪। PPBeng 392.1
কিন্তু তারা আরাম ও আত্ম-তৃপ্তি বেছে নিল। সমস্ত দেশ জয় করবার সুযোগ তারা হাতছাড়া করল । আর অনেক বংশ পর্যন্ত তারা অবশিষ্ট “চক্ষে কন্টক” ও “কক্ষে অংকুশস্বরূপ” পৌত্তলিক জাতি দ্বারা উৎপীড়িত হয়েছিল। গণনা ৩৩:৫৫ । PPBeng 392.2
ইস্রায়েলরা “জাতিগণের সহিত মিশ্রিত হইল, উহাদের ক্রিয়া শিক্ষা করিল।” তারা কনানীয়দের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে লাগল, আর পৌত্তলিকতা মহামারীর ন্যায় সমস্ত দেশে ছাড়িয়ে পড়ল। “ফলে তাহারা আপনাদের পুত্রদিগকে, আর আপনাদের কন্যাদিগকে ভূতদের উদ্দেশে বলিদান করিল।...দেশ রক্তে অশুদ্ধ হইল।” “তাহাতে আপন প্রজাদের উপরে সদাপ্রভুর ক্রোধ জ্বলিয়া উঠিল, তিনি আপন অধিকারকে ঘৃণা করিলেন।” গীতসংগিতা ১০৬:৩৫-৪০ । PPBeng 392.3
যে প্রজন্ম যিহোশূয় হতে শিক্ষা গ্রহণ করেছিল, যতক্ষণ না সেই প্ৰজন্ম পৃথিবী হতে লয় পেল, ততক্ষণ পৌত্তলিকতা বেশী ছড়াতে পারল না । কিন্তু পিতামাতারা সন্তানদের ভ্রষ্ট পথ তৈরী করে গেলেন। যিহূদীদের সহজ সরল জীবন যাপন পদ্ধতি তাদের দৈহিক সুস্বাস্থ্য দান করেছিল, কিন্তু পৌত্তলিকদের সাথে সামাজিকতায় জড়ানোর ফলে তারা ক্ষুধা ও কামনায় আত্ম-সমর্পণ করতে শুরু করল, যা ধীরে ধীরে তাদের মানসিক ও নৈতিক ক্ষমতাকে দুর্বল করতে শুরু করল। পাপ করার ফলে ইস্রায়েল ঈশ্বরের নিকট হতে দূরে সরে গেল, করা আর তখন তারা তাদের শত্রুদের উপর জয়লাভ করতে পারল না। আর এইভাবে তারা সেই জাতিসমূহের অধীনস্থ হয়ে পড়ল যাদের তারা পরাজিত করতে পারত । PPBeng 392.4
“তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়া বাল দেবের ও অষ্টারোৎ দেবীদের সেবা করিত।” “কারণ তাহারা আপনাদের উচ্চস্থলীসমূহের দ্বারা তাঁহাকে অসন্তুষ্ট করিল, আপনাদের ক্ষোদিত প্রতিমাগণ দ্বারা তাঁহার অন্তর্জালা জন্মাইল।” সুতরাং সদাপ্রভু “শীলোস্থিত আবাস ত্যাগ করিলেন, সেই তাঁবু যাহা তিনি মনুষ্যদের মধ্যে স্থাপন করিয়াছিলেন। তিনি আপন শোভা বিপক্ষের হস্তে দিলেন।” বিচারকর্তৃগণের বিবরণ ২:১৩; গীতসংহিতা ৭৮:৫৮, ৬০, ৬১। PPBeng 392.5
তথাপি তিনি সম্পূর্ণরূপে তাঁর লোকদের ত্যাগ করলেন না। সব সময়ই একটি ছোট অবশিষ্টাংশ যীহোবার (ঈশ্বরের) বাধ্য থাকত, আর মাঝে মাঝে সদাপ্রভু বিশ্বস্ত ও শক্তিশালী লোকদের উঠিয়ে আনতেন যারা পৌত্তলিকতার অবসান ঘটাত আর তাদের শত্রুদের নিকট হতে ইস্রায়েলদের মুক্ত করত । কিন্তু যখনই তাদের মুক্তিদাতার মৃত্যু হত আর তারা তার শাসন হতে মুক্ত হত, তখনই তারা ধীরে ধীরে পুতুল পূজায় ফিরে যেত। তাই পিছিয়ে পড়া ও সংশোধন করা, অনুতাপ করা ও মুক্তি পাওয়ার গল্প বারে বারে বর্ণনা করা হয়েছে। PPBeng 393.1