Go to full page →

নগণ্য জিনিষেও সততার প্রয়োজনীয়তা PPBeng 414

প্রত্যেক কাজকে সে এমন ভাবে সম্পন্ন করে যে তা সদাপ্রভুর প্রতি করছে, সে অত্যন্ত নগণ্য কাজেও আনন্দ উপভোগ করে, এবং যে সকল স্বর্গীয় কর্মী ঈশ্বরের ইচ্ছা পূরণে ব্যস্ত তাদের সহিত ঐ কর্মীর যোগাযোগ সাধিত হয়। ছোট ছোট বিষয়ে সততা, ছোট ছোট বাধ্যতার কাজ সম্পাদন করা ও ছোট ছোট দয়ার কাজে এগিয়ে যাওয়াতে জীবনের পথ আনন্দ মুখরিত হয়। আর যখন পৃথিবীতে আমাদের কাজের সমাপ্তি হবে তখন দেখা যাবে যে, যে সকল সাধারণ কর্তব্য বিশ্বস্ততার সাথে সম্পাদন করা হয়েছিল তার কোনটিই বিফল হয় নি । PPBeng 414.4

আমাদের যুগের যুবকরাও ঈশ্বরের চোখে শমূয়েলের মতই মহামূল্যবান হতে পারে। তাদের বিশ্বাসের সততা যদি তারা বিশ্বস্ততার সাথে সংরক্ষণ করে তবে সংস্কার সাধনে তারা এক বিশেষ প্রভাব বিস্তার করবে। ঈশ্বরের কাছে তাদের প্রত্যেকের জন্যই কাজ আছে। ঈশ্বর ও মানবতার জন্য কোন মানুষ কোন কালেই এত অধিক ফলবান হয়নি যা সম্ভব হবে তাদের দ্বারা যারা ঈশ্বর প্রদত্ত কর্তব্যে বিশ্বস্ততার সাথে সম্পন্ন করে । PPBeng 415.1