শয়ে শৌল বিজয়ের গৌরব দাবী করতে পারলেন না, কিন্তু তিনি তার প্রতিজ্ঞা পূরণের মাধ্যমে সম্মানিত হতে চাইলেন। কিন্তু লোকেরা এই আদেশ কার্যকরী করতে অসম্মতি জানাল। রাজার ক্রোধের মুখে তারা ঘোষণা করল, “ইস্রায়েলের মধ্যে যিনি এমন মহান উদ্ধার সাধন করিয়াছেন, সেই যোনাথন কি মরিবেন? এমন না হউক, জীবন্ত সদাপ্রভুর দিব্য, উঁহার মাথার একটি চুলও মাটিতে পড়িবে না, কেননা তিনি আজ ঈশ্বরের সহিত কাজ করিয়াছেন।” PPBeng 453.3
যোনাথনের উদ্ধার রাজার অপরিণামদর্শীতার প্রতি একটি কঠিন তিরস্কার ছিল। শৌলের মনে হল যে অভিশাপটি তার মাথায়ই ফিরে আসবে। তিনি অসন্তুষ্ট ও বিষণ্ন হয়ে ঘরে ফিরলেন । PPBeng 453.4
যারা নিজের পাপ ক্ষমা করতে সর্বদাই প্রস্তুত, তারাই অন্যদের অভিযুক্ত করতে ও শাস্তি দিতে অতিরিক্ত আগ্রহী ও কঠোর। শৌলের মত অনেকেই যখন বুঝতে পারেন যে ঈশ্বর তাদের সাথে নাই, তারা এটি স্বীকার করতে পারেন না যে এর কারণ তারা নিজেরাই। তারা তাদের প্রতি কঠোর বিচার করে থাকেন যারা তাদের থেকে অনেক ভাল । PPBeng 453.5
যারা নিজকে গৌরবান্বিত করতে সচেষ্ট তারা প্রায়ই এমন অবস্থার মোকাবেলা করেন যেখানে তাদের ঠিক চরিত্র প্রকাশিত হয়ে পড়ে। শৌলের বেলায়ও তাই হল। ন্যায় বিচার, পরোপকারীতা ও করুণার চেয়ে রাজত্ব মর্যাদাই তার কাছে অধিক কাম্য ছিল। এই ভাবে লোকেরা তাদের ভুল দেখতে পেল। যার প্রার্থনার মাধ্যমে তাদের জন্য আশীর্বাদ নেমে আসত সেই ভাববাদীকে তারা এমন একজনের সাথে বিনিময় করল যিনি তাদের জন্য অভিশাপ কামনা করেন । PPBeng 453.6
যদি ইস্রায়েলের লোকেরা মধ্যস্থতা না করত, তবে তাদের উদ্ধারকারী যোনাথন রাজার আদেশে মৃত্যুদন্ড পেতেন। এর পর হতে লোকেরা কত আশঙ্কার মধ্যেই না শৌলের পরিচালনার অনুসরণ করেছে। তাদের কার্যের ফলেই তাকে সিংহাসনে বসান হয়েছিল, এই চিন্তা কতই না তিক্ত ছিল । PPBeng 454.1