একটি অত্যন্ত পরিষ্কার আজ্ঞা লঙ্ঘনের জন্য ঊষের উপর ঈশ্বরের বিচার নেমে এসেছিল। হারোণের বংশধরকে যাজকগণ ছাড়া নিয়ম-সিন্দুক স্পর্শ করা অন্য সকলের জন্য নিষিদ্ধ ছিল, এমন কি ঢাকনা খোলা অবস্থায় এর প্রতি দৃষ্টি দেয়াও নিষিদ্ধ ছিল। ঈশ্বরের নির্দেশ ছিল, “কহাতের সন্তানগণ তাহা বহন করিতে আসিবে; কিন্তু তাহারা পবিত্র বস্তু স্পর্শ করিবে না, পাছে তাহাদের মৃত্যু হয়।” গণনা ৪:১৫। যাজকগণ নিয়ম-সিন্দুক ঢাকিবে, এবং তারপর কহাতীয়েরা সিন্দুকের দু'পাশের আঙটির মধ্যে আবদ্ধ কাঠ ধরে এটি উঠাবে। তারা নিয়ম-সিন্দুককে “স্কন্ধে করিয়া” বহন করবে। গণনা ৭:৯। সদাপ্রভুর নির্দেশের অমার্জনীয় অবহেলা করা হয়েছিল । PPBeng 513.1
দায়ূদ ও তার লোকেরা আনন্দ ও ইচ্ছুক চিত্তে একটি পবিত্র কাজে লিপ্ত ছিল, কিন্তু এটি সদাপ্রভুর নির্দেশ অনুসারে সম্পন্ন করা হচ্ছিল না। যাদের ঈশ্বরের ব্যবস্থা সম্বন্ধে কোন ধারণাই ছিল না, সেই পলেষ্টীয়েরাও যখন নিয়ম- সিন্দুক ইস্রায়েলের নিকট ফের এনেছিল, তখন তা একটি নতুন গোরুর গাড়ীর উপর স্থাপন করেছিল। কিন্তু এই সকল বিষয়ে ইস্রায়েলরা ঈশ্বরের নিকট হতে তাঁর ইচ্ছা সম্বন্ধে সহজ ভাষায় নির্দেশ লাভ করেছিল, আর ঐ সকল নির্দেশের অবহেলা করা ঈশ্বরের অপমান করার সমান ছিল। ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করায় পবিত্রতা সম্বন্ধে ঊষের বিবেক নিস্তেজ হয়ে পড়েছিল । স্বীকারোক্তিহীন পাপের বোঝা তার মাথায় ছিল, আর এর পর, ঈশ্বরের আজ্ঞা অমান্য করে, সে ঈশ্বরের উপস্থিতির প্রতীককে স্পর্শ করার সাহস করেছিল । কোন আংশিক বাধ্যতা ঈশ্বরের নিকট গ্রহণ যোগ্য নয়, অবহেলার সহিত তাঁর ব্যবস্থা মানার ভান করা চলে না। একজনের মৃত্যু যদি লোকদের অনুতাপ করার জন্য অনুপ্রানীত করে তবে হাজার হাজার লোক বিচার হতে রেহাই পেতে পারে। PPBeng 513.2