Go to full page →

শৌলকে সাহায্য করিবার জন্য ঈশ্বর সম্ভব সব কিছুই করেছিলেন PPBeng 459

যখন সিংহাসনে বসার জন্য শৌলকে আহ্বান করা হয়, তখন তিনি অনেক অজ্ঞ ছিলেন এবং তার চরিত্রে ভয়ঙ্কর ত্রুটি ছিল। কিন্তু ঈশ্বর তাকে পবিত্র আত্মা দান করলেন এবং এমন অবস্থায় স্থাপন করলেন যেখানে তিনি ইস্রায়েলের রাজার জন্য যে গুণাবলী প্রয়োজন তার বিকাশ ঘটাতে পারেন । যদি তিনি নম্র থাকতেন তবে সকল প্রকার ভাল গুণ তার মধ্যে শক্তিশালী হতে থাকত ও মন্দ ভাবসমূহ ধীরে ধীরে দূর হয়ে যেত। এই কাজটি ঈশ্বর সেই সকল লোকের মধ্যে করতে চান যারা নিজদের তাঁর কাছে সমর্পণ করে । তিনি তাদের নিকট তাদের চারিত্রিক দুর্বলতা প্রকাশ করেন এবং ভুল সংশোধনের ক্ষমতা তিনি তাদের দান করেন। PPBeng 459.4

যখন তাকে সিংহাসন দান করা হয় তখন যদিও শৌল নম্র ও আত্ম- অবিশ্বাসী ছিলেন, কিন্তু কৃতকাৰ্য্যতা তাকে আত্ম-বিশ্বাসী করে তুলে। যাবেশ- গিলিয়াদে যে শৌর্য্য ও সমর কৌশল দেখানো হয় তাতে সমস্ত জাতির উৎসাহ বৃদ্ধি পায় । প্রথমে তিনি এর গৌরব ঈশ্বরকে দান করেন, কিন্তু পরে তিনি তা নিজের প্রতি আরোপ করেন। তিনি ঈশ্বরের উপর নির্ভরশীলতা হারিয়ে ফেলেন এবং মনে মনে সদাপ্রভু হতে দূর সরে যান। এই ভাবেই গিল্‌গলে তার দুঃসাহসিক পাপের পথ খুলে যায়। এই একই অন্ধ আত্ম-বিশ্বাস তাকে শমূয়েলের তিরস্কার অস্বীকার করতে অনুপ্রাণিত করে। যদি তিনি তার ভুল স্বীকার করতেন, তবে এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য তার নিরাপত্তা হয়ে উঠত । যদি ঐ সময় ঈশ্বর সম্পূর্ণ ভাবে শৌলের কাছ থেকে দূরে সরে যাবেন, তবে তিনি আবার তাকে আর একটি সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে তার অতীতের ভুল সংশোধন করতে শমূয়েল দ্বারা আদেশ দিতেন না । PPBeng 460.1

যখন শৌল তার আত্ম-সমর্থনে একগুয়েমী করতে থাকলেন, তখন তিনি সেই একমাত্র পদ্ধতিকে অস্বীকার করলেন যার মাধ্যমে ঈশ্বরের আদেশের সম্পূর্ণ বিপরীতে পবিত্র অনুষ্ঠান সম্পন্ন করার দ্বারা তিনি নিজেকে ঈশ্বরের সহায়তার আত্ততার বাইরে নিয়ে গেলেন। অমালেকীয়দের বিরুদ্ধে অভিযানের সময় আংশিক ভাবে ঈশ্বরের আদেশ পালনে সদাপ্রভু সুখী ছিলেন না। ঈশ্বর মানুষকে তাঁর ব্যবস্থার বাইরে যাবার স্বাধীনতা দেন নি । PPBeng 460.2