আবার যুদ্ধ ঘোষণা করা হল এবং দায়ূদ শত্রুদের বিপক্ষে সৈন্যদলের পরিচালনায় নিযুক্ত হলেন। যিহুদী একটি মহা বিজয় লাভ করল, এবং লোকেরা দায়ূদের জ্ঞান ও সাহসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। এতে তার বিরুদ্ধে শৌলের পুরাতন প্রতিহিংসা জ্বলে উঠল। যখন যুবক বীণা বাজিয়ে সমস্ত প্রাসাদ মধুর সুর লহরীতে পূর্ণ করছিল, তখন শৌলের ঈর্ষা তাকে পরাস্ত করল এবং তিনি দায়ূদের প্রতি বল্লম নিক্ষেপ করলেন, কিন্তু ঈশ্বরের দূত ঐ মারাত্মক অস্ত্রটিকে দূরে সরিয়ে দিলেন। দায়ূদ রক্ষা পেলেন এবং নিজ গৃহে পালিয়ে গেলেন। শৌল কয়েকজন গুপ্তচর পাঠিয়ে দিলেন যেন তারা ভোর বেলা তাকে হত্যা করে। PPBeng 475.1
মীখল তার পিতার উদ্দেশ্য দায়ূদকে জানালেন। তিনি তাকে পালিয়ে যেতে অনুরোধ করলেন এবং গোপনে পালিয়ে যাওয়ার জন্য জানালা দিয়ে নীচে নামিয়ে দিলেন। তিনি পালিয়ে রামাতে শমূয়েলের নিকট গেলেন এবং ভাববাদী পলাতককে স্বাগতম জানালেন। এইখানে, পর্বতরাজির মধ্যে ঈশ্বরের সম্মানিত প্রজা তার কাজ চালিয়ে যেতে লাগলেন। একদল ভাববাদী এখানে তার সাথে খুব মনোযোগ সহকারে ঈশ্বরের বাণী পাঠ করতেন এবং শমূয়েলের নিকট হতে শিক্ষা গ্রহণ করতেন। ইস্রায়েলের এই শিক্ষকের নিকট হতে মূল্যবান সত্য শিক্ষা লাভ করেছিলেন। শমূয়েলের সহিত যোগাযোগ দায়ূদের প্রতি শৌলের হিংসা এই কারণে আরো বাড়িয়ে তুল যে হয়ত শমূয়েল দায়ূদের উন্নতির জন্য তার প্রভাব খাটাবেন। তার হত্যার পরিকল্পনা চরিতার্থ করার জন্য রাজা দায়ূদকে গিবিয়াতে ফের আনার জন্য পাঠালেন । PPBeng 475.2