Go to full page →

নাবলের বিজ্ঞ স্ত্রী পরিবারকে রক্ষা করেন PPBeng 485

নিজ স্বামীর সহিত পরামর্শ ছাড়াই অবীগল যথেষ্ট খাদ্যদ্রব্য সংগহ করে দাসদের হাতে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও দায়ূদের সাথে সাক্ষাৎ করতে চলেন। যখন অবীগল দায়ূদকে দেখলেন, তখন তাড়াতাড়ি গৰ্দ্দভ হইতে নেমে দায়ূদের সম্মুখে উবুড় হয়ে প্রণিপাত করলেন। আর তাঁর চরণে পড়ে বলেন, “হে আমার প্রভু, আমার উপরে, এই অপরাধ বর্তক। বিনয় করি, আপনার দাসীকে আপনার কর্ণগোচরে বাক্য কহিবার অনুমতি দিন।” অবীগল দায়ূদকে এমন ভাবে সম্বোধন করলেন যে একজন মুকুটধারী রাজার সাথে বাক্য বলছেন। তিনি নরম ও দয়ার্দ্র বাক্য দ্বারা তার ক্রোধকে ঠান্ডা করতে চাইলেন। জ্ঞান ও ঈশ্বরের প্রতি প্রেম পূর্ণ এই মহিলা তার নিকট এটি পরিষ্কার করলেন যে তার স্বামীর দয়াহীন ব্যবহার পূর্ব-পরিকল্পিত ছিল না, কিন্তু শুধুমাত্র এক অসুখী স্বার্থপর স্বভাবের স্বাভাবিক বহিঃপ্রকাশ ছিল। আর তারপর শান্তি স্থাপন কল্পে তিনি দায়ূদের লোকদের বহু খাদ্য দ্রব্য দান করলেন । PPBeng 485.3

তিনি (অবীগল) বলেন, সদাপ্রভু নিশ্চয়ই আমার প্রভুর কুল স্থির করিবেন; কারণ সদাপ্রভুর জন্যই আমার প্রভু যুদ্ধ করিতেছেন, যাবজ্জীবন আপনাতে কোন অনিষ্ট দেখা যাইবে না। অবীগল বুঝাতে চাইলেন যে দায়ূদকে সদাপ্রভুর জন্য যুদ্ধ করা উচিত। তার ব্যক্তিগত কোন প্রতিশোধ নেয়া উচিত নয়, এমন কি বিশ্বাসঘাতকরূপে অত্যাচারিত হলেও। “সদাপ্রভু আমার প্রভুর বিষয়ে যে সমস্ত মঙ্গলের কথা বলিয়াছেন, তাহা যখন সফল করিবেন, আপনাকে ইস্রায়েলের উপর অধ্যক্ষ পদে নিযুক্ত করিবেন, তখন অকারণে রক্তপাত করাতে কিংবা আপনি প্রতিশোধ লওয়া হেতু আমার প্রভুর শোক বা হৃদয়ে বিঘ্ন জন্মিবে না । PPBeng 485.4

অবীগলের ধার্মিকতা কথায় ও কাজে সুগন্ধির মত অজ্ঞাত ভাবে ছড়িয়ে পড়ছিল। ঈশ্বরের আত্মা তার মধ্যে বিরাজ করছিলেন। অনুকম্পাতে পূর্ণ তার বাক্যসমূহ একটি স্বর্গীয় প্রভাব বিস্তার করল। দায়ূদ যখন নিজ হটকারীতার কথা চিন্তা করলেন, তখন কাঁপতে লাগলেন। “ধণ্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে।” মথি ৫:৯। ইস্রায়েলের এই মহিলার মত আরো অনেকে যেন ক্রোধের আবেগকে বশীভূত করে, হকারীতাকে বাধা দান করে, আর শান্তি ও জ্ঞানের বাক্য মহা ধ্বংসকে রোধ করে। PPBeng 486.1

অবীগলের প্রভাব ও যুক্তির মুখে দায়ূদের ক্রোধ প্রশমিত হল। তিনি নিশ্চিত হলেন যে তিনি তার আত্মার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার নিজ কথার সহিত মিল রেখে এই যে তিরস্কার তা তিনি নরম হৃদয়ে মেনে নিলেন । “ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটী দয়া; সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল” । গীতসংহিতা ১৪১:৫। যেহেতু অবীগল তাকে ধার্মিকতার পরামর্শ দান করলেন এর জন্য তিনি ঈশ্বরের ধন্যবাদ করলেন। কত অল্প লোকই না তিরস্কার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেন এবং যারা তাদের ভ্রান্ত পথ হতে ফিরান তাদের ধন্যবাদ দেন। PPBeng 486.2